নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
লিমেরিক-১
ছিলেন এক হ্যাংলা-পাতলা কালো মতন ইউটিউবার,
মনে তার সাধ ছিল হবেন তিনি হিরো সবার।
পুলিশ বাধা দিল তাকে গান গাইতে,
কটু কথা শুনলেন গিয়ে ভোট চাইতে,
হেরে গিয়েও পেলেন তিনি 'হিরো' নামের অলঙ্কার।
লিমেরিক-২
দূর দেশে বসে দেখি সাদা মেঘ নীলাকাশে
সেটা ক্ষণিকেই হয়ে যায় ধূসর ও ফ্যাকাশে
কাক, চিল, শকুনের দেখা নেই
ঘুঘু, শালিক আর চড়ুই দেখেই
কেটে যায় সারাদিন মৃদুমন্দ বাতাসে।
রিজাইনা, কানাডা
০৪ অগাস্ট ২০২৩
০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:০২
খায়রুল আহসান বলেছেন: আমার জানা নেই।
২| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৫০
শায়মা বলেছেন: ভাইয়া সেই দূরদেশে কাক চিল নেই কিন্তু কত সব সুন্দর পাখি আছে না?
০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:৫৭
খায়রুল আহসান বলেছেন: জ্বী, ঠিক বলেছেন। মেলবোর্নে থাকতে সাদা কাকের মত এক ধরণের পাখি দেখতাম। লেজ-ঝোলা পাখিও দেখেছিলাম। তবে সেখানে সবচেয়ে বেশি শুনতাম ঘুঘু আর দোয়েলের ডাক। জলাশয়ের কাছে গেলে ডাহুক আর পানকৌড়ির ডাকও শোনা যেত।
৩| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:০০
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
লিমেরিক - ২ খুব সুন্দর হয়েছে।
রিজাইনা থেকে রিজাইন করে যখন "আনাডা" দেশে আসবেন তখন আবার কাক-চিল-শকুনদের দেখা পাবেন। মৃদুমন্দ নয়, গন্ধময় দূষিত বাতাসে কাটাতে হবে সারাদিন ........
০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: "লিমেরিক - ২ খুব সুন্দর হয়েছে" - অনেক ধন্যবাদ।
কানাডা থেকে আনাডা দেশে গেলে সেটাই হবে, জানি। তবে আনাডা দেশেও আজকাল আর চিল-শকুনদের দেখা যায় না।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৪| ০৬ ই আগস্ট, ২০২৩ ভোর ৪:৩৯
কামাল১৮ বলেছেন: ভাবছিলাম দুই নাম্বারে নুরুর কথা আসবে, না আশায় হতাস হলাম।
০৬ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: আশা-হতাশা আর স্বপ্নভঙ্গ নিয়েই আমাদের জীবন। সো, চীয়ার আপ, ব্রাদার!
৫| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪২
শেরজা তপন বলেছেন: একে লিমেরিক বলে জানা ছিল না।
প্রথমটা হিরো আলমকে নিয়ে সম্ভবত।
একটু ভিন্নধর্মী তবে দারুণ হয়েছে
০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: জ্বী, মোটা দাগে বলা যায়,
* অষ্টাদশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে লিমেরিক লেখার প্রচলন শুরু হয় এবং কবি এডওয়ার্ড লীয়ার একে জনপ্রিয় করে তোলেন। তবে অনেকে বলেন, আয়ারল্যান্ডের লিমেরিক নামে এক কাউন্টিতে নিয়মিত এ ধরণের কবিতার চর্চা হতো এবং সেখান থেকেই লিমেরিক নামটা নেয়া হয়েছে। সেখানে অবসরপ্রাপ্ত সৈনিকরা এবং ওয়ার ভেটেরানরাও কবিতার আসরে যোগ দিত এবং যুদ্ধক্ষেত্রের নানারকমের চুটকি নিয়ে লেখা লিমেরিক পাঠ করা হতো।
