নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অনুরোধ

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৬

আমার মনের গভীরে আছে
এক দুয়ারবিহীন পিঞ্জর।
সেখানে রাখা আছে কিছু খড়কুটো,
কিছু জল, আর শস্যকণার আধার।
পাখি, তুমি মাঝে মাঝে সেখানে এসো,
কিছুটা সময় বোসো।

মাঝে মাঝে এসে তুমি জলপান করে যেও।
ইচ্ছে করলে খানিক গানও গাইতে পারো,
আবার ইচ্ছে হলেই উড়েও যেতে পারো।
উড়ে গেলে একটি ঝরা পালক রেখে যেও।
পাখি, তুমি মাঝে মাঝে সেখানে এসো,
কিছুটা সময় বোসো!

ঢাকা
০৭ অগাস্ট ২০২০

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, কবিতাটি পাঠ করার এবং প্রশংসা করার জন্য।

২| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: বরাবরের মতো সাবলীল প্রকাশ। কবিতায় অনেক ভালোলাগা +

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে আপনার উদারতায় আমি বরাবর মুগ্ধ ও প্রাণিত হই। ভাললাগা কথায় এবং সাংকেতিক চিহ্নে প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ।

৩| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১৯

রানার ব্লগ বলেছেন: পক্ষি তোমার অক্ষিতে
যাহার ছবি ভাসে
সেই ছবি কি লাজুক
ঠোঁটে মিস্টি করে হাসে?

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: বাহ! বেশ সুন্দর চারটে পংক্তি রেখে গেলেন!

৫| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৯

মিরোরডডল বলেছেন:




পাখি আমার সোনা পাখি,
যদি কখনও মন কাঁদে
একবার এসে দেখে যেও ।
জোৎস্না রাতে ফুলের বনে
একটুখানি আদর দিও ।



অনুরোধ ভালো লেগেছে ।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: বাহ, খুবই চমৎকার!
"অনুরোধ ভালো লেগেছে" - প্রীত হ'লাম। প্লাসে প্রাণিত।

৬| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা! +

০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ। প্লাসে এবং মন্তব্যে প্রীত ও প্রাণিত হ'লাম।

৭| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১১

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি নিশ্চই পাখিপ্রেমী?

০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: তা তো বটেই!
তবে কবিতায় রূপকার্থেত্ত অনেক শব্দ ব্যবহার করা হয়।

৮| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪১

জটিল ভাই বলেছেন:

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৮

খায়রুল আহসান বলেছেন: বাহ!

৯| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৬

মুক্তা নীল বলেছেন:
আপনার আগের কিছু ছবি ব্লগে দেখেছিলাম বেলকনিতে উড়ে আসা জোড়া শালিকের ছবি অথবা কোথাও হাঁটতে গিয়েছেন লেকের ধারে কোন পাখির ছবি ও আকাশে উড়ছে পাখিরা ডানা মেলে সেই উড়ন্ত পাখির ছবিও দেখেছি আমার মনে আছে । পাখির প্রতি আপনার ভালোবাসা ও আবেগ মিশ্রিত কবিতা আমাকে বিমোহিত করেছে । সুন্দর কবিতা ++

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: "আপনার আগের কিছু ছবি ব্লগে দেখেছিলাম বেলকনিতে উড়ে আসা জোড়া শালিকের ছবি অথবা কোথাও হাঁটতে গিয়েছেন লেকের ধারে কোন পাখির ছবি ও আকাশে উড়ছে পাখিরা ডানা মেলে সেই উড়ন্ত পাখির ছবিও দেখেছি আমার মনে আছে" - আপনার এ প্রখর স্মরণশক্তির পরিচয় পেয়ে আমি মুগ্ধ হ'লাম!

"পাখির প্রতি আপনার ভালোবাসা ও আবেগ মিশ্রিত কবিতা আমাকে বিমোহিত করেছে । সুন্দর কবিতা ++" - অত্যন্ত অনুপ্রাণিত বোধ করছি এমন উদার প্রশংসা এবং পোস্টের প্রতি এতটা মনযোগ লাভ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১০| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৫

ঢুকিচেপা বলেছেন: কিছু ভালবাসা আগল ছেড়ে রাখাই ভাল, তবে তার কিছু স্মৃতি চিহ্ন থাকলে মায়াটা আরো গভীর হয়।

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: "কিছু ভালবাসা আগল ছেড়ে রাখাই ভাল, তবে তার কিছু স্মৃতি চিহ্ন থাকলে মায়াটা আরো গভীর হয়" - একটি চমৎকার, উদ্ধৃতিযোগ্য কথা বলেছেন।

মন্তব্য এবং প্লাসে প্রীত ও প্রাণিত। অশেষ ধন্যবাদ।

১১| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার কবিতা পড়লামা। চমৎকার লাগলো। জানিনা, কেন নিচের কথা গুলো মাথায় বাসা বাঁধছে...


