নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মন ও মেঘ

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২০

আবেগাপ্লুত মন অনেকটা জলবতী মেঘের মতন,
ভেসে ভেসে বেড়ায় আর ঘনীভূত হতে থাকে;
ঘনীভূত হতে হতে একটু শীতল পরশ পেলেই
বৃষ্টি ঝরিয়ে হাল্কা হয়, তারপর উড়ে চলে যায়।

আষাঢ়ের কালো মেঘে জল থাকে, চোখে কাজল।
শরতের স্বচ্ছ মেঘেও লুকিয়ে থাকে ভারী জলকণা।
ওরা যেমন শীতল পরশে ঝিরঝির করে ঝরে পড়ে,
বেদনাব্যথিত মনও একটু শীতল কথায় বৃষ্টি ঝরায়।

ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২২

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: শরতের অনেক শুভেচ্ছা রইল কবি দা

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
আপনার প্রতিও অনেক শুভেচ্ছা রইল।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১০

জুল ভার্ন বলেছেন: কী অসাধারন সুন্দর লেখনী! আমার কাছে লেখালেখির জগতে কবিতা লেখা হচ্ছে সব চাইতে কঠিন, যা লিখতে মেধার বিকল্প নাই। একজন সাহিত্যিক-উপন্যাসিক, প্রবন্ধকার যা লিখতে অনেক পৃষ্ঠা, কিম্বা একটা বইতে প্রকাশ করেন- তা ই একজন কবি মাত্র কিছু শব্দে, বাক্যে প্রকাশ করেন! যার প্রমাণ এই সুন্দর কবিতাটি! +

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: একজন কবির জন্য এর চেয়ে বড় প্রাপ্য আর কিছু হতে পারে না।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানবেন।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩০

রোকসানা লেইস বলেছেন: মেঘ,জলকণা,শিশির,বৃষ্টির উপমায় জলভার অভিমান সুন্দর প্রকাশ। কবিতায় ভালোলাগা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে একটা সুন্দর মন্তব্য এখানে রেখে যাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৬

ফ্রেটবোর্ড বলেছেন: শেষের লাইনটা খুব মনে ধরেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম, ধন্যবাদ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: শরতের বেদনা বিধুর মন ও বৃষ্টি ঝড়া মেঘের উপাখ্যানের কাহিনী সুন্দর কাব্যে ফুটিয়ে তুলেছেন স্যার।
শুভেচ্ছা আপনাকে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। পড়ে যথারীতি সুন্দর মন্তব্য এবং প্লাস দিয়ে গেছেন, এ জন্যেও।
ভালো থাকুন, সপরিবারে, সুস্বাস্থ্যে।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর আবেগময় কবিতা লিখেছেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪০

অপ্‌সরা বলেছেন: শরতের মেঘ মানেই মন ভালো করা ......

আকাশেই কবিতা লেখা.....

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: মাত্র দুটো ছোট বাক্যে চমৎকার একটি কাব্যিক মন্তব্য রেখে গেলেন, অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা মন্তব্যের জন্য। +
এখন অবশ্য আমার শরতের স্বচ্ছ নীলাকাশ দেখতে যেমন ভালো লাগে, আষাঢ়ের 'কালিমাখা মেঘ' দেখতেও একই রকম ভালো লাগে, যদিও পরেরটা আজকাল আর তেমন বেশি দেখা যায় না। বছরে যে দুই একটা দিন দেখা যায়, আর সে দিনটিতে যদি আমি বাসায় থাকি, আমি খুব উপভোগ করি ঘন, কালো, ভারী মেঘের দিকে তাকিয়ে থাকতে।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩১

কালো যাদুকর বলেছেন: বেশ আবেগী কবিতা | ধন্যবাদ |

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, প্রেরণাদায়ক এই মন্তব্যের জন্য। আবেগ ছাড়া তো কবিতা হয় না।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৮

অপ্‌সরা বলেছেন: আমার কাছে কালী মাখা আকাশ মানেই

কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্‌ চাহি রে॥



ওই শোনো শোনো পারে যাবে ব'লে কে ডাকিছে বুঝি মাঝিরে।

খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।

পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ, দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ--

দরো-দরো বেগে জলে পড়ি জল ছলো-ছল উঠে বাজি রে।

খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে॥



এই লেখাটার মত বর্ষার চিত্র মনে হয় না আর ককখনও কেউ আঁকতে পেরেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: আমি জানি।
কবিগুরু'র আষাঢ় কবিতাটির উপর আপনার একটি মারাত্মক বিশ্লেষণাত্মক লেখা পড়েছিলাম বহুদিন আগে। তা থেকেই জেনেছি আষাঢ়ের 'কালিমাখা মেঘ' কথাটা কবিতাটিকে কত সুন্দরভাবে চিত্রায়িত করেছে বলে আপনি মনে করেন।
আমার এ পোস্টে নিজের হাতে তোলা একটি আষাঢ়ের 'কালিমাখা মেঘ' এর ছবি দেখতে পাবেনঃ মেলবোর্নের আকাশটা আমাকে বাংলার আষাঢ়ে আকাশের কথা মনে করিয়ে দিচ্ছে

১১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:২৭

সোহানী বলেছেন: শেষ লাইনটা কিন্তু অন্যরকম। এ লাইনটা পড়ে একটা লিখা মাথায় ঘুরছে। লিখতে হবে।

আজ অফিস বন্ধ কিন্তু মেজাজ খারাপ হয়ে আছে। কোন কোন এমন হয় যে কোন কাজই ঠিক করে হয় না। আজ মনে হয় আমার সে দিন। সব কিছুতেই ঝামেলা লাগছে। শেষমেষ নিজের মেজাজই ঠিক রাখতে পারিনি, ক্যাট ক্যাট করেছি........... ।

০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫১

খায়রুল আহসান বলেছেন: "শেষ লাইনটা পড়ে একটা লিখা মাথায় ঘুরছে। লিখতে হবে" - লিখে ফেলুন চটজলদি। মানুষের মন যখন বেদনায় ভারাক্রান্ত থাকে, তখন পাশে এসে যদি কেউ মাথায় একটু হাত বুলিয়ে দেয়, দু চারটে সহাহনুভূতিমূলক কথা বলে, তখন দু'ফোঁটা অশ্রুপাতের মাধ্যমে মানুষের মনের সে ভার লাঘব হয়ে যায়। এটা শিশু থেকে বুড়ো, সবার ক্ষেত্রেই হয়।

১২| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

নব ভাস্কর বলেছেন: প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক ভালো লাগলো।
ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, কবিতা পাঠ করে একটি প্রেরণাদায়ক মন্তব্য এখানে রেখে যাবার জন্য। ভালো থাকুন সর্বদা, সুস্বাস্থ্যে, সপরিবারে।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.