নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

বইমেলা বাইশ- ২

০৩ রা মার্চ, ২০২২ রাত ১১:২৩



এ পর্যন্ত মাত্র দুদিন গিয়েছি বইমেলায়। প্রথম দিনটি ছিল ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারীর দিন। এ দিনটিতে প্রতিবছরই বইমেলায় সর্বোচ্চ জনসমাগম হয়ে থাকে, বিক্রীত বই এর সংখ্যাটাও এ দিনটিতেই অনেক ব্যবধানে সর্বোচ্চ থাকে। পরেরবার যেদিন গেলাম, সেদিনটি ছিল একুশ পরবর্তী প্রথম ছুটির দিন, সেদিনটিতেও প্রচুর দর্শক (পাঠক ততটা নয়) এসেছিল বইমেলায়। প্রথম দিন আমার স্টলে খুব কম সময় ছিলাম, অন্যদের স্টল ঘুরে ঘুরে বের করতে করতে সময় ফুরিয়ে গিয়েছিল। পরেরদিন আমার স্টলে বেশিক্ষণ ছিলাম, অন্যদের স্টলে দ্রুত গিয়ে কয়েকটি বই কিনে আবার আমার স্টলে ফিরে এসেছি।

আমার ক্রয়কৃত বইগুলোর মধ্যে “সামহোয়্যার ইন ব্লগ” এর ব্লগারদের বইই বেশি। ব্লগার নন, এমন যাদের বই কিনেছি তারা হলেনঃ ‘যদ্যপি আমার গুরু’ এর লেখক আহমেদ ছফা, ‘সত্য মামলা আগরতলা’ এর লেখক কর্নেল শওকত আলী (প্রাক্তন ডেপুটি স্পীকার), ‘শতাব্দী পেরিয়ে’ এর লেখক হায়দার আকবর খান রনো, ‘বৃত্তের বাইরে’ এর লেখক সুমাইয়া মতিয়াতুর, ‘রাজনীতিতে ধর্ম মতাদর্শ ও সংস্কৃতি’ এবং ‘কালের যাত্রার ধ্বনি’ বই দুটোর লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। প্রথম দুটো বই মাস দুয়েক আগে ‘রাওয়া বইমেলা’ থেকে কিনেছিলাম। ইদানিং ধুলোবালিতে আমার নাক বন্ধ হয়ে আসে, সর্দি শুরু হয়। তাই করোনার ভয় ছাড়াও, এলার্জির কারণেও আমার মেলায় যেতে অনীহা।

যারা আমার বই এবারের মেলা থেকে সংগ্রহ করেছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা। বই হোক সকলের নিত্যসঙ্গী।

ঢাকা
০৩ মার্চ ২০২২


এই ছবিটা একুশে ফেব্রুয়ারী তে তোলা (২১-০২-২০২২)। তখনও হাফ হাতা সোয়েটার পরার প্রয়োজন ছিল। তার মাত্র চার দিন পরে ২৫ তারিখে সোয়েটার পরা তো দূরের কথা, গায়ের শার্টটাও ঘামে ভিজে গিয়েছিল। আবহাওয়ার কত দ্রুত পরিবর্তন হয়ে গেল!







মন্তব্য ৪৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।

০৩ রা মার্চ, ২০২২ রাত ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

২| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সংগ্রহ !
ভালো লাগছে আপনার মেলায় ঘুরাঘুরির পোষ্ট, আমি তো সময় করেই উঠতে পারছি না ডজন দুয়েক বই জমে গেছে।

০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ৯:০০

খায়রুল আহসান বলেছেন: যে দু'দিন মেলায় গিয়েছি, প্রচুর হাঁটা হয়েছে। একেকদিন দশ হাজার স্টেপ এরও বেশি।
মন্তব্য এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১২:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, সালাম জানবেন।

০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আসসালাম!
ভালো থাকুন ভাই সর্বদা সুস্বাস্থ্যে, সপরিবারে, শান্তিতে!
প্লাসের জন্য ধন্যবাদ।

