নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আঁধারের ঢেউ

২০ শে জুলাই, ২০২৩ ভোর ৪:০৯

মাঝরাতের আঁধারে কেউ সমুদ্রে ঢেউ দেখতে যায় না,
তবুও প্রতিটি ঢেউ নিঃশব্দে এগিয়ে চলে তীর পানে,
কারও পদতল, কারও আঁখিকোণ, কারও দগ্ধ মন
শীতল করবে বলে।
তারারা সাক্ষী থাকে, তাদের সে আশা নিষ্ফল হয়!


তবে রাতজাগা কবিদের কেউ কেউ হয়তো
কল্পনায় তাদের দেখে বিমোহিত হয়।
নিকষ কালো আঁধারেও
তাদের সফেন, নিঃশব্দ অগ্রযাত্রা দেখতে দেখতে
স্বপ্নেই রচনা করে ফেলে একটি নিটোল কবিতা।


রিজাইনা, কানাডা
১৯ জুলাই ২০২৩

মন্তব্য ২৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ৭:৪৫

ঢাকার লোক বলেছেন: সুন্দর লিখেছেন, ছেলেবেলায় পড়া শরৎচন্দ্রের আঁধারের রূপের কথা মনে করিয়ে দিল!

২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:২১

খায়রুল আহসান বলেছেন: আপনিও সুন্দর বলেছেন, কবিতাটি লেখার সময় শরৎচন্দ্রের আঁধারের রূপের কথা আমার মনেও উঁকি দিয়ে গিয়েছিল।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

২| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ৯:১৬

ইসিয়াক বলেছেন: ভাবুক মন সর্বদাই কল্পনাপ্রবণ হয়।
একবার সমুদ্র দেখতে গিয়েছিলাম।সমুদ্রের কাছে যখন পৌঁছলাম তখন শেষ রাত।এর আগে আমি কখনও সমুদ্র দেখিনি। সম্ভবত সে কারণে চাক্ষুষ দেখার ইচ্ছেটা প্রবল ছিল ।রাত বলে তখন চারপাশ ঘন অন্ধকারে ঢাকা।অদেখা সমুদ্রকে দেখার দূর্নিবার ইচ্ছায় আমি সমুদ্রের আরো কাছে পৌঁছলাম কিন্তু তখনও তাকে দেখতে পেলাম না তবে ঢেউয়ের প্রচন্ড গর্জন শুনতে পেলাম।অগত্যা সেই মুহুর্তে আমি সমুদ্রকে কল্পনায় দেখতে চাইলাম।মনে মনে অনুভব করলাম।কিন্তু যখন আলো ফুটলো তখন সমুদ্রের বিশালতায় বিমুগ্ধ হলাম। কল্পনার রঙে হয়তো রঙিন হয় সব কিন্তু যে বস্তুুকে কল্পনা করা হয় তার কাছে না পৌঁছানো পর্যন্ত তার আসল রূপ ধরা পড়ে না।

২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:২২

খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই বলেছেন, "ভাবুক মন সর্বদাই কল্পনাপ্রবণ হয়"
প্রথম প্লাসটি রেখে যাবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মন্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতির কথা শেয়ার করায় প্রীত হলাম।

৩| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখা
ভালো লাগলো খুব

২১ শে জুলাই, ২০২৩ রাত ২:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আপনাকে পোস্টে পেয়ে আমারও ভালো লাগলো। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হলাম।

৪| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০৯

জাহিদ অনিক বলেছেন: প্রকৃতির নানা উপাদান মানুষের মনে নানা রকম প্রভাব ফেলে। আর সে মন যদি কবিদের মতন একটু বেশিই কোমল তাহলে তো সবকিছুই প্রভাবই ব্যাপকভাবে থাকে। সামুদ্রিক রাত্রির ঢেউ, প্রবল বাতাসের শব্দ, তারার আলো এসব নিয়ামক অবশ্যই কবি মনে প্রভাব ফেলে।

চমৎকার এই সুন্দর উপলব্ধি কাব্যিক আকারে ভালো লাগছে। আশা করছি কানাডাতে সুস্থ আর ভালো আছেন শ্রদ্ধেয় প্রিয় কবি।

