নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
জীর্ণ তরুর বিষণ্ণতায় মেঘ ভারি হয়ে আসে...
বিষণ্ণ প্রকৃতি, বিষণ্ণ আকাশ,
ভারাক্রান্ত মন, তবে ক্বচিৎ হা-হুতাশ!
পাখিরা কথা বলে যায়, তাদের কথা শুনি।
তরুদলও কিছু বলে, হেলেদুলে, তাদেরটাও শুনি।
অপরাহ্নের প্রলম্বিত তরুছায়া বলে,
আমরাও যাবো মিলিয়ে, খানিক পরে, ধীরে ধীরে।
সূ্র্য বলে, আমিও যাব অস্তাচলে, ঐ সুদূর দিগন্তে,
সোনালি আভার মায়াবী আবির ছড়িয়ে, এই দিনান্তে!
গাছের পাকা ফলগুলো বলে, আমাদেরও দিন বুঝি
এই শেষ হয়ে এলো! আমরাও একদিন একে একে
টুপ করে ঝরে যাবো, ভূতলে বিলীন হতে চিরতরে,
হয়তো তখন থাকবে না কেউ পাশে, কুড়িয়ে নিতে।
পাতা ঝরে যায়, তবু তরুশাখে একা এক পাখি বসে,
নিবিষ্ট মনে ধ্যান জপ করে, নতুবা মগ্ন থাকে শিসে।
একটি বিমান উড়ে চলে যায় হাওয়ায় ভেসে ভেসে,
তাকিয়ে থাকে আরেক পাখি টিভি এ্যান্টেনায় বসে।
পাখি ও প্রকৃতির দরদে মানুষ আপন দুঃখ ভোলে।
আঁধার রাতের প্রহর গোণে প্রভাত আসবে বলে।
ঝরা পাতারা ঝরে যায়, স্মৃতিটুকু রেখে যায়,
নব কিশলয় মুখ উঁকি দেয় পুরনো শাখার কোলে।
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৯ মে ২০২২
সাঁঝের মায়া .....
একাকী পাখি
প্রলম্বিত ছায়া .....
অস্তাচলে ডুবে গেল রবি, আবির ছড়িয়ে মেঘে .....
পাকাফল গাছে ঝুলে আছে, পড়ার অপেক্ষায়, .....
পাকাফল গাছে ঝুলে আছে, পড়ার অপেক্ষায়, .....
পাতা ঝরে যায়, তবু তরুশাখে পাখি এসে বসে .....
মেঘের কান্না .....
বিদায়ের লগনে.....
পথের শেষে উপত্যকাসম মেঘ হয়ে র'লো সাক্ষী...
এ্যান্টেনায় বসে আকাশ পানে চেয়ে থাকে বিরহী ঘুঘু.....
পড়ন্ত বিকেলে মেঘের মেলা .....
জাল দেয়া জানালার ফাঁক গলিয়ে,
দেখি আমি নিশিরাতে তরুশাখা দোলে .....
"ঝরা পাতা গো, আমি তোমারই দলে... অনেক হাসি অনেক অশ্রুজলে"
৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৪৬
খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতার প্রশংসায় প্রাণিত হ'লাম। প্লাসে প্রীত।
২| ৩০ শে মে, ২০২২ রাত ৯:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাটিঅতি চমৎকার হয়েছে। কবিতার জন্য + রইলো পোস্টে।
৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: "কবিতার জন্য + রইলো পোস্টে" - অনেক ধন্যবাদ। কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
৩| ৩১ শে মে, ২০২২ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতায় হাহাকার---
০১ লা জুন, ২০২২ সকাল ৮:১১
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিক ধরেছেন। একটা শূন্যতাবোধ এবং হাহাকার থেকেই এই কবিতা উঠে এসেছে, ছবিগুলো নিমিত্ত মাত্র।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ৩১ শে মে, ২০২২ ভোর ৬:৫১
দ্বীপ ১৭৯২ বলেছেন: চমৎকার
০১ লা জুন, ২০২২ সকাল ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
৫| ৩১ শে মে, ২০২২ সকাল ৭:৪৯
ল বলেছেন: পাতা ঝরে যায় তবু তরুশাখে পাখি বসে........
