নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ স্বপ্নে তুমি

২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৭

চলে যাবার একশ সাতাশি দিন পর,
আজই প্রথম তুমি আমায় দেখতে এলে!
আমার ডান বাহুটা শক্ত করে ধরে,
হাসিমুখে তুমি কাকে কি যেন বলছিলে
আমার ছেলেবেলা নিয়ে!

তোমার স্নেহের স্পর্শ পেয়ে-
ধন্য হ’লাম মাগো, ধন্য হ’লাম!
শান্তি পেলাম মাগো, শান্তি পেলাম!
আমার দিনটা আজ উজ্জ্বল হলো,
প্রভাতের এই শুভক্ষণে!


ঢাকা
২৯ নভেম্বর ২০২২

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি ছগির

২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: আমীন!
ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগীরা।

২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: আমীন!
ধন্যবাদ।

৩| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
‘হে আমার প্রতিপালক! যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতা ও সব ঈমানদারকে ক্ষমা করুন।’

২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: আমীন!
ধন্যবাদ।

৪| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৯

রসায়ন বলেছেন: সবার মা বাবা ভালো থাকুক।

২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: তাই হোক, তাই হোক!

৫| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: একজন বাবা মা তার সন্তানকে যেভাবে ভালোবাসে, সন্তান সেভাবে বাবা মাকে ভালোবাসতে পারে না।

৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: এটা সত্য যে একজন সন্তান হয়তো মা বাবার ভালোবাসার মূল্য কখনোই পরিশোধ করতে পারে না, কিন্তু অনেক সন্তানও মা বাবাকে হয়তো সেভাবেই ভালবাসতে পারে, যেভাবে মা বাবা সন্তানকে ভালবাসে।

৬| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

ইসিয়াক বলেছেন: আহা সম্পর্ক! কত কষ্ট যে লাগে।প্রকৃতির নিয়মই যে এই।মানতেই হয়। চাইলেই ফিরে পাওয়া যায় না আর। সেই স্নেহ মাখা আঁচলে আশ্রয় নেওয়া হয় না,কোলে মাথা রেখে ঘুমাতে পারা যায় না। তবু ছায়ার প্রতিচ্ছবি হয়ে ফিরে আসে কখনও কখনও স্বপ্নে। সে বড় সৌভাগ্যের।
সকল বাবা মা ভালো থাকুন ওপারে।

রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানী ছাগিরা।

৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২১

খায়রুল আহসান বলেছেন: "তবু ছায়ার প্রতিচ্ছবি হয়ে ফিরে আসে কখনও কখনও স্বপ্নে। সে বড় সৌভাগ্যের" - অনেক ধন্যবাদ আপনাকে, এমন সুন্দর কথাটার জন্য।
ভালো থাকুন, শুভকামনা---

৭| ২৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




কে বলে, মৃত্যুর পরে মানুষ আর ফিরে আসেনা পৃথিবীতে !!!!!
আসে, স্বপ্নে হলে্ও আসে! মা বাবার মন, মায়ার টানে সন্তানের কাছে ফিরে ফিরে আসেই। তাদের যে আসতেই হয় ..........

৩০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আমারও তাই মনে হয়। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৮| ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: আমি ধন্য মা বাবা দুইজনই জীবিত আছে

৩০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: জ্বী, অবশ্যই আপনি ধন্য। প্রাণপনে মা বাবার সেবা করে যান, তাদের যত্ন নিন, পরিণামে ভালো ফল পাবেন।

৯| ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ খালাম্মাকে বেহেশ্‌ত নসিব করুন।

পরলোকগত মা-বাবাকে স্বপ্নে ফিরে পাওয়া খুবই প্রশান্তিদায়ক। আমার মায়ের মৃত্যুর কয়েক বছর পর থেকে মায়ের চেহারা মনে করতে পারতাম না। খুবই ঝাঁপসা ঝাঁপসা বোঝা যেত মায়ের চেহারা। অনেক কষ্ট হতো। এটা একটা অদ্ভুত ব্যাপারই, নইলে মায়ের চেহারা ভুলে যাব কেন? আশ্চর্য ব্যাপার হলো, এখন মায়ের চেহারা পুরোপুরিই চোখে ভাসে। আর এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে মাকে স্বপ্নে দেখার পর। আমার মা মারা যাবার অনেক বছর পর স্পষ্টভাবে মায়ের চেহারা দেখি স্বপ্নে। তার আগে স্বপ্নে দেখলেও চেহারা ফুটে উঠতো না। আর ঐ সময়ে আমার নিজেরও কোনো ছবি নেই, মায়ের ছবির তো প্রশ্নই ওঠে না। আমার মা মারা যান ১৯৮০ সালে, আমি তখন ৭ম শ্রেণির ছাত্র।

কবিতা ভালো লেগেছে স্যার। ১ম স্তবকটা খুবই সাবলীল।



০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: দোয়ার জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আপনি বয়ঃসন্ধিকালে মাকে হারিয়েছিলেন। এ বয়সটা মানুষের জন্য, বিশেষ করে একজন পুরুষের জন্য বড়ই দুঃসময়, যা কিছুদিন আগে শেরজা তপন তার একটি সুলিখিত পোস্টে ব্যাখ্যা করেছিলেন। মা হারানোর ফলে নিশ্চয়ই আপনি আর সবকিছুর সাথে সেই সময়টাতে একটা মনস্তাত্ত্বিক আশ্রয় থেকেও বঞ্চিত হয়েছিলেন। এটা ভেবে খুব স্বাভাবিকভাবেই একটা গভীর সহমর্মিতা অনুভব করছি।
প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