* ১৮৪৬ সালে প্রকাশিত তার বই এ বুক অভ ননসেন্স এ এডওয়ার্ড লীয়ার লিমেরিক লিখে জনপ্রিয়তা পান। তিনি জীবনে মোট ২১২টি লিমেরিক লিখেছিলেন, যেগুলোকে তখন ননসেন্স লিটারেচার নামে আখ্যায়িত করা হয়।
* লিমেরিক সাধারণতঃ ৫ লাইনের হয়ে থাকে, কিছুটা ব্যঙ্গাত্মক এবং ঝাঁঝালো। আমার লিমেরিক দুটো ৫ লাইনের শর্ত পূরণ করেছে ঠিকই, তবে পরের শর্তটা মোটেই পূরণ করে নাই।
* এতে AABBA রাইম স্কীম অনুসরণ করা হয়, অর্থাৎ ১ম, ২য় ও ৫ম লাইনে পারস্পরিক অন্ত্যমিল থাকবে, ৩য় ও ৪র্থ লাইনেও পারস্পরিক অন্ত্যমিল থাকবে তবে সেটা আগের তিনটির চেয়ে পৃথক এবং হ্রস্বতর হবে। আমার লিমেরিক দুটোই এ শর্তটা পূরণ করেছে।
* লিমেরিক এর প্রথম লাইনে সাধারণতঃ কোন ব্যক্তি বা স্থান কে ইন্ট্রোডিউস করা হয়। আমার লিমেরিক দুটোই এ শর্তটা পূরণ করেছে।
* আমি দেখেছি, বাংলা লিমেরিকের লাইনগুলো ইংরেজীর চেয়ে একটু বড় হয়। স্বভাবগতভাবে বাঙালিরা একটু বাচাল বলেই হয়তো এমনটি হয়। কম কথায় কিছু বলাটা বাঙালির পক্ষে একটু কষ্টেরই বৈকি। ইংরেজীর ১, ২ আর ৫ নম্বর লাইনে সাধারণতঃ ৬/৮/১০/১২টি সিলেবল থাকে। ৩ আর ৪ নম্বরে থাকে ৫/৭/৯ টি। সে জায়গায় বাংলায় থাকে সাধারণতঃ যথাক্রমে ৮ থেকে ১৮টি এবং ৬ থেকে ১২টি পর্যন্ত।
এবারে আসি অন্য কিছু কথায়। লিমেরিক লেখা বেশ কঠিন, এর মূল কারণ স্পেসের অভাব। অল্প কথায় একটি চিত্র তুলে ধরতে হয় এবং অনেক শর্তের দিকে খেয়াল রাখতে হয়। বিশেষ করে ৫ম লাইনটি লিখতে গিয়ে মনে হয়, ইস আরেকটু বেশি যদি কিছু শব্দ যোগ করা যেত! এটা শুধু আমার কথা নয়। নীচের লিমেরিকটিতে দেখুন, এক জাপানি কবি নিয়ে লিখিত একটি লিমেরিকের ৫ম লাইনে স্পেসের জন্য কতটা আঁকুপাকু প্রকাশ পেয়েছেঃ
There was a young man from Japan
Whose limericks never would scan.
And when they asked why,
He said "I do try!
But when I get to the last line I try to fit in as many words as I can."
দেখুনু, তার ৫ম লাইনটি কত বড় হয়ে গেছে! এটা লিমেরিকের শর্ত পূরণ করে নাই, যেমন করে নাই আমার প্রথমটাও। সেটা অল্পের জন্য ব্যর্থ হয়েছে, অন্ততঃ এটার চেয়ে বেটার (শুধুমাত্র ৫ম লাইনের কথা বলছি)।
লিমেরিকের মধ্যে অল্প কথায় ব্যঙ্গ কিংবা ঝাঁঝালো সমালোচনা ফুটিয়ে তোলা এক দুরূহ ব্যাপার। দেখুন, নীচের লিমেরিকটা সে কথাই বলেছে কত সুন্দর করেঃ
The limerick packs laughs anatomical
Into space that is quite economical.