৪| ০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ৯:৩০

কালো যাদুকর বলেছেন: আপনার বইমেলা বর্ণনা দেখে এখনই সেখানে যেতে ইচ্ছে করছে। এই একটি জায়গা যেখানে ঘুরতে কখনোই ক্লান্ত লাগে না। ব্লগারদের বই কেনার জন্য অনেক ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: এই একটি জায়গা যেখানে ঘুরতে কখনোই ক্লান্ত লাগে না - ভিড়টা একটু সহনীয় পর্যায়ে থাকলে আসলেই কখনো ক্লান্ত লাগে না। কিন্তু ছুটির দিনে ভিড়টা অসহনীয় পর্যায়ে চলে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ৯:৩৪

জুল ভার্ন বলেছেন: ব্লগারদের বইগুলো ছাড়া আপনার সংগৃহীত বেশীরভাগ বই আমায় সংগ্রহে আছে। আপনার প্রকাশিত বইয়ের নাম এবং অন্যান্য ব্লগারদের বইয়ের একটা তালিকা করেছি যা সংগ্রহ করতে আবারও বই মেলায় যাবো।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: "..... আপনার সংগৃহীত বেশীরভাগ বই আমায় সংগ্রহে আছে" - প্রায় সাড়ে বছর ধরে এই ব্লগে আনাগোনা করে আমি ইতোমধ্যে বেশ ভালো করেই জেনে গেছি যে আপনি একজন অত্যন্ত মনযোগী পাঠক, প্রচুর বই পড়েনও বটে। সুতরাং এসব বই আপনার সংগ্রহে থাকবে, এটাই স্বাভাবিক।

আমার লেখা বইগুলো তিন থেকে ছয় বছরের পুরনো, এবং পাঁচটার মধ্যে একটা ইংরেজী সহ চারটেই কবিতার বই। এগুলো আপনার আগ্রহের কারণ হবে না বলেই মনে করি। তবে আপনি যেহেতু একজন এক্স-ক্যাডেট, আমার জীবনের জার্নাল বইটি একবার দুই এক পাতা উল্টে দেখতে পারেন। এটা অনেকটা আমার আত্মজৈবনিক স্মৃতিকথা, যেখানে আমার ক্যাডেট কলেজের অনেক স্মৃতি প্রায় অর্ধ শতাব্দী পরে (বইটির প্রকাশকালে) শুধুমাত্র স্মরণশক্তির জোরে স্থান পেয়েছে। হয়তো আপনিও আপনার জীবনের সাথে কিছু মিল খুঁজে পাবেন।

৬| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১২:৩৪

অপু তানভীর বলেছেন: আজকে শুক্রবার । আজকে মেলায় যাবো কিনা ভাবছি । যেতে ইচ্ছে করছে আবার ভীড়ের কারণে যেতে মন চাইছে না । আজকে না গেলেও সামনের শুক্রবার যাবো ভাবছি !

০৫ ই মার্চ, ২০২২ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: ভাবতে ভাবতে শেষ পর্যন্ত গিয়েছিলেন কি আজ বইমেলায়?

৭| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: যে বই গুলো কিনেছেন, পড়া শেষ হলে রিভিউ লিখবেন যদি সম্ভব হয়।

০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: 'রিভিউ' লিখতে হলে বই খুব মনযোগের সাথে খুঁটে খুঁটে পড়তে হয়। এটা বেশ কঠিন কাজ। হাতে অনেক বই পড়ার জন্য জমে গেছে। তবে, এ তালিকা থেকে কয়েকটা বই এর উপর আমার রিভিউ অদূর ভবিষ্যতে এ ব্লগে আসতে পারে।

সাজেশনের জন্য ধন্যবাদ।

৮| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৮:৫৭

মিরোরডডল বলেছেন:




Congratulations for your new book !
শেষের ছবিটায় ইউ আর লুকিং হ্যান্ডসাম :)



০৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ, তবে আমার "new book"গুলো কিন্তু আজ থেকে তিন থেকে ছয় বছর আগে প্রকাশিত হয়েছিল। তার পরেও কেউ কেউ কিনছেন, অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন, এজন্য কৃতজ্ঞতার শেষ নেই।

হা হা, আর 'লুকিং হ্যান্ডসাম' কমপ্লিমেন্ট এর জন্যেও ধন্যবাদ জানাচ্ছি। কে না জানে, "beauty lies in the eyes of the beholder!"