-----চলমান-চিত্রে জীবনকক ধারণ।।।।
শ্রদ্ধা রইল।।।।
০১ লা জুন, ২০২২ দুপুর ২:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।
৬| ৩১ শে মে, ২০২২ সকাল ৮:২৮
নূর আলম হিরণ বলেছেন: ভালো লাগলো ছবি গুলো।
০১ লা জুন, ২০২২ বিকাল ৪:১৬
খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম, অনেক ধন্যবাদ।
৭| ৩১ শে মে, ২০২২ সকাল ১০:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা পড়তে খুবই সুন্দর মজা লাগছে সেই সঙ্গে ছবিগুলো দারুণ হয়েছে।
০১ লা জুন, ২০২২ রাত ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার 'মজা লাগা' এবং ভালো লাগার কথাগুলো এখানে বলে যাবার জন্য।
৮| ৩১ শে মে, ২০২২ সকাল ১০:৪৬
নজসু বলেছেন:
আকাশে বর্ষণ মেঘ দেখলেই কেন যেন আমার মনে হয়, আকাশের মন খারাপ। বৃষ্টি শেষে হালকা সাদাটে-কালচে তুলোট মেঘের নিচে খোলা মাঠে একাকী দাঁড়িয়ে থাকলে আমার কলিজার ভিতর কেমন যেন করে ওঠে। এক ভালো লাগা কষ্টের অনুভূতি হয়।
আজকের লেখা পাঠ করে ও ছবিগুলো দেখে তেমনি যেন অনুভূতি হলো আমার।
ধন্যবাদ প্রিয় ভাই। অন্তর থেকে ভালোবাসা আপনার জন্য।
০২ রা জুন, ২০২২ ভোর ৫:২৮
খায়রুল আহসান বলেছেন: "এক ভালো লাগা কষ্টের অনুভূতি হয়" - এটাই অনুভূতিটার সঠিক বর্ণনা। ভালোও লাগে, আবার কষ্টও হয়।
আমার মনে হয়, মানুষের মনে খুব সহজেই আকাশের প্রভাব পড়ে। এজন্যই আমাদের সাহিত্যে, শিল্পে ও গানে আকাশের এত বর্ণনা ও বন্দনা থাকে।
চমৎকার এ মন্তব্যটি খুব ভালো লাগল। বরাবরের মত সুন্দর মন্তব্য এবং প্লাস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন। অসংখ্য ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা---
৯| ৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: আপনার বর্তমান মানসিক অবস্থা আমি অনুভব করতে পারছি।
০২ রা জুন, ২০২২ সকাল ১০:১২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এই সহানুভূতিশীল অনুভবের জন্য।
১০| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:১৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ও ছবি সব মিলিয়ে খুব সুন্দর একটি পোষ্ট।
০২ রা জুন, ২০২২ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: "কবিতা ও ছবি সব মিলিয়ে খুব সুন্দর একটি পোষ্ট" - আপনার এমন উদার প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
১১| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৪৮
রেজাউল৯৬ বলেছেন: If Winter Comes , Can Spring Be Far Behind?
ঝরা পাতারা ঝরে যায়, স্মৃতিটুকু রেখে যায়,
নব কিশলয় মুখ উঁকি দেয় পুরনো শাখার কোলে।
এভাবেই চলে এসেছে লক্ষ কোটি বছর ধরে। আমি চলে যাবার পরেও এই খেলা চলতে থাকবে।
০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। এটাই প্রকৃতির নিয়ম।
১২| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৫২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আশা করছি শোক কিছুটা কমেছে। আপনি লিখুন আমরা পড়ি কিছুদিন। আমরা আছি আপনার সাথে সবসময়।
০২ রা জুন, ২০২২ দুপুর ১:২০
খায়রুল আহসান বলেছেন: জ্বী, চেষ্টা করছি।
সমব্যথী মন্তব্যে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ৩১ শে মে, ২০২২ রাত ৮:৩২
মনিরা সুলতানা বলেছেন: লেখার বিষণ্ণতা ছুঁয়ে গেলো, ছবিগুলো ও সুন্দর।
অনেকদিন পর ব্লগে ফিরে নতুন করে বলার কিছু পাচ্ছি না। শোকের গাঁথায় স্মৃতি চীর অমলিন থাকে। লিখুন, আপনার সাথে আছি আমরা।
০২ রা জুন, ২০২২ দুপুর ২:০৩
খায়রুল আহসান বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ। সমব্যথী মন্তব্যে প্রীত হ'লাম।
রোযার সেই শুরু থেকে এতদিন পর ব্লগে ফিরলেন। আশাকরি, ভালো ছিলেন। আপনিও লিখুন, একবার গ্যাপ পড়ে গেলে ফিরে আসতে একটু অসুবিধাই হয়। আসার পরেও সহজে লিখতে ইচ্ছে করে না।
১৪| ৩১ শে মে, ২০২২ রাত ১১:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। মায়ের জন্য আপনার মন খারাপ। এটা বোঝা যাচ্ছে। জীবনে আমাদের সবাইকেই এই পর্যায়গুলি কম বেশী অতিক্রম করতে হয়।
ছবিগুলিও ভালো লেগেছে।
০২ রা জুন, ২০২২ দুপুর ২:৪৪
খায়রুল আহসান বলেছেন: পরিমিত বাক্যের মন্তব্য আমার কাছে সবসময় ভালো লাগে। আপনার এটাও ভালো লেগেছে।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৫| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:৫১
সোহানী বলেছেন: ছবিগুলোতো দারুন হয়েছে। আর সাথে বরাবরের মতই কাব্যিক শিরোণাম।
ইদানিং কবিতায় একটু বিষন্নতার ছোয়া পাচ্ছি মনে হচ্ছে। চলেতো যাবোই কোন একদিন। তাই ওটা নিয়ে চিন্তা করি না। হয়তো কোন একদিন করবো যখন বয়স হবে।
০২ রা জুন, ২০২২ বিকাল ৩:১৭
খায়রুল আহসান বলেছেন: আপনি শিরোনামগুলো খেয়াল করেছেন, এ জন্যেই আপনাকে ধন্যবাদ। তার উপর শিরোনামের প্রশংসা করেছেন, এজন্য দ্বিগুণ ধন্যবাদ।
প্রকৃতি মানুষের সমব্যথী বন্ধু। মানুষ যখন বিষণ্ণ বোধ করে, তখন চোখ মেলে খুঁজলে প্রকৃতিকে সে কাছে পাবে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।
১৬| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:০১
নীল-দর্পণ বলেছেন: বিষন্নতায় ভরা কবিতা মন ছুঁয়ে গেল, ছবিগুলো খুব সুন্দর লেগেছে। ফলের গাছ দুটো দেখে মনে মনে হাসলাম এই ভেবে যে আামাদের দেশে হলে এভাবে গাছে ঝুলত না, মানুষর পেটে চলে যেতো!
