নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ হেমন্তের দিনগুলো

২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

হেমন্তের দিনগুলো খুব দ্রুত চলে যায়
দুপুর থেকে বিকেলকে পৃথক করা দায়।
সকালটা হেলায় বেশ দেরিতে শুরু হয়,
কুয়াশাচ্ছন্ন আকাশটা মন উদাস করে দেয়।

সূর্যটা দক্ষিণে না আসা পর্যন্ত কুয়াশা কাটে না
কুয়াশা না কাটা পর্যন্ত পাখিরা হাসে না।
বহুতল ভবনের ছাদে বসে ওরা সূর্য-স্নান করে,
কখনো সভা ডেকে জরুরি আলাপ সারে।

ফুলের বাগানগুলো উজ্জ্বল রঙে সজ্জিত হয়,
সূর্যমুখি, ডালিয়া, হলিহক, জিনিয়ার শোভায়।
নবান্নে কিষাণীরা খুশিতে পিঠা পায়েস বানায়,
নতুন নতুন শাক-সব্জী রসুইঘরে ঠাঁই পায়।

হেমন্তের এমনই এক দিনে এসেছিলাম এ ধরায়
সায়াহ্নের ঠিক আগে, অঘ্রাণের শেষ মাথায়।
তাই বুঝি হেমন্ত আমাকে এত নাড়া দিয়ে যায়,
ক্ষণস্থায়ী এ ঋতু তাই মনে মায়ার জাল ছড়ায়।


ঢাকা
২২ ডিসেম্বর ২০২২
(উত্তর গোলার্ধের হ্রস্বতম দিন, দক্ষিণায়ন)

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

বাকপ্রবাস বলেছেন: হেমন্তে কাটুক বারো মাস

২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। বাস্তবে তো সেটা সম্ভব নয় ভাই। তবে বাংলা মায়ের প্রতিটি ঋতুরই পৃথক পৃথক শোভা ও সৌন্দর্য রয়েছে।

২| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মো : সজিব হোসেন বলেছেন: Right

২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৭

ইসিয়াক বলেছেন: সকালটায় শীতের আমেজ আর হালকা কুয়াশার কারণে দিন দেরিতে শুরু হয় আর তাই দুপুরটা তাড়াতাড়ি পাততাড়ি গুটিয়ে বিকেলে আশ্রয় খোঁজে।
সেই সঙ্গে ঘন্টা হিসাবে দিনের পরিধিও ছোট।সম্ভবত এই কারণে হেমন্ত দ্রুত চলে যায় বলে মনে হয়।
শুধু পাখি নয় মানুষ সহ অন্যান্য প্রাণীরাও সূর্য স্নান করে... শীতের রকমারি শাকসবজি সত্যিই প্রকৃতির অমূল্য দান।

আবারও শুভেচ্ছা জন্মদিনের প্রিয় ব্লগার। ফিরে আসুক এমন দিন প্রতি বছর এই কামনা রইলো।
কবিতা ভালো লেগেছে।

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১১

খায়রুল আহসান বলেছেন: আপনার পর্যবেক্ষণ সবগুলোই ঠিক আছে। মনস্পর্শী মন্তব্যে প্রীত ও প্রাণিত হলাম।
ধন্যবাদ এবং শুভকামনা রইলো।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২১

নেওয়াজ আলি বলেছেন: আপনি কী কাশফুল দেখতে যাননি হেমন্তে। ছবি নাই হেমন্তে ঘুরে বেড়ানোর

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: কাশফুল মূলতঃ শরতের ফুল। হেমন্তেও থাকে, তবে সময়োত্তীর্ণ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০০

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

নতুন ধান করে তুলে, মারাই করে খড়ের গাদা তৈরি করতো। বিকাল থেকে চলতো খাবার আয়োজন। মহিষের মাংস আর খিচুরী।
ছোটবেলার দিনগুলো ভুলবো না।
আপনার কবিতা হেমন্তের ঘ্রাণ দিলো, নতুন অন্নের ঘ্রাণ।

২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: "আপনার কবিতা হেমন্তের ঘ্রাণ দিলো, নতুন অন্নের ঘ্রাণ" - আপনি স্বয়ং একজন কবি বলে কবিতাটির সাথে একাত্ম হতে পেরেছেন।
প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সহজ ভাষায় ছন্দময় হেমন্তের হাল্কা শীত মেশানো কবিতা ভালো লাগলো। শীত কালে শীতের তীব্রতার কারণে শীতের চেয়ে হেমন্ত এবং বসন্ত আমার কাছে ভালো লাগে। হেমন্ত কাল আসলে আমার মান্নাদের এই গানটা মনে পড়ে যায়।


আমার মনে হচ্ছে আপনি আপনার জন্মদিনে এই কবিতা লিখেছেন। তবে আমার ধারণা ভুলও হতে পারে।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১২

খায়রুল আহসান বলেছেন: প্রত্যেকটি ঋতুরই নিজস্ব সৌন্দর্য আছে। বয়স ভেদে মানুষেরও ঋতুর প্রতি আলোলাআ বদলাতে পারে।
কবিতাটা জন্মদিনে লিখিনি। লিখেছি জন্মদিনের কয়েকদিন পরে।
মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: মায়াবী হেমন্ত। হেমন্তের আগমনে হৈমন্তী শুকলা।

২৪ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১

খায়রুল আহসান বলেছেন: "হেমন্তের আগমনে হৈমন্তী শুকলা" - কথাটা চমৎকার!
সুন্দর মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৫০

সোহানী বলেছেন: হেমন্ত তো বুঝতে বুঝতেই শেষ। শীত এসেই বুঝিয়ে দেয় আমি এসেছি।..........