কার বা খাঁচায় কেবা পাখি,
কার জন্য মোর ঝরে আঁখি।
আমার এই আঙ্গিনায় থাকি
আমারে মজাইতে চায়।।
পাখি আমারে মজাইতে চায়
একটি বদ হাওয়া.....

:((


অনেক ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করি।

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যাকারে আপনার ছয় লাইনের অনুকবিতার প্রথম লাইনদুটো খুবই হৃদয়স্পর্শী হয়েছে।
মন্তব্য এবং দোয়া/শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ।

১২| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



লেখাটি একটু খেয়াল করে পড়লে জীবনের গভীর ও অন্যরকম দর্শন লাভ করা যায় ।
বোঝাই যাচ্ছে বাউল দর্শনের দেহতত্ত্ব নিয়েই মূলত পোষ্টটি রচিত।
পিঞ্জর বলতে আমাদের ফিজিক্যাল মানবদেহকেই বোঝানো হয়েছে ।
আমরা যেটাকে রিয়েলিটি ভাবছি এর উপরেও আরো রিয়েলিটি লেভেল
আছে ,আমাদের যিনি হায়ার সেল্ফ বা আত্মা তাকেইতো অবলোকন
করে সুন্দর করে মনের কথাগুলি ব্যক্ত করে পাখীকে অনুরোধ করে
লিখেছেন ।

যারা অনেক সাধনা করে থাকেন তারাইতো নিজ আত্মাকে অনুভব করতে
পারেন ।লেখার ভিতরে থাকা পাখিটাই হচ্ছে মূল রহস্য । বাউল দর্শন অনুযায়ী প্রতিটা
দমের সাথে সে রহস্য দেহে প্রবেশ করে, দমটা ছাড়ার সাথে সাথে আবার চলে যায়।
দমটা ছেড়ে দেয়ার পর আর তা দেহ পিঞ্জরে প্রবেশ করে না , এরকমটা হলেই মানুষ মৃত।

সৎকর্মশীল মানুষ তাঁর আত্মাকে, নিজেকে উপলব্ধি করতে পারেন। আর তাইতো পিঞ্জরের ভিতরে
অচীন পথে আসা পাখীটা ফিরে যাওয়ার পরিনামের কথা ভেবেই মানুষের মনে অপার আনন্দ উপভোগের
জন্য অনাবিল কিছু সুখ শান্তি আকাঙ্ক্ষর প্রকাশ পাওয়াটাই স্বাভাবিক । পাখীটার কাছে আপনার আকাঙ্ক্ষার
কিছু কথাই পোষ্টে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । এখানে আমাদের প্রবৃত্তি, অবুঝ মনের কথামালা হয়েছে বলা ।
একথা সত্য যে মানুষকে নিজের সঠিক দর্শন পেতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যাবতীয় জাগতিক
ইল্যুশন থেকে নিজেকে মুক্ত করতে হয়।

কিন্তু মন কি আমাদেরকে সহজে জাগতিক ইল্যুশন থেকে মুক্তি দিতে পারে ?
সে চিন্তা করে তাঁর পিঞ্জরের ভিতরে থাকা মানবাত্মাটিকে সতেজ রাখার কথা।
দেহ যন্ত্রটি কীভাবে তৃপ্তি পায় তা-ই ভাবাতে সর্বদা চিন্তা আসতেই থাকে আমাদের মাথায়।
হ্যাঁ পৃথিবীতে এই দেহের স্বতস্ফুর্ত সার্ভাইভাল ও সতেজতার জন্য আপনার আকাঙ্ক্ষিত
বিষয়গুলি খুবই দরকার ।

যাই হোক মন অচীন পাখীর গানের আশায় থাকছে, নীজকে ডুবিয়ে রাখছে, তার পরেও এতকিছুর
মাঝেও আবার সঠিক আত্মদর্শন করতে প্ররোচনা দিচ্ছে এটাই অনেক বড় কথা ।

লেখাটি পড়ে সবকিছু আমার পক্ষে বোঝা সম্ভব নয়। হয়তো উপলব্ধিই একমাত্র পথ।
দোয়া করবেন সঠিক উপলব্দি যেন হয় ।