But the good ones I've seen
So seldom are clean
And the clean ones so seldom are comical
আমারগুলো good ones কিনা জানিনা, তবে সেগুলো clean ones (অর্থাৎ সেখানে ব্যঙ্গ বা ঝাঁঝ নেই) আর তাই সেগুলো so seldom are comical এর পর্যায়ে পড়ে।
এবারে একটা উৎকৃষ্ট বাংলা লিমেরিকের নমুনা দেখুন। এখানে বড় তিনটে লাইনে ১৪টি সিলেবল আছে, মাঝখানের ছোট দুটিতে আছে ১০টি করে। প্যারামিটার ঠিক আছে।
দাঁতনবাসী এই বুড়োটার নামটি প্রতুল জানা,
ডিনার খেত একখানা বিন একটা মটর দানা।
স্বল্পাহারের কারণটা তার সোজা,
"এর বেশিতে জমবে মেদের বোঝা;"
স্বাস্থ্যচেতন এই বুড়োটার বেশি আহার মানা।
একে লিমেরিক বলে জানা ছিল না - আপনার এ লাইনটি পড়ে ইচ্ছে হলো আপনার এবং অন্যান্য আগ্রহী পাঠকের জন্য (যেমন কাছের-মানুষ) লিমেরিক সম্বন্ধে একটু কিছু লিখি। তাই এত কিছু উদাহরণসহ উল্লেখ করলাম। আপনারা অনেক ব্যস্ত মানুষ, আপনার সাম্প্রতিক একটা মন্তব্য বা প্রতিমন্তব্য থেকে জানতে পারলাম, স্বাস্থবিধি (পর্যাপ্ত ঘুম) মেনে চলে কত কষ্ট করে দিনের ২৪টি ঘণ্টা থেকে আপনি প্রতিদিন ব্লগিং এর জন্য ৩/৪ ঘণ্টা বের করে আনেন! তাই আশাকরি আমার এ দীর্ঘ প্রতিমন্তব্যটাকে আপনি আপনার সময়ের অপচয় বা আমার পাণ্ডিত্য জাহির জ্ঞান করবেন না, প্লীজ।
আপনার মন্তব্যের দ্বিতীয় লাইনটিতে ব্যক্ত আপনার অনুমান সঠিক। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৬| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:২৯
কাছের-মানুষ বলেছেন: আমারও জানা ছিল না একে লিমেরিক বলে। আপনার লেখা সব সময়ই ভাল হয়, এই দুটো লিমেরিকও তার ব্যাতিক্রম নয়।
০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে উৎসাহ ও প্রেরণা দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
"আমারও জানা ছিল না একে লিমেরিক বলে।" - ঠিক উপরের মন্তব্যটির উত্তরে লিমেরিক সম্বন্ধে একটা সাধারণ ধারণা দেয়ার চেষ্টা করেছি। আশাকরি, একবার দেখে নেবেন। তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।
৭| ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার লিমেরিক - ১ পড়ে আমার কেন যেন মনে হচ্ছে সেই হিরো একদিন সংসদে বসে ব্ক্তৃতা দেবে।
০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: অসম্ভব নয়, তবে সেটা দুরাশা বলেই মনে হচ্ছে আপাতত:।
৮| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৪
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
তবে বলেছেন, " আনাডা দেশেও আজকাল আর চিল-শকুনদের দেখা যায় না।" মনে হয় "চিল-শকুন"দের কথাটি আপনি সম্ভবত ঠিক বুঝতে পারেন নি। ওরা আকাশে ওড়া প্রানী নয়, মাটিতে বিচরণশীল প্রানী যাদের কাজই হলো খুবলে খুবলে খাওয়া।
০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: ওহ হো হো, খুবই সরি!
ঠিকই ধরেছেন, আমি সেটা বুঝতে পারিনি।
আজকাল আকাশে চিল শকুন দেখা যায় না, কিন্তু পাতালে ওদেরই অবাধ বিচরণ এবং জয়জয়কার!
