নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

উদয়াস্ত

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৩


ফ্যামিলী লিভিং স্পেস থেকে তোলা প্রভাত রবির ছবি।
০৬০৭৪৭ মে ২০২২

নতুন প্রাতে সূর্য ওঠে, আলো ছড়ায়
প্রাণ-শক্তি লুকিয়ে থাকে কিরণ ছটায়।
দিনটি শুরুর ক্ষণে যোগায় উদ্দীপনা,
কর্মযজ্ঞের শুরুতে দেয় সুমন্ত্রনা।

আঁধার কেটে উদয় হয়ে প্রভাত রবি
কিরণ ছটায় ভাসায় জগত, ভাসায় সবই।
অস্তকালে যাবার আগে সাঁঝ আকাশে,
আবির ছড়ায় আপন মায়ায় চতুর্পাশে।


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
১০ জুন ২০২২

(একইদিনে সূর্যোদয় এবং সূর্যাস্তের ছবিঃ তারিখ ০৬ মে ২০২২)



ড্যান্ডিনং রেল স্টেশনের ৩ নং প্ল্যাটফরম থেকে তোলা সূর্যাস্তের ছবি।
০৬১৭১৯ মে ২০২২

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর ছবি।

১১ ই জুন, ২০২২ সকাল ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

২| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১

শ্রাবণধারা বলেছেন: খুব ভাল লাগলো। বিশেষ করে শেষ দুটি লাইন। প্রকৃতির সাথে মানব জীবনের উপমাটা ভাল লেগেছে।

১১ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

১১ ই জুন, ২০২২ রাত ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই জুন, ২০২২ রাত ৮:৫৮

মুক্তা নীল বলেছেন:

আঁধার কেটে উদয় হয়ে প্রভাত রবি ..…অনুপ্রেরণামূলক কবিতা মনে হচ্ছে আমার কাছে ।
সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি দেখে ভালো লাগছে ।

১২ ই জুন, ২০২২ সকাল ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: "অনুপ্রেরণামূলক কবিতা মনে হচ্ছে আমার কাছে" - আমরা প্রকৃতির কাছ থেকে নিত্যনিয়ত অনুপ্রেরণা পেতে পারি, যদি সন্ধান করি।
সূর্যোদয় যদি দিনের শুরুতে অনুপ্রেরণা ও উদ্দীপনা যোগায়, সূর্যাস্ত সারাদিনের সফল কর্মসমাপ্তির পর আত্মাকে আলোকোজ্জ্বল দীপন দান করে বিদায় নেয়।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ১০ ই জুন, ২০২২ রাত ১১:০৩

যরীন অদিতি বলেছেন: সহজ, সাবলীল কথার সুন্দর ছন্দময় প্রকাশ!

১২ ই জুন, ২০২২ সকাল ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটি মন্তব্যে অনেক প্রশংসা করে গেলেন! ধন্যবাদ ও শুভেচ্ছা।

৬| ১০ ই জুন, ২০২২ রাত ১১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

অস্ট্রেলিয়ায় বাঙালীর সংখ্যা কেমন? আপনার বাসা থেকে রেলস্টেশন কত কিলো?

১৩ ই জুন, ২০২২ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: এখানে প্রচুর সংখ্যক বাঙালি আছেন। পথে ঘাটে প্রায়ই দেখা হয়। কাকতালীয়ভাবে একজন 'সামু ব্লগার' এরও দেখা পেয়ে গেছি। সেটা ছিল খুবই সুখকর একটা অনুভূতি।

বাসা থেকে হাঁটা পথে বাস স্টেশন ৪/৫ মিনিটের পথ, রেল স্টেশন ২০/২৫ মিনিটের।

৭| ১০ ই জুন, ২০২২ রাত ১১:২৭

হাবিব বলেছেন: মনোরম

১৩ ই জুন, ২০২২ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ১১ ই জুন, ২০২২ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৩ ই জুন, ২০২২ দুপুর ২:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ১১ ই জুন, ২০২২ রাত ৮:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ছবি দুটির মতোই উদয়াস্তের মিষ্টি কবিতায় ভালো লাগা রইলো।
শুভেচ্ছা স্যার আপনাকে।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪

খায়রুল আহসান বলেছেন: মিষ্টি মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা। আপনি এখন কেমন আছেন?

১০| ১২ ই জুন, ২০২২ রাত ১২:০৪

সোহানী বলেছেন: ছবিগুলো সুন্দর। আলো ছড়ানো আশা জাগানিয়া কবিতায় ভালোলাগা।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: "আলো ছড়ানো আশা জাগানিয়া কবিতায় ভালোলাগা" - এত সুন্দর করে বললেন, প্রীত হ'লাম। ছবির প্রশংসায় এবং প্লাসে প্রাণিত। +

১১| ১৩ ই জুন, ২০২২ রাত ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী স্যার প্লাস্টার কাটার পরও যন্ত্রণা কমে নি। সারাক্ষণ হাতের ভাঙার জায়গাটা টিসটিস করে যন্ত্রণা করেই গেছে। তবে গত কয়েক দিনের তুলনায় আজ একটু যন্ত্রণাটা কমেছে। সম্পূর্ণ জুড়তে তিন মাস সময় লাগবে বলে ডাক্তারবাবু জানালেন।
আশাকরি আপনিও মাতৃশোক অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন। উপরওয়ালা আপনাদেরকে রহমত দান করুন। আমীন।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৯

খায়রুল আহসান বলেছেন: দোয়ার জন্য ধন্যবাদ।
আপনার ভাঙা হাতের যত্ন নেবেন, কোন অবহেলা করবেন না। দ্বিতীয় কোন ডাক্তারের পরামর্শের প্রয়োজন থাকলে, তা নিতে দ্বিধাগ্রস্ত হবেন না, দেরিও করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.