নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পাখিরা ভোলে না, মানুষেরা ভোলে

২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫১

পাখিরা তাদের সাথিদের কখনো ভোলে না,
মানুষেরা ভোলে।
পিঞ্জরের পাখি তার সাথিকে পিঞ্জরে ফেলে
আকাশে ওড়ে না,
উড়লেও ত্বরিত ফিরে আসে চলে,
ফিরে এসে তার সাথে কত কথা বলে!

মানুষেরা ভুলে যায়,
সাথিদের ফেলে তারা একা উড়ে যায়,
দূরে যায় চলে।
আশা নিরাশার দোলে,
পথ চেয়ে বসে থাকা নীরব সাথি তার
ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকে নিরাশার কোলে।


ঢাকা
২২ নভেম্বর ২০২১

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ দুরে সরে গেলে আর ফিরতে পারে না, আটকা পড়ে যায়।

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: কথাটা অনেকাংশে ঠিক। ধন্যবাদ।

২| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: বন্ধন ছিন্ন করা করা মানুষের স্বভাব

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন, এটা অনেক মানুষের স্বভাব।

৩| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪২

সোহানী বলেছেন: ভাবলাম এবার মনে হয় কমেন্টে প্রথম হবো :D । কিন্তু কবিতা পড়ে কমেন্ট করতে করতেই দেখি গাজি ভাই আর জলদস্যু ভাইকে কিভাবে বিট করবো !!!! :((

আমি ঠিক মানছি না এটি। মানুষ ভুলে যায় না, ভুলে যাওয়ার ভান করে। কেউ অভিনয়টা ভালো করে, কেউ পারে না। এটুকুই পার্থক্য।

২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যেই চাঁদগাজী সাহেব প্রথম মন্তব্যটি করেছেন। ৪ নং মন্তব্যটি পড়ে মনে হচ্ছে, উনি শিরোনামটা দেখেই হয়তো মন্তব্যটি করে ফেলেছেন। পরে হয়তো তিনি কবিতাটি পড়েছেন, আবার না পড়েও হয়তো অন্য কোন পোস্টে চলে যেতে পারেন।

"মানুষ ভুলে যায় না, ভুলে যাওয়ার ভান করে" - ইউ হ্যাভ এ পয়েন্ট। মিরোরডডলও তেমনটি বলেছেন।

প্রথম প্লাসটির জন্য ধন্যবাদ। মন্তব্যে না হলেও, প্লাসে অবশ্যই আপনি প্রথম হয়েছেন। :)

৪| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


@সোহানী ,

আগে কমেন্ট করতে হয়, পড়তে হয় পরে!

২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনি কি তাহলে কবিতাটি না পড়েই ১ নং মন্তব্যটি করেছেন?

৫| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৩৭

নেওয়াজ আলি বলেছেন: মানুষের তো বিভিন্ন প্রতিকূলতা থাকে তাই ভুলতে বাধ্য হয়। অভিনয়ের এই জগত সংসার ।

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১১

খায়রুল আহসান বলেছেন: বাহ, খুবই চমৎকার একটি মন্তব্য করেছেন!
"অভিনয়ের এই জগত সংসার" - আস্বীকার করার উপায় নেই। জীবন-নাট্যের এই মুক্ত মঞ্চে আমরা সবাই একেকজন পাকা অভিনেতা।

৬| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানুষ জীবন আর পাখি জীবনের বিস্তর পার্থক্য। সব পাখি ভোলে না কিন্তু সব মানুষ মনে রাখে না।

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, বিস্তর পার্থক্য তো আছেই! মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব পাখি আসে না।আমি বহুদিন হয় পাখি পালি, অভিজ্ঞতা থেকে বলছি।
মানুষের বিষয়টা অন্য রকম।অনেকে আসে কেউ কেউ আসে না।যদি একেবারে চলে যাবার কথা বুঝান ,সেটা আর ফিরে আসা সম্ভব না।তখন নিরাশার কোলে ঘুমিয়ে থাকা ছাড়া কোন উপায় থাকে না।

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: অভিজ্ঞতা থেকে বলা আপনার কথাগুলোর জন্য ধন্যবাদ।

৮| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মানুষ স্বার্থপর
খুব সুন্দর লিখেছেন

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: "আসলেই মানুষ স্বার্থপর" - জ্বী, তবে সবাই নয়।
"খুব সুন্দর লিখেছেন" - অনেক ধন্যবাদ। মন্তব্যে ও প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।

৯| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৫

জুল ভার্ন বলেছেন: স্বার্থপরতার চিরন্তন কাব্য ভাল লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন ।

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এ সহজ, সরল, সুন্দর মন্তবটির জন্য।