৯| ০৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫০
করুণাধারা বলেছেন: আপনার লেখা লিমেরিক আগে পড়েছি কিনা মনে করতে পারছিনা। ভালো লেগেছে দুটো লিমেরিকই।
০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: লিমেরিক আগে অল্প কয়েকটা লিখেছি মাত্র। দুটো কিংবা তিনটে পোস্ট আছে এখানে হয়তো, প্রতিটিতে দুটো করে লিমেরিক সহ।
ভালো লেগেছে জেনে ভালো লাগল। আর প্লাসের দ্বারা প্রাণিত।
১০| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
গতকাল রাতে ঘুমের ঘোরে এক নজর দেখে
ভাল লাগা জানিয়ে গিয়েছিলাম ।
সবগুলি বৈশিষ্ট ঠিক রেখে ছোট ৫ লাইনের
লিমেরিক লেখা চাট্টিখানি কথা নয় ।
মনে পরে প্রায় ২ শত বছর অগে
Edward Lear লেখা লিমেরিক
BOOK OF NONSENSE
এর কথা ,যেখানে প্রায় শতাধিক
লিমেরিক রয়েছে বিভিন্ন দেশের
যুবা ও বুড়ো নর নারীকে নিয়ে
রঙ্গরসে ভরা মঝাদার লিমেরিক নামা ।
There was an Old Derry down Derry,
Who loved to see little folks merry;
So he made them a Book,
And with laughter they shook,
At the fun of that Derry down Derry!
প্রথমটি বলাই যায় আমাদের দেশের হিরো আলমের কথা ঈঙ্গিত করে।
লিমেরিক যতার্থ হয়েছে । তবে এই হিরো মনে হয় জিরো হওয়ার পথে
নীজেই এগিয়ে যাচ্ছে দ্রুত লয়ে । আজকে দৈনিক জনকন্ঠের অনলাইন
ভার্ষানে দেখলাম হিরো নাকি বিএনপি নেতা রিজভির নামে মামলা দেয়ার
জন্য নীজেই ডিবি কার্যালয়ে করেছিল গমন । এমনতর করতে থাকলে
উপরের লিমেরিক এর শেষ কথা Derry down Derry! এর মত
Hero down Hero! হতে সময় বেশী নিবে বলে মনে হয়না ।
দ্বিতীয় লিমেরিক টাও বেশ সুন্দর হয়েছে ।
রিজাইনাতে দেখা যায় কিনা জানিনা তবে
কানাডাতে প্রায় ১১ জাতের চিল রয়েছে যার মধ্যে
নীল আকাশে উড়ন্ত রেড রাইডাল হক নামের চিল
এবং প্রায় সারা বছর কানাডায় দেখা যাওয়া দাড় কাকের
মত বড় আকারের করবিড নামে পরিচিত কমন রেমেন ক্রো
দেখা যায় বলে জানা যায় -
তবে আমাদের দেশের মত মর্তবাসী কাক চিল শকুনের
দেখা কানাডায় পাবেন না তা হলফ করে বলতে পারি ।
শালিকের কিচির মিচির , চরই এর ফুরুত ফারুত
আর ঘুঘুর মিষ্টি মধুর ডাক এখানেও যেমন সেখানেও
তেমন , ভাল সকল সকল জায়গায় সমান তালে ভাল।
মনে হয় দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে ।
দোয়া করে নির্বিগ্নে নিরাপদে সহিসালামতে
যেন নীজ ভুমে ফিরে এসে মাতিয়ে তুলেন প্রায়
ম্রিয়মান আমাদের প্রিয় সামু ব্লগ বাগান খানা।
আরেকটি কথা, বিখ্যাত BOOK OF NONSENSE
এর মত রচিত হোক আপনার হাতে বাংলায় লেখা
রঙ্গরসে ভরা সুন্দর আরো একটি লিমেরিক নামা ,
আমাদের সাহিত্য জগত পুর্ণ হোক ষোল আনায়।
শুভেচ্ছা রইল
০৮ ই আগস্ট, ২০২৩ রাত ২:০৩
খায়রুল আহসান বলেছেন: ছবিসহ দীর্ঘ মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ। একটি মন্তব্য দিয়ে কিভাবে একজন লেখককে উৎসাহ ও প্রেরণা যোগানো যায় এবং একই সাথে তার পোস্টকেও সমৃদ্ধ করা যায়, এ ব্লগে আপনার মন্তব্যগুলো তার জ্বলন্ত দৃষ্টান্ত।
আপনার এ তথ্যবহুল মন্তব্যটি পড়ার আগে ৫ নং প্রতিমন্তব্যে আমিও Edward Lear এবং BOOK OF NONSENSE এর নামোল্লেখ করে লিমেরিক এর ইতিহাস সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি। উইকিপিডিয়াই আমার আলোচনার প্রধান তথ্যসূত্র। আপনার মন্তব্যটা সে আলোচনাকে আরেকটু সমৃদ্ধ করেছে। Hero down Hero! সম্পর্কে আপনার মন্তব্যের সাথে আমি একমত।