১০| ৩০ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



আল্লা আপনার মাকে বেহেস্তের উচ্চতম স্তরে অধিস্ঠিত করুন ।
আপনি খুবই মোবারক স্বপ্ন দেছেখেন । মুরুব্বীদের কাছে শুনেছি
যদি স্বপ্নে মাকে প্রফুল্য ও বাহু ধরে কাওকে কিচু বলতে দেখা যায
তাহলে বাস্তবে ঘুমন্ত ব্যক্তি এবং তার জীবিত আত্মীয়দের মাঝে
সম্পর্কের ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক এবং মসৃণ হয়ে যায় । তবে
সবকিছু রাব্বুল আলামিন আল্লাই ভাল জানেন ।

০১ লা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: মায়ের জন্য দোয়া করেছেন, এজন্য অশেষ কৃতজ্ঞতা।
আপনি মুরুব্বীদের কাছে যা শুনেছেন, সেটাই যেন সত্যি হয়! অবশ্যই সবকিছু রাব্বুল 'আ-লামিন আল্লাহ তা'লাই ভাল জানেন ।
ধন্যবাদ এবং শুভকামনা...

১১| ৩০ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৫৬

সোহানী বলেছেন: আমি প্রতি মূহুর্তেই মা'কে দেখি, ঘুমে কিংবা জাগরনে। মায়ের মৃত্যর সংবাদ পেয়েছিলাম রাত ৩ টা ২১ মিনিটে। এবং কেন যেন এ সংবাদ পাওয়ার ২ দিন আগ থেকে ঠিক একই সময়ে ঘুম ভেঙ্গে যেত। ঠিক একইভাবে সেদিনও আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল এবং আশ্চর্য্যভাবে আমি মোবাইল হাতে নিয়ে বসেছিলাম, তখনই ফোনটা আসলো। কেন কি জন্য এমন হলো আমার কাছে ব্যাখ্যা নেই। এ কথাগুলো আজই প্রথম বল্লাম, কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না।

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: "কেন কি জন্য এমন হলো আমার কাছে ব্যাখ্যা নেই" - এটাকেই খুব সম্ভব 'টেলিপ্যাথী' বলে।
আমি মাঝে মাঝে খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে সকালে ঢাকা থেকে রওনা দিয়েও রাত দুপুরে গ্রামের বাড়ি গিয়ে পৌঁছতাম। নিশুতি রাতেও আমাকে মাত্র একটি ডাক দিতে হতো। প্রথম ডাকেই মা সাড়া দিতেন, বলতেন, 'একটু দাঁড়াও, দরজা খুলছি'। দরজা খুলে মা বলতেন, 'আমার মনটা বলছিল, আজ তুই আসবি'।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১২| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা সত্য যে একজন সন্তান হয়তো মা বাবার ভালোবাসার মূল্য কখনোই পরিশোধ করতে পারে না, কিন্তু অনেক সন্তানও মা বাবাকে হয়তো সেভাবেই ভালবাসতে পারে, যেভাবে মা বাবা সন্তানকে ভালবাসে।

সঠিক কথা বলেছেন।
আপনাকে একটা সত্য কথা বলি- আমি আমার কন্যাকে যে পরিমান ভালোবাসি, আমার বাবা মা কিন্তু আমাকে সে পরিমান ভালোবাসে নি।

০২ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

খায়রুল আহসান বলেছেন: "আমি আমার কন্যাকে যে পরিমান ভালোবাসি, আমার বাবা মা কিন্তু আমাকে সে পরিমান ভালোবাসে নি" - এ রকম মনে হয়, তবে এটা সত্য নাও হতে পারে। সত্য হলো, আমাদের সময়ে আমরা মা বাবার কঠোর শাসনে মানুষ হয়েছি। সেই কঠোরতার অতলে কিন্তু প্রবাহিত হতো কোমল স্নেহের ফল্গুধারা, যা আমরা তখন বুঝিনি, কিন্তু বড় হয়ে বুঝেছি। আমার সন্তানেরাও হয়তো আমার সম্বন্ধে একই কথা বলবে, এবং তারাও একদিন বুঝবে যে তাদের ধারণাটা ভুল ছিল।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫

নীল-দর্পণ বলেছেন: আল্লাহ জান্নাতবাসী করুন 'মা'কে।

সাধ্যমত কিছু সদকা করে দিয়েন। দোয়া এবং সাদাকাই এখন তাঁর জন্যে জরুরী।

০৩ রা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আচ্ছা।
দোয়ার জন্য এবং এই সুপরামর্শটির জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য এবং প্লাসে প্রীত ও প্রাণিত।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: গভীর মর্মানুভূমের লেখা। মহান রাব্বুল আলামিন ওনাকে বেহেস্ত নসিব করুন- এই কামনাই করি।

২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

খায়রুল আহসান বলেছেন: মনছোঁয়া মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.