১১| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

মিরোরডডল বলেছেন:




মানুষ ভুলে যায় না
মানুষ বদলে যায়
সময়ের সাথে চাওয়া বদলে যায়
প্রায়োরিটি বদলে যায়
প্রয়োজন ফুরিয়ে যায়
নতুনের আকর্ষণে পুরনো থেকে দূরে সরে যায়
মানুষ ভুলে যায় না
ভুলে থাকার অভিনয় করে



২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: খুব চমৎকার করে বলেছেন এ গভীর অনুভবের কথাগুলো। সুচিন্তিত, সুবিবেচিত এ মন্তব্যটির জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে প্রাণিত।

১২| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,





সব পাখি ঘরে আসে — সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

কবিতার সারমর্ম কি এমনটাই ?

সোহানী আর মিরোরডডল এদের বক্তব্যের সাথে সহমত -
মানুষ ভুলে যায় না
ভুলে থাকার অভিনয় করে


২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: জীবনানন্দ দাশ এর কবিতা থেকে এ উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
"মানুষ ভুলে যায় না
ভুলে থাকার অভিনয় করে"
- ঠিক!

১৩| ২৫ শে নভেম্বর, ২০২১ ভোর ৬:৪৪

কালো যাদুকর বলেছেন: মানুষ সত্যই ভূলে যা দুরে সরে যায় - l এ বড় কষ্টের কথা

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ স্বার্থপর, তাই ভুলে যায়।

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষ অবশ্যই স্বার্থপর।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৫| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। পাখি নিয়ে কয়েকদিন আগে কয়েকটি পোস্ট ছিল। আপনার কবিতা পড়ে সেগুলির কথা মনে পড়ে গেল।

পাখিদের মধ্যে মনমালিন্য হয় বলে মনে হয় না। ওদের ভালবাসায় ভাঁটা পড়ে না। মানুষের মধ্যে মনমালিন্য হয় এবং অনেক সময় দূরে সরে যায়। পাখির মত যদি আমরা ভালবাসতে পারতাম তাহলে অনেক ভালো হত।

২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।
পাখি নিয়ে মন্তব্যে আপনি যা কিছু বলেছেন তা সবই ঠিক। "পাখির মত যদি আমরা ভালবাসতে পারতাম তাহলে অনেক ভালো হত" - অবশ্যই, একমত।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আত্মিক অনুভূতি বোধহয় মানুষের চেয়ে পাখিদের বেশি।একটা কাক বিপদে পড়লে যে ভাবে তার সঙ্গী সাথীরা পাশে এসে দাঁড়ায় বা কা কা করতে থাকে তা তাদের গোষ্ঠী সংহতি পরিচয় বহন করে। আর এটা আমার মনে হয় সমগ্র পক্ষীকুলের জন্য প্রযোজ্য। অন্যদিকে মানুষ সবচেয়ে বেশি স্বার্থপর আত্মকেন্দ্রিক জাতি। সময়ে সময়ে তাদের চাহিদা বা বন্ধু পরিবর্তিত হয়। তাই বলে পূর্বের জনকে যে ভুলতে পারে তা নয়, মনে হয় ভুলে থাকার ভান করে। এগারো নম্বর কমেন্ট দাতা @ মিররডলের মন্তব্যটি ভালো লেগেছে।

শুভেচ্ছা স্যার আপনাকে।

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: সবার শেষে এসে সবচেয়ে শ্রেষ্ঠ মন্তব্যটি আপনিই করলেন। অসংখ্য ধন্যবাদ।
"আত্মিক অনুভূতি বোধহয় মানুষের চেয়ে পাখিদের বেশি।একটা কাক বিপদে পড়লে যে ভাবে তার সঙ্গী সাথীরা পাশে এসে দাঁড়ায় বা কা কা করতে থাকে তা তাদের গোষ্ঠী সংহতি পরিচয় বহন করে" - আপনার এ পর্যবেক্ষণটি এবং তার প্রকাশের ভাষা- দুটোই যথার্থ এবং যথোপযুক্ত হয়েছে। এর সাথে দ্বিমত প্রকাশের কোনই সুযোগ নেই।
"অন্যদিকে মানুষ সবচেয়ে বেশি স্বার্থপর আত্মকেন্দ্রিক জাতি। সময়ে সময়ে তাদের চাহিদা বা বন্ধু পরিবর্তিত হয়" - এটাও সত্য, এর সাথেও দ্বিমত পোষণ করার কোন অবকাশ নেই।
মিরোরডডল এর মন্তব্যটা আমারও ভালো লেগেছে, এবং এর সাথে ব্লগার আহমেদ জী এস সাহেবও সহমত প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.