নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সেই মুখ....

১৮ ই মে, ২০২২ দুপুর ১:১৩

মনে পড়ে...
লম্বা কুউউ ডাকের সেই হুইসেল,
বাষ্প শকট চালিত একটি ট্রেনের
ঘরঘর করে চলে যাওয়া, দূরে কোথাও!
বিলের ওপার দিয়ে গভীর নিশীথে,
বুকটা বিদীর্ণ করে চলে যেত প্রতি রাতে।

পিলপিল করে চলে যাওয়া
রাতের সে মায়াবিনী ট্রেনে বসে কে যেত,
জানা নেই; কোথা যেত, তাও জানা নেই!
শুধু ঘুম কেড়ে নিয়ে, আমার আর রেললাইনের
দু’পাশের গাছপালার পাখিদের জাগিয়ে রেখে
ট্রেনটা চলে যেত ধীরে, অন্য কারো ঘুম ভাঙাতে।

সেই কবে একদিন দেখেছিলেম,
ট্রেনের জানালার পাশে বসে থাকা,
প্রিয়জনদের ছেড়ে আসা একটি মলিন মুখ!
হাতের তালুতে আলতো করে গাল পেতে রেখে,
দ্রুত অপসৃয়মান দৃশ্যের প্রতি উদাস চোখে
নির্নিমেষ তাকিয়ে থাকা একটি নিষ্প্রভ মুখ!

সেই মুখটাই-
সেই হাতের তালুতে ধৃত চিবুক আর গাল,
অপলক চোখ আর চওড়া কপাল,
বারে বারে ফিরে ফিরে এসে অহেতুক,
বসে যেত, রাতের আঁধারে আমার চোখের পাতায়!
মাঝে মাঝে চুপিসারে স্থান পেত কবিতার খাতায়।


রংপুর
১২ জুলাই ২০২১

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৩২

মিষ্টি লবণ বলেছেন: স্বপ্নের মত।

১৮ ই মে, ২০২২ দুপুর ২:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৪০

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত সুন্দর এবং সাবলীল লেখা। খুব ভালো লাগল সুপ্রিয়। +

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই মে, ২০২২ বিকাল ৩:০২

গেঁয়ো ভূত বলেছেন:


সব কবিরই মনে হয় একটা ঘুম কেড়ে নেয়া 'সেই মুখ' থাকে। সুন্দর কবিতা!

১৯ শে মে, ২০২২ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিদের মন জলে ভেজা কোমল মাটির মত। সেখানে সহজেই অনেক পদচিহ্নের ছাপ পড়ে। কিছু খরতাপে শুকিয়ে যায়, কিছু রয়ে যায়।

৫| ১৮ ই মে, ২০২২ বিকাল ৪:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

১৯ শে মে, ২০২২ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৬| ১৯ শে মে, ২০২২ রাত ১২:১১

ঢুকিচেপা বলেছেন: “ রাতের সে মায়াবিনী ট্রেনে বসে কে যেত,
জানা নেই; কোথা যেত, তাও জানা নেই!”


এধরনের ভাবনা আমারও হয়। যখন কোন জমিদার বাড়ী বা ঐ ধরনের খুব পুরাতন বাড়ী দেখি তখন মনে হয় অতীতে কারা থাকতো, তাদের জীবন যাপন কেমন ছিল, তাদের কোন বংশ আছে কিনা এই সব।

শেষের ৫ লাইনে একটি গল্প লুকিয়ে আছে।

১৯ শে মে, ২০২২ বিকাল ৫:০৬

খায়রুল আহসান বলেছেন: "যখন কোন জমিদার বাড়ী বা ঐ ধরনের খুব পুরাতন বাড়ী দেখি তখন মনে হয় অতীতে কারা থাকতো, তাদের জীবন যাপন কেমন ছিল, তাদের কোন বংশ আছে কিনা এই সব" - কোন জমিদার বাড়ি কিংবা পুরনো প্রাসাদ দেখতে গেলে আমরও অনুরূপ অনুভূতি হয়।

মানুষের জীবনে কত গল্প থাকে!