২১ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: দীর্ঘদিন পরে আপনাকে ব্লগে এবং পোস্টে পেয়ে প্রীত হলাম। আশাকরি, কুশলেই আছেন।
"সামুদ্রিক রাত্রির ঢেউ, প্রবল বাতাসের শব্দ, তারার আলো এসব নিয়ামক অবশ্যই কবি মনে প্রভাব ফেলে" -জ্বী, অবশ্যই।
মন্তব্য মন ছুঁয়ে গেল, প্লাসে প্ররাণিত।

৫| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২১

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রাণিত।

৬| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৩

বাকপ্রবাস বলেছেন: রাতের সময়, সৌন্দর্য, আবেদন সেটা অন্য রকম। কেমন যেন ঘোর লাগানো, বাস্তবতা থেকে দূরে ঠেলে দেয়। যতো কল্পনা সব ভেসে উঠে রাতের আলোতে। দিনের আলোতে আবার ডুবে যায় চাঁদের মতো।
কবিতা সুন্দর

২২ শে জুলাই, ২০২৩ রাত ৩:৩৫

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
রাতের সৌন্দর্য নিয়ে বিশ্বব্যাপী অনেক কালজয়ী প্রবন্ধ এবং কাব্য ইতোপূর্বে রচিত হয়েছে।

৭| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৩

নজসু বলেছেন:




কল্পনার কিংবা স্বপ্নের সুন্দর একটা রাজ্য আছে বলেই কবিরা এতো সুন্দর সুন্দর কবিতা প্রসব করেন।

২২ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ভাবনা সবার মনেই আছে/আসে।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।

৮| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৩১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৯| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতা যে কেন আমার হাতে আসে না।
আপনার মতোণ একটা কবিতা লিখতে পারলে মনকে বুঝ দিতে পারতাম।

২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা যখন "এসে যায়", আমিও কেবল তখনই লিখি। অন্য সময় চেষ্টা করলেও কবিতা লিখতে পারি না। তখন মনে এটা সেটা যেসব অন্য ভাবনা থাকে, সেগুলো নিয়েই কিছু লিখি।

১০| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
রাতের আঁধারে আমি সমূদ্রের ঢেউ দেখতে গিয়েছিলাম।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: নিশ্চয়ই সে দৃশ্যটি অত্যন্ত মনোমুগ্ধকর ছিল!

১১| ২০ শে জুলাই, ২০২৩ রাত ১০:২২

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




হা ....হা.... রাতের আঁধারে যারা সমুদ্রের ঢেউ দেখেনি তারা জীবনের সব চেয়ে সুন্দর দৃশ্যটির দেখা পায়নি।

মরুভূমির জলদস্যুর মতো আমিও এক রাতের আঁধারে সমুদ্র দেখতে গিয়েছিলুম। সেটা ছিলো কোজাগরী পূর্ণিমার এক রাত। একেবার আঁধার রাত না হলেও "রাত" তো বটেই!
চাঁদের আলোর মুকুট পরে বালিয়াড়ির বুকে আছড়ে পড়া সমুদ্রের সেই ঢেউয়ের মোহময়ী রূপকে কল্পনায় নয়, বাস্তবেই দেখেছি । কিন্তু তাদের সফেন অগ্রযাত্রা দেখে দেখেও আজ অবধি কোনদিন স্বপ্নেও একটা কবিতা লিখতে পারিনি!

আঁধারের ঢেউ নিয়ে লিখতে বসা রাতজাগা এই কবিকে নিটোল একটি ধন্যবাদ, পুরোনো এক স্মৃতির জলে স্নান করিয়ে আনার জন্যে।
শুভেচ্ছান্তে।

২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: আমার পোস্ট পড়ে আপনি পুরোনো এক স্মৃতির জলে স্নান করে এলেন জেনে আমার এ পোস্টটিকে ধন্য ক্ষান করছি। অনেক ধন্যবাদ, এমন চমৎকার একটি মন্তব্যের জন্য।

২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১২

খায়রুল আহসান বলেছেন: উপস, 'ক্ষান' শব্দটা <<<< জ্ঞান হবে! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.