নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মেলবোর্নের স্মৃতিঃ শহরের প্রাণকেন্দ্রে দেখা একটি বিক্ষোভ সমাবেশ

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:৫৮


তার আত্মপ্রত্যয়ী অভিব্যক্তিটা আমার খুব ভালো লেগেছে।

১৪ মে ২০২২।
মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল বিজিনেস ডিস্ট্রিক্ট এর আশে পাশে পায়ে হেঁটে কিংবা ট্রামে করে ঘুরে ঘুরে দেখার মত অনেক কিছুই আছে, যা আমাদের তখনো দেখা হয় নাই। দুপুরে একটু আর্লী লাঞ্চ করে আমরা দু’জন ট্রেন করে রওনা হ’লাম Flinders Street স্টেশনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতে পৌঁছতে দুপুর একটা পঞ্চাশ বেজে গেল। তড়িঘড়ি করে স্টেশন থেকে বের হয়ে দেখি রাস্তার অপর পার্শ্বে ট্রাম স্টেশনে কোন ভিড় ভাট্টা নেই, তার বদলে এখানে সেখানে অনেক পুলিশ পায়চারি করছে। তাদের কয়েকটি দল সশস্ত্র, বাকিরা নিরস্ত্র। সামনে পড়া একজন ভলান্টিয়ারকে বললাম, “আমরা একটু ট্রামে করে শহরের আশে পাশের দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য এসেছি। ট্রাম চলছে না”? উনি জানালেন আপাততঃ চলছে না। কারণ? সংক্ষিপ্ত উত্তর, ‘কারণ বিক্ষোভ চলছে’। অবাক হলাম শুনে। এমন একটা শান্ত, নিরিবিলি শহরেও কিসের বিক্ষোভ? তবে যেহেতু বুঝতে পারলাম, এ নিয়ে ওনার বেশি কিছু বলার ইচ্ছে নেই, হয়তো অনুমতিও নেই, তাই আমি নিজেই একটু এগিয়ে গেলাম কোথায় ‘বিক্ষোভ চলছে’ তা দেখার জন্য।

সামনে এগোতেই দেখি চারিদিক থেকে মানুষ জড়ো হচ্ছে, হয়েছে। রাস্তার এক পাশে একটা ভ্যান দাঁড় করিয়ে সেখান থেকে সাউন্ড সিস্টেমে গণসঙ্গীত বাজানো হচ্ছে। তার সাথে তালে তালে কেউ ঠোঁট মিলিয়ে গান গাইছে, কেউ কেউ নাচছেও। অনেকেই বিচিত্র রঙের রঙিন পোষাকে সজ্জিত। কারও কারও হাতে মেগাফোন ধরা, সেটাতে ক্ষণে ক্ষণে একজন কিছু বলছেন, তার সাথে সাথে জনতা শ্লোগানে শ্লোগানে একই কথা উচ্চারণ করছে। সবার মনোবল খুব উঁচু বলে মনে হলো। উচ্চ ভলিউমে বাজানো গণসঙ্গীতের কারণে, এবং অস্ট্রেলীয় ইংরেজী এখনও ঠিকমত রপ্ত করতে পারিনি বলে মেগাফোনে এবং গণকণ্ঠে কী উচ্চারিত হচ্ছিল, তা প্রথমে বুঝতে পারিনি। তাই বিক্ষোভ প্রদর্শনকারী কয়েকজনের নিকট আমি এগিয়ে গেলাম। একজন বয়স্ক বিক্ষুব্ধকে দেখলাম হাতে একটি প্ল্যাকার্ড ধরা, সেখানে লেখা “The love of power destroys lives. The power of love protects lives. Your Choice.”