এই স্বল্প পঠিত কবিতাটি পড়েও একটি সুন্দর মন্তব্য এবং প্লাস রেখে যাবার জন্য আপনাকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ।

৭| ১৯ শে মে, ২০২২ দুপুর ২:২৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: উফস! কি সুন্দর লিখনি! মুগ্ধতায় ভরা প্রতিটি লাইন।

১৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও প্রাণিত।

৮| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:২১

ইসিয়াক বলেছেন: প্রতিবার ট্রেনের ছুটে চলে যায়, আর রেখে যায় একেকটি গল্প।
কত বৈচিত্র্য পূর্ণ লোকজন ট্রেনে চড়ে ভাবলে অবাক লাগে। ট্রেনের ছুটে চলার শব্দ আমার ভীষণ প্রিয়।
একবার এক সুদর্শনাকে দেখেছিলাম ট্রেনের জানালায় আনমনে বসে ছিল। অপূর্ব তার অবয়ব কিন্তু মনে হয়েছিল দুঃখ ভরা জীবন তার। মেয়েটির বিষন্ন দৃষ্টি দেখে হয়তো এমন মনে হয়েছিল আমার। অল্প বয়সে দেখা মেয়েটিকে এখনও মনে পড়ে। জানি এ জীবনে আর কোনদিন দেখা হবার সম্ভাবনা নেই।

# শামসুর রাহমানের "ট্রেন" কবিতার কথাও মনে পড়ে গেল। আমার ভীষণ প্রিয়।

ভালো থাকুন প্রিয় ব্লগার।
শুভকামনা রইল।

২০ শে মে, ২০২২ ভোর ৬:০৪

খায়রুল আহসান বলেছেন: "প্রতিবার ট্রেনের ছুটে চলে যায়, আর রেখে যায় একেকটি গল্প" - চমৎকার বলেছেন! শুধু ছুটে চলা ট্রেনই নয়, থেমে থাকা ট্রেনও আমাকে আকর্ষণ করে, এমন কি ট্রেনের জন্য অপেক্ষমান ব্যস্ত যাত্রীদল কিংবা ট্রেন চলে যাবার পর শূন্য প্লাটফর্মও।

চমৎকার ছন্দে লেখা শামসুর রাহমানের "ট্রেন" কবিতার কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

৯| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষ ছয় লাইন গুলোর জন্য পুরো কবিতা!!
অসাধারণ ++

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং প্রশংসা করে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ ও শুভচ্ছা!

১০| ১৯ শে মে, ২০২২ বিকাল ৪:০১

ফয়সাল রকি বলেছেন: কিছু কিছু স্মৃতি খুবই উজ্জ্বল হয়ে থাকে, তেমনি কিছু কিছু কবিতাও।

২১ শে মে, ২০২২ ভোর ৫:১০

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৯ শে মে, ২০২২ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




জানালায় উদাস চোখের দূরদ্বীপবাসীনির মতো কবিতাটিও যেন মনের সমান্তরাল রেলপথে কুউ.... ঝিকঝিক শব্দ তুলে দিয়ে গেলো । সে শব্দে ঘুম ভেঙে চোখ মেলতেই হয়। নিশীথের অন্ধকার ফুঁড়ে রাতের নক্ষত্রেরা শুধু সে চোখে লেগে থাকে, আর সব পড়ে থাকে পিছে.......

২১ শে মে, ২০২২ বিকাল ৫:৪৩

খায়রুল আহসান বলেছেন: "সে শব্দে ঘুম ভেঙে চোখ মেলতেই হয়। নিশীথের অন্ধকার ফুঁড়ে রাতের নক্ষত্রেরা শুধু সে চোখে লেগে থাকে, আর সব পড়ে থাকে পিছে......." - যাক, আপনার এ চমৎকার মন্তব্যটা পড়ে মনে হচ্ছে, কবিতাটি লেখা সার্থক হলো!

অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

১২| ২১ শে মে, ২০২২ রাত ৯:০০

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা পাঠ করে একদম ঘোরের মধ্যে পড়ে গেলাম।কি জানি কেন যেন কয়েক বছর আগে কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি থেকে জলদাপাড়া যাওয়ার পথে নিস্তব্ধ প্রকৃতির মাঝে ছায়াসুনিবিড় গভীর বনভূমির নিস্তব্ধতাকে মায়াবী আবেশে ঢেকে দিয়ে কোনো এক আগমনীর যাত্রার সেই দৃশ্যটি চোখের সামনে যেন ভেসে উঠলো।

শুভেচ্ছা স্যার আপনাকে।

২২ শে মে, ২০২২ রাত ৩:১৭

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটি কয়েক বছর আগের যাত্রাপথে মায়াবী আবেশের একটি দৃশ্য আপনার স্মৃতিপটে তুলে আনতে পেরেছে জেনে প্রীত হ'লাম। কবিতা পড়ে আপনার এ সুন্দর স্মৃতির কথাটা এখানে উল্লেখ করে যাওয়ার জন্য ধন্যবাদ।
প্লাসে প্রাণিত।
দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত আপনার হাত ও পায়ের অবস্থা এখন কেমন? কাজে যোগ দিতে পেরেছেন কি?

১৩| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল কবিতাটি।

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:০১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাটি 'লাইক' করার জন্য এবং কবিতা ভাললাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.