নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
বাইরে বৃষ্টি নেমে এলো, অকস্মাৎ।
পথ ভিজছে, গাছপালা ভিজছে।
পাখিদের নীড়ে ওরা নড়ে চড়ে উঠছে।
সাথীকে কাছে টেনে নিয়ে আবার ঘুমুচ্ছে।
বাইরে বৃষ্টি নেমে এলো, বড় অসময়ে।
মাঘের সন্ধ্যা নামার ঠিক পরপরই।
পথিকেরা আচমকা ‘ধরা খেলো’,
দৌড়ে পালাতে গিয়েও অনেকে ভিজে গেল।
অলিন্দে দাঁড়িয়ে কারো চা পানের তৃষ্ণা জাগলো,
কেউ জানালার পর্দা সরিয়ে শুধু বৃষ্টি পড়া দেখলো।
যেমন অকস্মাৎ এসেছিল, বৃষ্টি তেমনই চলে গেল,
শীতের সাঁঝের বৃষ্টি, কেন যেন উষ্ণতা রেখে গেল!
ঢাকা
২০ মাঘ ১৪২৮
০৩ ফেব্রুয়ারী ২০২২
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যটির জন্য অশেষ ধন্যবাদ। প্রীত হ'লাম।
দুটোই আমার ইচ্ছে ছিল, কিছুটা সময়ের ব্যবধানে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৩
জটিল ভাই বলেছেন:
এ বৃষ্টি উষ্ণতা নয়, শীতকে করিলো আরো শীতল,
আগে গায়ে কম্বল জড়িয়েছি এক, এখন জড়বে দ্বিতল
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২২
খায়রুল আহসান বলেছেন: আমাদের এখানে কেন যেন, বৃষ্টি থেমে যাবার পর একটু গরম লাগছিল। এখনও তেমনই আছে, তেমন 'শীতল' হয়নি। এর কারণ হতে পারে, আকাশটা এখনও গোমরামুখি হয়ে আছে, নিম্নমেঘে আকাশ ঢেকে আছে।
প্রথম প্লাসটির জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহ। সুন্দর প্রকাশ।
বৃষ্টি কবিতায় ভালোলাগা।
শুভেচ্ছা
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। ছোট্ট মন্তব্যে প্রীত হ'লাম।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৩
নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার কবিতা রচিয়েছেন।
শুভ কামনা রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:২৯
সোবুজ বলেছেন: ছোট্ট ঘটনার সুন্দর প্রকাশ কবিতায়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা বিমুখ একজন পাঠক আমার এ ক্ষুদ্র প্রয়াস পাঠে এত সুন্দর একটি মন্তব্য রেখে গেলেন! পড়ে প্রীত ও প্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩০
আখেনাটেন বলেছেন: এই অসময়ের বৃষ্টি শহরের ধুলো বালির অভিশাপ থেকে সাময়িক মুক্তি দেবে....তবে গ্রামের কৃষকদের জন্য কিছুটা আপদ...কিন্তু প্রকৃতির কাছে তো আর অভিযোগের কিছু নেই......
আপনার ভাষায়, 'ধরা খেলো'... কৃষকেরা...বিশেষ করে মনে হয় আমচাষীরা..মুকুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে....।
হঠাৎ ঘটে যাওয়া প্রকৃতির এই লীলাখেলা নিয়ে ভাবনাটুকু কাব্যের আকারে তুলে ধরেছেন...ভালো লাগল...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮
খায়রুল আহসান বলেছেন: "তবে গ্রামের কৃষকদের জন্য কিছুটা আপদ..." - বৃষ্টি পড়া দেখতে দেখতে এ কথাটাও আমার ভাবনায় এসেছিল। আমচাষীদের ক্ষতিগ্রস্ত হবার কথা ভেবে চিন্তিত হচ্ছিলাম।
"হঠাৎ ঘটে যাওয়া প্রকৃতির এই লীলাখেলা নিয়ে ভাবনাটুকু কাব্যের আকারে তুলে ধরেছেন...ভালো লাগল..." - বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক কাপ চা পান করতে করতেই বৃষ্টির মূলধারা থেমে গিয়েছিল, যদিও হাল্কা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরও কিছুক্ষণ ঝরেছিল। চা পান করতে করতেই কবিতাটি লিখে ফেলেছিলাম।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনি শুনলে অবাক হবেন- এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
খায়রুল আহসান বলেছেন: "এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে" - জুম্মার নামাযের ঠিক আগে আগে আমাদের এখানেও আকাশ কালো করে দমকা হাওয়া শুরু হয়েছিল, তার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি। এখনও মৃদু ঠাণ্ডা বাতাস বইছে। তবে আবহাওয়া বিশারদগণ জানিয়েছেন, আগামী চারদিন আকাশ পরিস্কার থাকবে এবং রোদ উঠবে।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর বর্ষণমুখর একটি দিনের কবিতা পাঠ করলাম।
আজ সকালে আমি বৃষ্টিতে ভিজতে হয়েছিলাম।খারাপ লাগছিল তখন। আরও খারাপ লাগছিল ভেবে যে সদ্য বসানো পটলগাছের
খুব ক্ষতি হয়ে গেল ভেবে। কিন্তু কি আর করার...
তবে এখন সন্ধ্যায় কবিতা পাঠ করে মনে মনে বেশ উষ্ণতা অনুভব করছি...