এ রকম আরও কয়েকটা লেখা পড়লামঃ
* The further society drifts from the truth, the more it will hate those that speak it.
* Want the Truth? Join TELEGRAM to see what media is hiding. World Doctors Alliance. Frontline workers speak out.
* Rein unvaxed worker now to end the health and jobs. CRISIS.
* এক হাস্যোজ্জ্বল মাঝবয়সীকে দেখলাম ‘Welding for Dummies’ শিরোনামে এক প্ল্যাকার্ড ধরে আছে। সেখানে লেখাঃ Learn to:
Cover Sexual assault to secure election. Get denied handshakes.
Book a trip to Hawai during bushfires.... .
Become a Prime Minister with a child molestation conviction.
How important it is to wear a visor (mask).
উল্লেখ্য যে, ২০১৯-২০ এ অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল বা ‘বুশফায়ার’ এর সময় অস্ট্রেলীয় প্রধানন্ত্রী স্কট মরিসন সস্ত্রীক হাওয়াই এ অবকাশ যাপনে গিয়েছিলেন বলে তিনি স্বদেশে ব্যাপকভাবে নিন্দিত এবং বিদেশি মিডিয়াতেও সমালোচিত হয়েছিলেন। কভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় অত্যন্ত কঠোরভাবে কোয়ারেন্টাইন এবং জনগনের ঘরের বাইরে চলাফেরার উপরে নিষেধাজ্ঞা বলবৎ করে তিনি কিছু কিছু স্বাধীনচেতা জনগোষ্ঠীর নিকট অজনপ্রিয় হয়ে উঠেন।
*Less Government, More Freedom.
* প্ল্যাকার্ডে একজনের একটা ছবি দিয়ে তাতে লেখা আছেঃ Vote #1 MFER.
* SACK THEM.
* BORN FREE

আমি বিক্ষোভে অংশ নেয়া দুই একজনের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এরা বর্তমান প্রধানমন্ত্রী এবং তার প্রশাসনের উপর চরম নাখোশ, মূলতঃ জোর করে জনগনের উপর প্রত্যক্ষভাবে না হলেও, পরোক্ষভাবে কভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক ভাবে চাপিয়ে দেয়ার জন্য। ফেডারেল সরকারের চাপ ছাড়াও, ভিক্টোরিয়ার প্রাদেশিক সরকারও দীর্ঘদিন ধরে জনগণকে ঘরের ভেতর আটকে রেখেছিল। হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল। কিছুদিনের জন্য সন্ধ্যার পর জনগণের চলাচল রুখতে সান্ধ্য আইনও জারি করেছিল। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছিল, এর ব্যত্যয় করলে উচ্চহারে জরিমানা ধার্য করেছিল। ইত্যাদি কারণে জনগণ অতিষ্ঠ হয়েছিল।

এই বিক্ষোভ সমাবেশ চলেছিল (আমি উপস্থিত হবার পর যেটুকু দেখেছি) প্রায় ৩০ মিনিটের মত। কিছু গরম গরম কথাবার্তা আর হাসিঠাট্টার পর সবাই যেমন সুশৃঙ্খলভাবে জড়ো হয়েছিল, তেমনি সুশৃঙ্খলভাবেই গান গাইতে গাইতে, হাততালি দিতে দিতে স্থান ত্যাগ করেছিল। কোন মঞ্চ ছিল না, ছিলনা রাস্তার কোণে কোণে বসানো মাইক। মেগাফোন দিয়ে যতটা জোরে কথা বলা যায়, ততটুকুই সই ছিল। ওরা চলে যাবার পর যথারীতি ট্রাম চলাচল শুরু হলো। আমরাও একটা ট্রামে চেপে ইউনিভার্সিটি অভ মেলবোর্ন ঘুরে দেখতে রওনা হ’লাম।

এই ঘটনার মাত্র দশ দিনের মাথায় অস্ট্রেলিয়ার নির্বাচনে ক্ষমতার পালাবদল হয়। লিবারেল পার্টির স্কট মরিসন কে হারিয়ে লেবার পার্টির এ্যান্থনি আলবানিজ (৫৯) ২৩ মে ২০২২ তারিখে আস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসীন হন। এ্যান্থনি আদি ইতালীয় এবং ২০০০ সালে তিনি আইরিশ বংশোদ্ভূত কার্মেল টিব্বাট্ট এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু ২০১৯ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবার পর তিনি জোডি হেডন (Jodie Haydon) কে ‘পার্টনার’ হিসেবে গ্রহণ করেন। সেই সুবাদে জোডি হেডনই এখন অস্ট্রেলিয়ার ‘ফার্স্ট লেডী'। আর এ্যান্থনি আলবানিজই অস্ট্রেলিয়ার প্রথম একজন তালাকপ্রাপ্ত প্রধানমন্ত্রী (ডিভোর্সী প্রাইম মিনিস্টার)।

ঢাকা
০৪ অগাস্ট ২০২২
শব্দসংখ্যাঃ ৭১৩



Flinders Street স্টেশনের সম্মুখ প্রাঙ্গণ


Flinders Street স্টেশনের সম্মুখ প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনগণ সমবেত হচ্ছে।


ক্রোধের বহিঃপ্রকাশ


ওয়াও, এটাও সম্ভব?