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: "হেমন্ত তো বুঝতে বুঝতেই শেষ। শীত এসেই বুঝিয়ে দেয় আমি এসেছি।.........." - একদম ঠিক কথা বলেছেন। আমিও মুখিয়ে থাকি হেমন্ত আগমনের পানে, কিন্তু আসতে না আসতেই শেষ!

ফেসবুকের ছবিতে দেখছি কানাডায় এখন প্রচণ্ড তুষারপাত হচ্ছে। কোথায় যেন দেখলাম তাপমাত্রা -৩৫ডিগ্রী। শুনলেও ভয় লাগে। সাবধানে থাকবেন।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৫

মুক্তা নীল বলেছেন:
কবিতা পড়ে বুঝতে পারলাম এই হেমন্ত ঋতুতেই আপনার জন্ম , তাই দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা নিন ।
অনেকদিন আগে খুব সম্ভবত গুলশান লেকের পারে বিকেলে হাঁটতে গিয়ে সদ্য ফোটা কিছু ফুলের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন এবং সেখানে আপনাকে বৈকালিক হেমন্তের শুভেচ্ছা দিয়েছিলাম ।
ভালো লাগলো , সুন্দর কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: জ্বী, এই হেমন্ত ঋতুতেই একেবারে শেষের ক'টা দিনের ভেতরে আমার জন্মদিনটা পড়েছে। জন্মদিনের শুভেচ্ছা'র জন্য অশেষ ধন্যবাদ।
"ভালো লাগলো , সুন্দর কবিতা" - প্রশংসায় এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৫

মিরোরডডল বলেছেন:




কি আশ্চৰ্য ! এই প্রথম আমি কাউকে হলিহক ফুলের কথা মেনশন করতে দেখলাম ।
ছোটবেলায় আমাদের বাসায় হলিহক ছিলো, বাবা বিভিন্ন রকমের ফুলের কালেকশন করতো ।
তারপর আর কোথাও দেখিনি, কারো মুখে শুনিনি । আজ এতো বছর পর !

সো ইউ আর এ ডিসেম্বর বেবি :)

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৫

খায়রুল আহসান বলেছেন: সে অনেকদিন আগের কথা। বাংলাদেশ স্বাধীন হবারও দুই এক বছর আগের। আমাদের ঢাকার বাসাটির সামনে ছোট্ট একটি বাগান ছিল। সেখানে "সূর্যমুখি, ডালিয়া, হলিহক আর জবা" ফুটতো। পরে হাস্নুহেনারও একটা গাছ লাগিয়েছিলাম। বাগানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমার বড় বোন, তার নির্দেশে আমার কর্তব্য ছিল প্রতিদিন বিকেলে খেলতে যাবার আগে গাছগুলোতে পানি দেয়া। সেই থেকে হলিহক এর নাম শুনেছি, এর পরে আমিও খুব একটা শুনিনি। দুঃখের বিষয়, আমার সেই বড়বোন, যিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, মাত্র পঞ্চাশ বছর বয়সে অনন্তলোকের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। তার ব্যাংকার স্বামী এবং কার্ডিওলজিস্ট ছোট সন্তানও ২০২০ সালে করোনার প্রথম দিকের আক্রমণে মাত্র দেড় মাসের ব্যবধানে সে যাত্রায় সামিল হয়েছেন। এখন পরিবারে তার বড় ছেলেই একমাত্র জীবিত রয়েছেন। আপনার মন্তব্যটা আমাকে অতীতে অনেকদূর টেনে নিয়ে গিয়েছে।

ইয়েস, আই এ্যাম এ ডিসেম্বর বেবী, এ "হেমন্ত বেবী" টু!
প্লীজ সী মাই ডিসেম্বর পোয়েম, হুইচ ইজ অলমোস্ট সিমিলার টু দিসঃ

December Days

December days in Bangladesh
Are the best of all!
Short and cool,
The gardens all around colourful,
Sprightly sunflowers worship the sun
New grains are stacked in the farmers’ barn.

New vegetables grown in farmlands,
Find their way into the kitchen stands.
The misty morning turns into a bright day
As the sun appears and the mist goes away.
In December, the afternoons are hard to find,
The noon seems to be in a hurry to hide behind.

Today is the Winter Solstice.
Very few people will take notice
Of the shortest day and the longest night,
Oh, how soon the day will go out of sight!
On such a short December day I was born
On a Sunday, just before the sun went down.