৯| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:৪২

শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক শুভকামনা!! :)

আসলেই লাস্টের ছবিতে ইউ আর লুকিং হ্যান্ডসাম। হা হা মিররমনি ঠিকই বলেছে।

এই প্রোপিক বদলে তো সেটাই দেওয়া উচিৎ ছিলো ভাইয়ামনি! :)

০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: শুভকামনা এবং কমপ্লিমেন্টস এর জন্য আন্তরিক ধন্যবাদ। প্লাসের জন্যও।

উপরের মন্তব্যের শেষ বাক্যটি আপনার এ মন্তব্যের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য।

প্রোপিকটা তো দিয়েছিলাম সাড়ে ছয় বছর আগে। ছবিটা তারও আগের।

১০| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১২:২০

নেওয়াজ আলি বলেছেন: এখনো বই মেলায় যাওয়া হয়নি। ৭/৮ হয়তো যেতে পারি। ছবির দেওয়ায় আপনাকে দেখলাম প্রিয় ভাই। শ্রদ্ধা ও ভালোবাসা ।

০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর, মনছোঁয়া মন্তব্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৩

সাজিদ উল হক আবির বলেছেন: স্যার, দেখা করবার সৌভাগ্য হল না

০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: আগামীতে কোন একদিন হবে, ইন শা আল্লাহ!
মন্তব্য এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।

১২| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫২

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
ঠিক কি বলবো ভাবছি --'উচ্ছাস যেখানে প্রবল ভাষা সেখানে নীরব' ছোট বেলা থেকে শোনা কথাটার মর্মার্থ মনে হয় বুঝতে পারলাম আপনার পোস্টটা দেখার পরে ! তবে একটা কথা বলতেই হচ্ছে @মিরোরডডল, 'শেষের ছবিটায় ইউ আর লুকিং হ্যান্ডসাম' ! আর শায়মাও দেখি দেখি একই কথা বলছে ! বলি এটা আবার কেমন কথা ! প্রখ্যাত ব্লগার মলাসইলমুইনার বিখ্যাত (এই পোস্টের পরেতো বটেই ----হাহাহা ) বই 'অষ্টধা'র ফটো এনডোর্সমেন্ট করছেন যিনি তারতো দেশের যে কোনো সুপার মডেলের মতো বা তার চেয়েও বেশি হ্যান্ডসাম হতেই হবে ।খুবই ন্যাচারাল । এতেতো বলার কিছু নেই ! এখন ব্লগাররা 'অষ্টধা'র দুই কপি করে কিনে নিজ নিজ ব্যক্তিগত ও নাগরিক দায়িত্ব পালন করুন ----হাহাহা । খায়রুল ভাই, ব্লগের যেই স্মৃতিগুলো না ভোলা হয়ে খুব প্রিয় হয়ে থাকবে সব সময় তার মধ্যে আমার বই নিয়ে আপনার ফটোর এই স্মৃতিও একটা, আমি শিওর।অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ অনেক অনেক।

০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: কথায় এবং লেখায় আপনার হিউমার আমি সব সময় উপভোগ করি। চমৎকার এ মন্তব্যটির জন্য ধন্যবাদ।

১৩| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৫

নীল আকাশ বলেছেন: @ সাজিদ উল হক আবিরঃ আপনার শহরনামা অর্ডার আমি দিয়েছি রকমারীতে। নামট বেশ পছন্দ হয়েছে। পড়ে দেখি কেমন লাগে?

০৬ ই মার্চ, ২০২২ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: ১৭ নং মন্তব্যে সাজিদ উল হক আবির আপনার মন্তব্যের উত্তর দিয়েছেন। আশাকরি, সেটা আপনি দেখেছেন ইতোমধ্যে।

১৪| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৬

নীল আকাশ বলেছেন: আমি এবার অনেকগুলি বই কিনেছি। আরেক লট আসছে রকমারী থেকে।
ব্যস্ততা কিছুটা কমলেই পড়া শুরু করবো।
আপনি ভালো থাকুন সব সময়, শুভ কামনা।

০৭ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

১৫| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:০৯

শায়মা বলেছেন: মলাভাইয়া তুমিও আমাদের অনেক অনেক প্রিয় কিন্তু তুমি কত হ্যান্ডসাম ছবি দেখাও এইবার।:)

০৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৩

খায়রুল আহসান বলেছেন: আমিও আপনার এ দাবীর প্রতি সমর্থন জানাচ্ছি। আশাকরি 'মলাভাইয়া' আপনার এ মন্তব্যটি পড়ে দাবীটি পূরণ করবেন। :)

১৬| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৪

নীল-দর্পণ বলেছেন: আপনার বইটির কথা জানতাম না, কয়েকদিন ব্লগে আসা একদমই হচ্ছিল না প্রায়! রকমারিতে গিয়ে দেখি আপনার বইয়ের প্রিন্টশেষ হয়ে গেছে। এটা আগ্রহী পাঠক হিসেবে আমার জন্যে দুঃখজনক সংবাদ হলেও বইটির লেখক হিসেবে নিঃসন্দেহে আপনার জন্যে অত্যন্ত আনন্দের খবর। :) সাফল্য কামনা করার আগেই কপি শেষ হয়ে গেল :) । আমি রকমারিতে খোঁজ রাখবো ইনশাআল্লাহ বইটির জন্যে। আল্লাহ সুস্থ রাখুন আপনাকে এই দোয়া করি।

১০ ই মার্চ, ২০২২ ভোর ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: "সাফল্য কামনা করার আগেই কপি শেষ হয়ে গেল" - ব্যাপারটা সেরকম হলে আমি সত্যি খুবই আনন্দিত হ'তাম। কিন্তু ব্যাপারটা আদৌ সেরকম আনন্দের ছিল না। কয়েকজন প্রকাশকের অসহযোগিতা, এবং কিছু ক্ষেত্রে অসাধুতার কারণে আমি বাধ্য হয়েছি প্রকাশকের কাছ থেকে আমার সব বই উঠিয়ে নিতে। সেজন্যেই রকমারিতে দেখায় "প্রিন্ট শেষ"।

"আমি রকমারিতে খোঁজ রাখবো ইনশা আল্লাহ বইটির জন্যে" - আমার ৫টি বই এর মধ্যে কোন বইটি পেতে আপনি আগ্রহী হয়েছিলেন, সেটা জানতে পারলে আমি আপনাকে ক্যুরিয়ারযোগে বইটি পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো। ক্যুরিয়ার চার্জ আমার।

১৭| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৫

সাজিদ উল হক আবির বলেছেন: @নীল আকাশঃ ধন্যবাদ। শব্দশিল্প থেকে বেরিয়েছে আপনার উপন্যাস, খুব সম্ভব। মেলায় গিয়ে খোঁজ করবো।

০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, @নীল আকাশ আপনার এ মন্তব্যটি পড়ে অনুপ্রাণিত বোধ করবেন।

১৮| ০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:০০

ডঃ এম এ আলী বলেছেন:



আপনি খুবই সৌভাগ্যমান ।
বই মেলায় গিয়ে নীজ পছন্দের বই
কিনতে পারছেন, যার মধ্যে আমাদের
ব্লগারদের লেখা বেশ কিছু বইও আছে
দেখে ভাল লাগল ।

কোন জাতি সভ্যতার কোন সোপানে
অবস্থান করছে, তা পরিমাপ করা হয়
সেই জাতির পাঠাভ্যাস ও বই কেনার
মাপকাঠি দিয়ে । বই কেনার পরিধি
বাড়ুক এ কামনাই করি ।

বই মেলার প্রসার ঘটাতে হবে রাজধানী
থেকে শুরু করে উপজেলা পর্যন্ত। সে
সমস্ত মেলায় সরকারী সংস্থা ও শিক্ষা প্রসারে
নিয়োজিত দেশের নামকরা এনজিউর বুক স্টল
থাকতে পারে যারা সঠিক মানের
বিভিন্ন ধরনের বই প্রকাশকদের
নিকট হতে ক্রয় করে আগ্রহী
দরিদ্র পাঠক/ এলাকার বিদ্যায়নের
গ্রন্থাগারের জন্য সৌজন্য সংখ্যা
হিসাবে তুলে দিবে। এতে পাঠককুল,
এলাকার ছাত্র/ছাত্রী , লেখক
ও প্রকাশক উভয়েই
উপকৃত হতে পারেন ।