তার প্রাণোচ্ছ্বল হাসিটা ভালো লেগেছে। যুম করে দেখুন তিনি কী বলতে চাচ্ছেন ! সে বিষয়গুলো অবশ্য হাসির নয়!


তাদের উদ্বেগ প্রকাশ করছে, অবশ্য হাসিখুশি মুখেই!


টিকাবিরোধীদের স্পষ্ট বাণী


যে যার মত কথা বলছে, নীরবে প্ল্যাকার্ড ধরে বক্তব্য প্রকাশ করছে। কেউ শুনছে, কেউ ছবি তুলছে।
141422 May 2022


আমার আবার চয়েস কী? এত সুন্দর কথার সাথে কি দ্বিমত প্রকাশ করা যায়?


শান্তিপূর্ণ বিক্ষোভ


আমরা এ কথাটা হাড়ে হাড়ে উপলব্ধি করি।


জনতা জমায়েত হচ্ছে।


নীরব, কিন্তু নজরকাড়া।


বিক্ষোভ প্রদর্শন শেষে যে যার মত চলে যাচ্ছে।

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:২১

পুরানা দামান বলেছেন: আহ, কী সুন্দর! আর আমাদের দেশে বিক্ষোভ করলে গুলি করে মেরে ফেলা হচ্ছে। :(

সুন্দর কাটুক আপনার প্রবাস জীবন।

০৫ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসটির জন্য অশেষ ধন্যবাদ। +
ওসব দেশে সব কিছুই করা যায়, তবে শান্তিপূর্ণভাবে, অন্যের জন্য বড় কোন অসুবিধা না করে।
"সুন্দর কাটুক আপনার প্রবাস জীবন" - না, আমি প্রবাসী নই। আমি দেশেই থাকি, ইতোমধ্যে দেশে ফিরে এসেছি। সেখানে ছেলের বাড়ী বেড়াতে গিয়েছিলাম। প্রায় চার মাসের মত থেকে ফিরে এসেছি।

২| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



যত্রতত্র মাইক লাউড স্পিকার, গান বাজনা ও চিৎকার করে কথা বলার দেশ খুব সম্ভব ভারত উপমহাদেশ। আর গাড়ির হর্ণের কথা না হয় বাদই দিলাম। গাড়ির হর্ণের দিক দিয়ে খুব সম্ভব বাংলাদেশ সমগ্র বিশ্বে এক নম্বরে আছে।

০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: "গাড়ির হর্ণের দিক দিয়ে খুব সম্ভব বাংলাদেশ সমগ্র বিশ্বে এক নম্বরে আছে" - একমত। অনেক কষ্টে, নিরন্তর বলে বলে আমি আমার ড্রাইভার সাহেবকে এই বদভ্যাস থেকে কিছুটা নিবৃত করতে পেরেছি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত।

৩| ০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৮

আরইউ বলেছেন:




অস্ট্রেলিয়াতে সবচেয়ে এগ্রেসিভ ওয়েতে বিক্ষোভ করে সাধারণত (ফার) রাইট এন্টি-ভ্যাক্সার গ্রুপ। পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, পুলিশ কতৃক পেপার স্প্রে মারার মত ঘটনাও ঘটেছে এসব বিক্ষোভে। তবে, আপনি যেমনটা বলেছেন প্রায় সব বিক্ষোভই শান্তিপূর্ণ; যারা বিক্ষোভের বিষয় বস্তুর সাথে একমত তারা স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়েই বিক্ষোভে অংশগ্রহন করে।

কার্মেলকে অ্যালবোর স্ত্রী বলাটা টেকনিকালি ভুল কারণ ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ওর বর্তমান পার্টনার জোডি।

চমৎকার পোস্টের জন্য অনেক ধন্যবাদ, খায়রুল। শুভেচ্ছা নিরন্তর।

০৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:১২

খায়রুল আহসান বলেছেন: "কার্মেলকে অ্যালবোর স্ত্রী বলাটা টেকনিকালি ভুল কারণ ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ওর বর্তমান পার্টনার জোডি" - ওহ, এখানে আমার জানা তথ্যে একটু ফাঁক রয়ে গিয়েছিল। আপনার মন্তব্য অনুযায়ী পোস্ট সংশোধিত হয়েছে। অশেষ ধন্যবাদ।