"তবে আমাদের দেশের মত মর্তবাসী কাক চিল শকুনের দেখা কানাডায় পাবেন না তা হলফ করে বলতে পারি" - জ্বী, একদম ঠিক কথা। ৩ নং মন্তব্যে আহমেদ জী এস ও তীর্যকভাবে সে কথাটা বোঝাতে চেয়েছেন, যা আমি প্রথমে ধরতে পারিনি।
মনে হয় দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে - জ্বী, তা আসছে, কিন্তু স্যুটকেস গোছাতে অসহ্য লাগছে।
চমৎকার মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
আপনি পরেরবার দেশে এলে একটু জানিয়ে আসবেন (যদি কোন অসুবিধে না হয়)। আপনাদের মত সজ্জন ব্যক্তিদের সাথে চাক্ষুষ দেখা করে ব্যক্তিগতভাবে আলাপ পরিচয় করতে ইচ্ছে হয়।
১১| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হলাম।
১২| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৩
আমি সাজিদ বলেছেন: চমৎকার। আশা করি ভালো আছেন।
০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৪
খায়রুল আহসান বলেছেন: জ্বী, আলহামদুলিল্লাহ, ভালো আছি।
মন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ।
১৩| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১:০০
কাছের-মানুষ বলেছেন: লিমেরিক নিয়ে আপনার উত্তরটি পড়লাম, বেশ সময় নিয়ে বিস্তারিত লিখেছেন। সত্যিই নতুন কিছু জানলাম। সব কিছু পড়ে মনে হল লিমেরিক লেখা কঠিন, তবে মাঝে মাঝে লেখবেন আশা করি।
০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪২
খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। মাঝে মাঝে লিমেরিক লেখার অনুরোধটি মনে থাকবে।
১৪| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৩
শেরজা তপন বলেছেন: ওরে বাপরে! লিমেরিকের একেবারে খুঁটিনাটি তুলে ধরেছেন।
বেশ পরিশ্রম করেছেন মন্তব্যের উত্তর দেবার জন্য তা বোঝা যায়।
আন্তরিক কৃতজ্ঞতা এমন প্রতিউত্তরের জন্য।
১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০১
খায়রুল আহসান বলেছেন: "বেশ পরিশ্রম করেছেন মন্তব্যের উত্তর দেবার জন্য তা বোঝা যায়" - আপনার এবং কাছের-মানুষ এর মন্তব্যগুলোই তো সে পরিশ্রমকে সার্থক করে দিল! এজন্য আপনাদের উভয়কে আন্তরিক ধন্যবাদ।
১৫| ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪২
নীল-দর্পণ বলেছেন: ৩নং মন্তব্যের প্রতি উত্তরের প্রেক্ষিতে বলতেই হচ্ছে আনাডা দেশে চিলের অভাব হলেও প্রতি বছর আমারা যেই বিল্ডিংয়ে থাকি তার ট্যাংকির উপর চিল বাসা করে বাচ্চা দেয়। সেই সময় ছাদে উঠলে লাঠি হাতে যেতে হয় ছোঁ থেকে বাঁচতে! কারো চিল দেখবার শখ হলে দাওয়াত দিতে পারি।
১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ তো! বাসার উপরে চিলের বাসা!
আমাদের সামনের বিল্ডিংটা যখন নির্মাণাধীন ছিল, তখন সেখানে এক পেঁচা দম্পতি বাসা বেঁধেছিল। সন্ধ্যার পর থেকে সারারাত আমাদের বাসার দিকে মুখ করে তাকিয়ে থাকতো। রাতের বেলায় ব্যালকনিতে দাঁড়ালেই তাদের দেখা পেতাম। এরকম প্রায় দুই তিন বছর ছিল। নির্মাণ কাজ সমাপ্ত হবার পর বিল্ডিংটায় যখন লোকজন উঠে গেল, তখন ওরা অন্য কোথাও চলে গেল।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
১৬| ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: বেশ তো ।
১৮ ই আগস্ট, ২০২৩ ভোর ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
হিরো আলমরা প্রতি জাতিতে দেখা যায়?