গ্রামের বাড়ীতে আমাদের একটা লিচু গাছ আছে যাতে প্রচুর লিচু ধরে কিন্তু সুস্থভাবে পাকা সেই লিচু আমরা কমই খেতে পেরেছি, শুনলাম এই বছর নাকি প্রচুর ধরেছিল যা দিনে বাচ্চারা আর পাখিতে খেয়েছে রাতে চোর নিয়েছে!!
০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৩১
খায়রুল আহসান বলেছেন: "শুনলাম এই বছর নাকি প্রচুর ধরেছিল যা দিনে বাচ্চারা আর পাখিতে খেয়েছে রাতে চোর নিয়েছে!!" - হুম! কী আর করা! বাচ্চা আর পাখি খাওয়াতে অসুবিধে নেই, কিন্তু চোর বয়াতার এই কুকর্মকে তো আর মেনে নেওয়া যায় না!
পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:০১
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
জীবনের পথে পথে ছড়ানো এসব ছবি, স্মৃতির আকাশে মেঘ ভারী করে তোলে।
অস্তাচলে ডুবে যাওয়ার আগে একাকী পাখির মতো প্রলম্বিত ছায়া ফেলে তেমন কেউ মেঘের কান্না-ই কেঁদে কেঁদে যায়..........
ভালো লেগেছে কবিতার বিষয়বস্তু।
০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:০০
খায়রুল আহসান বলেছেন: আপনার সুন্দর এ কাব্যিক মন্তব্যটি এবং কবিতাটিতে দেওয়া প্লাস আমার পোস্টের আবেদন অনেকখানি বাড়িয়ে দিল।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
ভালো লেগেছে কবিতার বিষয়বস্তু - আমারও অনেক ভালো লেগেছে আপনার মন্তব্যটি।
১৮| ০১ লা জুন, ২০২২ রাত ১০:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার এসময় এমন বিষন্নতা আসাটা স্বাভাবিক। হৃদয় ভারাক্রান্ত। সদ্য মাতৃবিয়োগের শোক কাটিয়ে উঠতে বেশ কিছু সময় দরকার। আপনি মনের বিষন্নতা কাটিয়ে দ্রুত ছন্দে ফিরুন কামনা করি।
সঙ্গে ছবিগুলো ভীষণ সুন্দর।++
শুভেচ্ছা স্যার আপনাকে।
০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: "আপনি মনের বিষন্নতা কাটিয়ে দ্রুত ছন্দে ফিরুন কামনা করি" - অনেক ধন্যবাদ, আপনার এ সমব্যথ্যী শুভকামনার জন্য। ছবির প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম।
১৯| ০৬ ই জুন, ২০২২ সকাল ১১:৫১
ইসিয়াক বলেছেন: নতুনের আহ্বানে পুরাতন বিলীন হয়।
একসময় নতুনও পুরাতন হয়। এটাই জগতের নিয়ম। তবুও জীবনের জয়গান গাইবো। যতক্ষণ আছে দেহে প্রাণ।
বিষন্ন প্রহরের ভাবনা চমৎকার ফুটে উঠেছে। কবিতাটি সম্ভবত খুব সকালে লেখা। অনেক দিনের পর্যবেক্ষণ লেখায় প্রাঞ্জলভাষায় প্রস্ফুটিত হয়েছে।
শুভকামনা রইল।
০৬ ই জুন, ২০২২ দুপুর ২:৩০
খায়রুল আহসান বলেছেন: নতুনের আগমনে পুরাতন বিলীন হয় - সত্য বটে, এটা প্রকৃতির চিরন্তন প্রক্রিয়া। এ প্রক্রিয়াতেই নতুন প্রজন্ম আসে, বড় হয় এবং চলে যায়।
"তবুও জীবনের জয়গান গাইবো" - অবশ্যই। জীবনেরই জয়গান হোক আমাদের সকলের সামষ্টিক কলতান।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২২ রাত ৮:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতার সাথে সুন্দর সব ছবি। দারুণ লাগলো।