Dhaka
22 December 2022

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১১

মিরোরডডল বলেছেন:
মন্তব্যের সেকেন্ড শব্দটা বানান ভুল হয়েছে ।
আবার ট্রাই করছি ঠিক হচ্ছেনা, একই ভুল হচ্ছে :(



২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: সমস্যা নেই। টাইপো, এটা বোঝাই যায়।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩০

ডঃ এম এ আলী বলেছেন:




হেমন্ত অত তীব্র প্রখর বা মুখরা নয়, তাকে আলাদা করে দেখা যায় না,
ম্লান ধুসর আর অস্পষ্ট হেমন্তকাল শুধুই অনুভবের। অনেক রাশ ভারী
এবং শান্ত প্রকৃতির । সুন্দর ছন্দে ও নব ভাবনায় হেমন্ত বন্দনা করেছেন ,
পাঠৈ ভাল রাহল।
শুভেচ্ছা র্‌ইল

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: "ম্লান ধুসর আর অস্পষ্ট হেমন্তকাল শুধুই অনুভবের" - ঠিক বলেছেন। অন্যান্য ঋতুর মত এর সৌন্দর্য চোখে দেখার যতটা নয়, হৃদয়ে অনুভবের তার চেয়ে বেশি।
সুন্দর মন্তব্য এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম। ধন্যবাদ এবং শুভকামনা....

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

মিরোরডডল বলেছেন:




হুম আমাদের বাসায় ছিলো বাবার শখ করে করা ।
জবা ছিলো না কিন্তু সূর্যমুখি, ডালিয়া, হলিহক, কসমস, গোলাপ, জিনিয়া, দোপাটি, সন্ধ্যামালতী আরো ছিলো নাম মনে নেই ।
গ্রামের বাড়িতে ছিলো মাধবীলতা, হাস্নাহেনা, গন্ধরাজ, গেইটফুল ।
বাবাও নেই, ফুলগাছও নেই !
শুধু আছে শৈশবের স্মৃতি।


২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: জিনিয়ার কথাটা ভুলে গিয়েছিলাম। আপনি উল্লেখ করাতে মনে পড়ে গেল। ওটাও ছিল।

"বাবাও নেই, ফুলগাছও নেই ! শুধু আছে শৈশবের স্মৃতি।" - ধীরে ধীরে সবাই চলে যায়, একে একে!

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:




আমার সেই বড়বোন, যিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, মাত্র পঞ্চাশ বছর বয়সে অনন্তলোকের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।/sb]

আমার বড়পাও না ফেরার দেশে চলে গেছে, আমাকে অনেক স্নেহ করতো ।
কিন্তু সে যখন যায় অনেক ইয়াং এইজ ছিলো ।

শুনে খুব দুঃখ পেলাম বোনের হাজব্যান্ড আর ছেলেও করোনাতে চলে গেছে!
জীবন বড় বিচিত্র !

২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: "জীবন বড় বিচিত্র" - এই বৈচিত্রের সাথে আমরা একসময় ধাতস্থ হয়ে যাই, নতুন উদ্দীপনায় দিন শুরু করি।

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

মিরোরডডল বলেছেন:




পোয়েম ভালো লেগেছে ।
ডিসেম্বর আমারও প্রিয় মাস।
ডিসেম্বরের কোন একদিন আমার মায়ের কোলজুড়ে আসে এক বেবি গার্ল।
আমি যখন সেই বাবুটার ছবি দেখি কি ভীষণ ইচ্ছে করে কোলে নিয়ে আদর করতে, গালগুলো খেয়ে ফেলতে ।
কিন্তু হায় ! আমিতো কোনোদিন ওই বাবুটাকে আদর করতে পারবো না :(
ভাগ্যের কি নির্মম পরিহাস !!! :)

২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

খায়রুল আহসান বলেছেন: "আমিতো কোনোদিন ওই বাবুটাকে আদর করতে পারবো না" - কী হয়েছিলো ওর? অত্যন্ত মর্মস্পর্শী ভাগ্যের এমন নির্মম পরিহাস !!!

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৯

মনিরা সুলতানা বলেছেন: হেমন্ত গাঁথা দারুণ লেগেছে !
বছরের দীর্ঘতম রাতে লেখা কবিতা!

২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: "বছরের দীর্ঘতম রাতে লেখা কবিতা!" - কবিতাটা লিখেছিলাম বছরের হ্রস্বতম দিনে, পোস্ট করেছি 'বছরের দীর্ঘতম রাতে'।
কবিতার প্রশংসায় প্রীত ও প্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:৫৬

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: "আমিতো কোনোদিন ওই বাবুটাকে আদর করতে পারবো না" - কী হয়েছিলো ওর? অত্যন্ত মর্মস্পর্শী ভাগ্যের এমন নির্মম পরিহাস !!!

নির্মম পরিহাসের পর কিন্তু হাসির ইমোজি ছিলো ।
এটাতো সহজ ধাঁধা ।
কারণ ওই বাবুটাই আমি :)


২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: "নির্মম পরিহাসের পর কিন্তু হাসির ইমোজি ছিলো" - ওহ হো! ইমোজিটা তো খেয়ালই করিনি!
সো, ইউ টু আর এ ডিসেম্বর বেবি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.