বলা হয়ে থাকে বই কিনে কেও
ফতুর হয়না । তাই সরকারী সংস্থা
ও দেশের নামী এনজিউগুলি মেলা
হতে কিছু বই কিনে এলাকার
স্কুল , কলেজ মাদ্রাসার গন্থাগারে
সৌজন্য কপি হিসাবে প্রদান করার
কর্মসুচী বাস্তবায়ন করলে ফতুর হয়ে
যাবেনা বলে বিশ্বাস করি ।
বরং এটা হবে সরকারের জন্য
একটি উৎকৃষ্ট বিনিয়োগ ও
এনজিউ গুলির জন্য উন্নতমানের
জনসেবার একটি সর্বোত্তম
প্রকাশ ।

শুভেচ্ছা রইল



০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৫

খায়রুল আহসান বলেছেন: তৃতীয় এবং চতুর্থ অনুচ্ছেদে দেওয়া আপনার প্রস্তাবনাগুলো চমৎকার হয়েছে। আমি পুরোপুরি একমত পোষণ করি।
আপনার 'ব্যাকপেইন' এর কি উপশম হচ্ছে? আমি একসময় আর্থ্রাইটিসে ভুগেছিলাম। আমি জানি, এসব ব্যথা কতটা দুঃসহ হতে পারে। আপনার জন্য আন্তরিক দোয়া এবং শুভকামনা রইলো।
সুচিন্তিত মন্তব্য এবং পোস্টে প্লাস দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।

১৯| ০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:২৫

সোহানী বলেছেন: আপনাদেরকে দেখে মারাত্বক হিংসে হয়। আহ্ কি আনন্দে কাটাচ্ছেন বইমেলায়। আগে ১৫/২০ বই মেলায় যেতাম। আর আমার ছেলেতো পারলে পুরো মেলাই কিনে নিয়ে আসতো। এখনো মিস করে সে বইমেলা।

ছবিটি খুব ভালো আসছে।

ওও ভালো কথা, আপনি যদি ধানমন্ডির দিকে যান তাহলে আমার কোন বন্ধুকে বলে দিতে পারি বইটি আপনাকে পৈাছে দিতে। তার কাছে কয়েক কপি বই আছে। বইটি আপনি বইমেলা বা অনলাইনে পাবেন না। কারন আমি বইটির দ্বিতীয় মূদ্রনে যাবো না। কারন প্রকাশকের আচার আচরন আমার পছন্দ হয়নি। আমি মানুষকে বিশ্বাস করি, সন্মান করি, তাদের মূল্যায়ন করতে পছন্দ করি। কিন্তু কেউ এ বিশ্বাস ভাঙ্গলে তাদের থেকে দূরে থাকি।

১০ ই মার্চ, ২০২২ রাত ৯:১২

খায়রুল আহসান বলেছেন: "কারন প্রকাশকের আচার আচরন আমার পছন্দ হয়নি" - লেখক-প্রকাশকদের মাঝে এ সংঘাত যেন চিরন্তন, অথচ এটা মোটেও কাম্য নয়। আমিও আমার প্রকাশকের কাছ থেকে সব বই উঠিয়ে নিয়েছি। এতে আমাকে কিছুটা মাশুল গুণতে হয়েছে, তবুও সেটাই তথাস্তু। ব্লগার গিয়াসুদ্দিন লিটন এর প্রকাশককে নিয়ে বিরূপ অভিজ্ঞতার কথা তার ব্লগে পড়েছিলাম। হয়তো আপনিও পড়েছেন।

আমি সাধারণতঃ খুব প্রয়োজন না পড়লে বাসা থেকে বের হচ্ছিনা। যদি এর মাঝে কখনো ধানমন্ডির দিকে যাই, তবে আপনাকে জানাবো।

২০| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:
ডাক্তারের প্রেসক্রাইব করা
ককোডামল সেবনে ব্যাকপেইন এর
অনেকটা উপসম হয়েছে ।
তবে ডাক্তার ধারণা করছে
ইট মে লিড টু আর্থাইটিস ।
সামনে আরো কিছু পরীক্ষা
করে তারা বিষয়টি খতিয়ে
দেখবে । বেশ চিন্তার মধ্যেই আছি ।
আমার জন্য দোয়া চাই ।

শুভেচ্ছা রইল

১১ ই মার্চ, ২০২২ সকাল ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: অবশ্যই আপনার জন্য সর্বান্তঃকরণে দোয়া করছি। বেদনার উপশম হোক, সুস্থ স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসুন!