ভাল থাকার শুভ কামনা রইল

১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: "আমাদের যিনি হায়ার সেল্ফ বা আত্মা তাকেইতো অবলোকন করে সুন্দর করে মনের কথাগুলি ব্যক্ত করে পাখীকে অনুরোধ করে লিখেছেন" - মন্তব্যে কবিতাটির এমন চমৎকার একটি দার্শনিক বিশ্লেষণের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

স্রষ্টার সৃষ্টিসমূহ অপরূপ সুন্দর; আর মানুষের মন আজন্ম সৌন্দর্যপিয়াসী। মানুষ সহজাতভাবে সৌন্দর্যকে মনের গহীনে ধারণ করে রাখতে চায়। সেজন্য সে মনকে সৌন্দর্য ধারণ করার জন্য প্রস্তুত করে রাখে। মনের মধ্যে সৌন্দর্যভাবনাকে বিছিয়ে রাখে। কোন এক সময় যদি সে সৌন্দর্য মন থেকে অপসৃত হয়েও যায়, মন চায় তার এক টুকরো স্মৃতিকে আজীবন ধরে রাখতে। এখানে রূপকার্থে ব্যবহৃত 'পাখি' হচ্ছে সেই 'সৌন্দর্য' এর প্রতীক। আর 'ঝরা পালক' হচ্ছে এই 'এক টুকরো স্মৃতি'র প্রতীক।

আর 'সৌন্দর্য' বা পাখি হতে পারে অনেক কিছুই; একটি প্রাকৃতিক দৃশ্য, সত্য সত্যই কোন একটি গান গাওয়া পাখি, একটি বহমান নদী, নূপুরের মত শব্দ করে আঁকাবাঁকা পথে বয়ে যাওয়া কোন স্বচ্ছসলিলার নিক্কণ, কোন একটি মায়াবী মুখ, কোন ভালবাসার বচন বা ইঙ্গিত, এমন কি কোন এক সুগভীর বিষণ্ণতাও!

১৩| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: ঝরা পালক যদি ফেলেই যায় সেটুকুই হয় স্মৃতির মহার্ঘ্য মুহূর্ত।
অনুরোধ কাব্যে ভালোলাগা।

১১ ই আগস্ট, ২০২২ সকাল ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: "ঝরা পালক যদি ফেলেই যায় সেটুকুই হয় স্মৃতির মহার্ঘ্য মুহূর্ত" - কবিতা থেকে এই 'ঝরা পালক' টাকেই আপনি তুলে নিলেন পরম যত্নে, প্রসঙ্গ উল্লেখ করে একে করে গেলেন মহার্ঘ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪| ১২ ই আগস্ট, ২০২২ ভোর ৫:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: "লেখক বলেছেন: মন্তব্যে আপনার উদারতায় আমি বরাবর মুগ্ধ ও প্রাণিত হই। ভাললাগা কথায় এবং সাংকেতিক চিহ্নে প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ।"

প্রিয় খায়রুল আহসান ভাই, আপনি, ঠাকুর মাহমুদ ভাই ও ইসিয়াক ভাই আমার অনুপস্থিতিতে আমার ব্লগে গিয়ে খুজ নিয়েছেন। আমি কিছুদিন আগে দেখেছি। পুর্বের আইডিতে লগইন করতে না পারায় রিপ্লাই দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। অনেক ধন্যবাদ আপনাদের।

১২ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: যাদের লেখার সাথে আমি পরিচিত, তারা দীর্ঘদিন পোস্ট দেয়া থেকে বিরত থাকলে আমি তাদের বাড়ী থেকে মাঝে মাঝে ঘুরে আসি, সময় সুযোগ পেলেই। এটাকে এক ধরণের ব্লগীয় সহমর্মিতা বলতে পারেন।

ব্লগে আপনার প্রত্যাবর্তনে প্রীত হয়েছি। পুনঃমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: পাখির আগমন অনুরণিত হোক কবি হৃদয়ে।মনিরাপুর সুরে বলি,"ঝরা পালক যদি ফেলেই যায় সেটুকুই হয় স্মৃতির মহার্ঘ্য মুহূর্ত।"স্মৃতি হয়ে থাক তাহলে এমন মুহূর্ত। সুন্দর আর্তি, চমৎকার মন্তব্য। ধন্যবাদ মনিরাপুকে।‌

শুভেচ্ছা স্যার আপনাকে।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকেও, এমন সুন্দর একটি মন্তব্য কবিতায় রেখে যাবার জন্য। +
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.