"যারা বিক্ষোভের বিষয় বস্তুর সাথে একমত তারা স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়েই বিক্ষোভে অংশগ্রহন করে" - একদম ঠিক কথাটি বলেছেন। আমাদের এখানকার মত ট্রাক ভাড়া করে, পকেটে টাকা গুঁজে দিয়ে, হাতে বিরানি'র প্যাকেট ধরিয়ে দিয়ে মানুষকে আনতে হয় না।

মন্তব্য এবং প্লাসে প্রাণিত বোধ করছি। আবারও ধন্যবাদ এবং শুভকামনা।

৪| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:১২

শেরজা তপন বলেছেন: চমৎকার আলোচনা ও ছবি ব্লগ!

পরিবেশগত কারন, অর্থনৈতিক, সামাজিক কারন। অশিক্ষা কিংবা কুশিক্ষা, নোংড়া রাজনীতি সহ বিবিধ কারনে আমাদের আন্দোলনের রূপ হয়তো এমন উগ্র নিঃশ্বংস!
চিৎকার করে না বললে, রক্ত না ঝড়ালে- এদেশের রাজনীতিবিদেরা কানে শুনে না।

০৬ ই আগস্ট, ২০২২ সকাল ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: সেই ছোটকাল থেকে শুনে এসেছি রাজনীতিবিদদের অগ্নিঝরা ভাষণ, জ্বালাও পোড়াও শ্লোগান, জুতার মালা লক্ষ্যব্যক্তির গলায় ঝুলিয়ে মারাত্মক অপমানজনক উক্তি, চামড়া ওঠানোর মত নৃশংস হুমকি, ইত্যাদি। আজ ৫০/৫৫ বছর পরেও রাজনীতির ভাষা অনেকটা একই রয়ে গেছে!

"চিৎকার করে না বললে, রক্ত না ঝড়ালে- এদেশের রাজনীতিবিদেরা কানে শুনে না" - রাজনীতিবিদ, রাজনৈতিক, অরাজনৈতিক শাসক, কেহই শোনে না, এমনটাই তো দেখে এসেছি।

মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৫| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মেহেদি_হাসান. বলেছেন: স্যার আপনার মেলবোর্নের স্মৃতি অনেকদিন পরে পড়লাম এরকম লেখা আমার খুবই ভালো লাগে। বিক্ষোভ তো এমনই শান্তিপূর্ণ হওয়া উচিত। একটা সময় অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন দেখতাম কোনদিন যেতে পারবো কিনা জানিনা। আপনি আগের মতো ব্লগে লিখছেন না কেন?

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: "এরকম লেখা আমার খুবই ভালো লাগে" - প্রীত হ'লাম তা জেনে। এ রকম লেখা আরও কয়েকটা গত তিন চার মাসে এ ব্লগে পোস্ট করেছি। আশাকরি মাঝে মাঝে সময় করে এসে তা পড়ে যাবেন।

"অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন" বাস্তবায়ন করা এখনও বোধকরি ততটা কঠিন নয়। চেষ্টায় থাকলে পারবেন।

"আপনি আগের মতো ব্লগে লিখছেন না কেন?" - নিজের সময়ের যেমন ঘাটতি হয়েছে, লিখার উৎসাহেও কিছুটা ভাটা পড়েছে, নানাবিধ কারণে।

অনেকদিন পর এলেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।




৬| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

নীল আকাশ বলেছেন: ভাবছি সেখানে বাংলাদেশের পুলিশ থাকলে কী করতো?
৫০% জেলে, ৩০% পিটিয়ে আধমরা আর বাদ বাকি ২০% পালিয়ে জান বাচাবে।
এই দেশে নায্য দাবিতেও কেন আন্দোলন হয় না কেন বুঝেছেন?

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: শুধু পুলিশ দিয়েই আন্দোলন দাবিয়ে রাখা গেলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না।
যে জাতি যেমন, সে জাতি তেমন শাসকের অধীনেই শাসিত হয়।

৭| ০৮ ই আগস্ট, ২০২২ ভোর ৪:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: তথ্যবহুল পোস্ট। অনেককিছুই জানতে পারলাম।

০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আপনার আগমনে প্রীত হ'লাম। মন্তব্যে প্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.