২১| ১০ ই মার্চ, ২০২২ রাত ১১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার এবার মেলায় আপনার কালেকশন ও অনুভূতি পড়লাম। ব্লগিং করার দৌলতে পৃথিবীর বৃহত্তম মেলায় উপস্থিত ও উদ্দীপনা দেখে পুলকিত হই অপরদিকে বিষন্নতাও চলে আসে। আপনার নাকের সমস্যার কথা জেনে খারাপ লাগছে।স্যার এটা কি নুতন সমস্যা, না কি অনেকদিন ধরে চলে আসছে? যাইহোক দ্রুত আরোগ্য লাভ কামনা করি। সাথে সাথে আপনার বইয়ের বানিজ্যিক সাফল্য কামনা করি। সংগৃহীত বইগুলো থেকে যদি পাঠ প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হয় তার প্রত্যাশা করবো।
পোস্টে লাইক।
বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

১১ ই মার্চ, ২০২২ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: নাকের সমস্যাটা তেমন কিছু নয়। এটা অধুনা শুরু হয়েছে। ধুলোবালিতে গেলে হয়, অন্যথা নয়। আমি একজন অত্যন্ত স্লো রীডার। তবুও চেষ্টা করবো, পাঠ শেষে অন্ততঃ দুই একটার উপর আলোচনা করতে।

মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

২২| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




বইমেলা - ২২শে এ পর্যন্ত আপনি দু'দুবার গিয়েছেন আর আমার দু'দুবছর যাওয়া হয়নি!!!! জানিনে আবার কোনদিন বইমেলায় যাওয়া হয়ে উঠবে কিনা! কেন যাওয়া হয়নি ? ভেতর থেকে যে তাগাদা থাকার কথা ছিলো তা যেন কিছুতেই পাচ্ছিলুম না।
তাই ব্লগের পাতাতেই ব্লগারদের বই সহ আপনাদের হাসিমুখ দেখে দুধের স্বাদ ঘোলেই মেটাই।

রাওয়া ক্লাবের আপনার থেকে বইমেলার আপনাকে যেন খানিকটা কৃশ আর ম্লান দেখাচ্ছে। ভালো আছেন তো ? ভালো থাকুন।

আপনাকে সহ সব ব্লগার লেখকদের শুভ কামনায়।

১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: "ভেতর থেকে যে তাগাদা থাকার কথা ছিলো তা যেন কিছুতেই পাচ্ছিলুম না" - সেটা আমিও পাচ্ছিনা। সেজন্যই গত প্রায় এক মাসে মাত্র দু'দিন গিয়েছি। প্রথম দিকে তাও কিছুটা হাল্কা শীত ছিল, এখন তো বেশ গরম। মেলা শেষ হবার আগে আরেকদিন যাবার ইচ্ছে আছে। দেখা যাক।

আমি ভালো আছি। তবে শরীর একটু শুকিয়েছে, তা নিজেও টের পাচ্ছি। হাঁটাহাঁটি টা হয়তো একটু বেশিই হয়ে যাচ্ছে, বয়সের তুলনায়। কভিডের দেড় বছর ঘরে বসে থাকতে থাকতে শরীরে জং ধরে গিয়েছিল যেন!

শুভকামনা এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি কি এখনও বিদেশে অবস্থান করছেন, নাকি দেশে ফিরেছেন?

২৩| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
জ্বী, ছবিটাতেই বোঝা যাচ্ছিলো, কিছুটা শুকিয়েছেন।

এখন আমি দেশেই আছি, এসেছি প্রায় এক মাসের কাছাকাছি।
শুভেচ্ছান্তে।

১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
ভালো থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে।
শুভকামনা....

২৪| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: শুভ কামনা রইল

১৬ ই মার্চ, ২০২২ রাত ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.