পোস্টে লাইক।
শুভেচ্ছা স্যার আপনাকে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৩
খায়রুল আহসান বলেছেন: আসলে পুরো দিনটা 'বর্ষণমুখর' ছিল না, সন্ধ্যের পরে হঠাৎ করেই এক পশলা বৃষ্টি হয়েছিল সেদিন। এক কাপ কফি শেষ করতে করতেই বৃষ্টি অনেক কমে এসেছিল। তার পরেই বসে এ কবিতাটি লিখেছিলাম, যদিও সামুতে প্রকাশ করেছি একটু দেরিতে।
আপনার সদ্য বসানো পটলগাছের আসলেই কি শেষ পর্যন্ত খুব ক্ষতি হয়ে গেছে, নাকি অল্পের উপর দিয়ে গেছে? আশাকরি এসব অতিমারির দিনে বৃষ্টিতে ভিারি জ্বরজারি ডেকে আনেন নাই।
"এখন সন্ধ্যায় কবিতা পাঠ করে মনে মনে বেশ উষ্ণতা অনুভব করছি..." - অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
জুন বলেছেন: গাছের পাতাগুলো সজীব হয় এই বৃষ্টিতে খায়রুল আহসান। খুব ভালো লাগলো বৃষ্টির কবিতা। +
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: অনেক কিছুই সজীব হয় জুন, তার মধ্যে মানুষের 'মন' ও তেমন একটা কিছু বোধহয়।
"খুব ভালো লাগলো বৃষ্টির কবিতা। +" - অনেক ধন্যবাদ। প্রীত ও প্রাণিত হ'লাম।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০০
সুনীল সমুদ্র বলেছেন: বৃষ্টির কবিতার প্রতি বরাবরের দূর্বলতা !
আপনার কবিতা সেটাকে আবার ঝিরি ঝিরি স্পর্শে নাড়িয়ে দিয়ে গেল !
ভালো থাকুন্।
শুভকামনা রইলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক সুন্দর একটা মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। আপনার জন্যেও রইলো আন্তরিক শুভকামনা।
ভালো থাকুন, সুস্বাস্থ্যে, সপরিবারে।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
বৃষ্টি ছবি নিয়ে জীবন ধর্মী
কি সুন্দর একটি কবিতা
পাঠে মুগ্ধ, ভাবে আসে
কতই না আবেগী কথা
বৃষ্টি, আহা ছায়া বৃষ্টি
চোখের আড়ালে হয় সৃষ্টি
পড়ে এটা দলে দলে
ঘরের উপর গাছের উপর
মাথার উপর আত্মার ভিতর।
বৃষ্টির ছায়া করে পরিষ্কার
মোদের দেহ মোদের মন
পাপ তাপ মুছে দিয়ে
এর ছায়া হয় ত্রাণকর্তা।
যাতনা মুছে বৃষ্টির ছবি
জীবন নিয়ে ফিরে আসে
কিছু বৃষ্টি ছায়া হয়ে
বজ্রসম আঘাতো হানে ।
কখনো কর্দমাক্ত অন্ধকার
যদি করেনা তাকে পরিস্কার
দেয়না কোন সন্তুষ্টি শুধু
করে গন্ধময় পরিবেশ সৃষ্টি ।
তবে ভালবাসাময় বৃষ্টিছবি
শ্যমল মাটিতে আছরে পরে
বাদামী সবুজ, কমলা , নীল
যে কোনটা রং ধারণ করে
ধন ধান্যে পুর্ণ করে ধরিত্রি ।
বৃষ্টিই জীবন, দেয় জানান
সকল গল্প কবিতা কাব্যে
মানুষ ও জীব জগতের
মন, মনন ও দেহ কোষে।
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইল
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: বৃষ্টি নিয়ে আপনি এখানে যে কবিতাটি লিখলেন, সেটাও বেশ সুন্দর হয়েছে।
সব সময় প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
অনেক, অনেক শুভকামনা....
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২১
সাহাদাত উদরাজী বলেছেন: তাই তো! আমাদের এই বেঁচে থাকা!
দারুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৯
খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:২০
সোহানী বলেছেন: দেশে থাকতে ঘটা করে বৃষ্টিতে ভিজতাম। মায়ের শত বকুনিতে গা করতাম না। তারপর জ্বর বাঁধিয়ে দফারফা। তারপর যখন মায়ের শাসন থেকে দূরে তখন ঘন্টায় রিক্সা ভাড়া করে ঘুরতাম।...........
আর এখন!! কানাডার বৃষ্টি দেখলে কান্না পায়। সামান্য বৃস্টি, ভেজার প্রস্তুতি নিতে নিতেই শেষ। তারপরও ভিজি। মা মেয়ে পুরো উঠোন জুড়ে ছুটোছুটি করি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: "সামান্য বৃস্টি, ভেজার প্রস্তুতি নিতে নিতেই শেষ" - বাংলাদেশেও আজকাল বৃষ্টি খুবই ক্ষণস্থায়ী। আমাদের ছোটবেলায় আমরা যেমন দেখেছিলাম, শ্রাবন মাসে বৃষ্টি এক নাগাড়ে কয়েকদিন ধরে চলতো, এখন সেরকম দেখাই যায় না। কয়েকদিন তো দূরের কথা, পুরো একদিন ধরেও বৃষ্টি হয় না।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২০
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
সেদিনের হঠাৎই শীতের বৃষ্টি ভালোই লাগছিলো । আরো ভাল লেগেছে আপনার কবিতা এবং সাথে এক কাপ চা !
ভালো থাকুন সবসময় ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: বেশ কিছুদিন পর আপনাকে ব্লগে দেখতে পেয়ে প্রীত হ'লাম। আশাকরি কুশলেই আছেন।
সেদিনের সেই "হঠাৎই শীতের বৃষ্টি" আসলেই খুব ভালো লাগছিল। কবিতাটিও আপনার ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১২
সুদীপ কুমার বলেছেন: ঘটে যাওয়া সত্য ঘটনা অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করলেন।চা কি আপনার ইচ্ছা ছিল?