নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ এক নিশীথেই

০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪১

আজকে আমার মনটা খারাপ,
মনটা খারাপ, মনটা খারাপ;
অকারণেই মনটা খারাপ!
কেন খারাপ, কেন খারাপ?
বলেছি তো, কারণ ছাড়া
অকারণেই মনটা খারাপ,
খারাপ গেল দিনটা আমার অদ্য!

তবু, মন খারাপে চিন্তা নেই,
নিদ্রা যাবো ভারী বুকেই,
পাহাড় এসে দাঁড়াবে পাশে,
ভোরের পাখি ডাকবে শাখে,
স্বপন এসে চুমিয়ে যাবে,
এক নিশীথেই বদলে যাবে
মন খারাপের পদ্য!

এভাবেই আমার শেষ হয়ে যায়
বিষণ্ণতার সকল পদ্য, সকল গদ্য।
ভোরের আযান, ভোরের আলো,
ঘুচিয়ে দেয় সকল কালো,
নতুন প্রভাত, নতুন শক্তি
নিরাময় করে মনের আর্তি,
প্রভাতকালীন সূর্যোদয়ে সুখ ফিরে পাই, সদ্য।




ঢাকা
৩১ অগাস্ট ২০২৩

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৮

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মন যতই খারাপ থাকুক, ভোর চারটার সময়টা একেবারেই আলাদা, এইজন্যই বোধহয় এই সময়টাকে হ্যাভেন টাইম ধরা হয়। আর সব ধর্মেই প্রায়োরিটি দেয়া হয়েছে। ভোরের আলোর সাথে সাথে মন ও ভালো হয়ে যায়। আপনার মন খারাপ দূর হয়ে যাক। শুভকামনা আপনার জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: প্রত্যুষের সময়টা সত্যিই যেন একটা স্বর্গীয় সময়। এটা বোধহয় মানুষই একটু কম বোঝে; পশুপাখি, অন্যান্য প্রাণী, উদ্ভিদ- এরা সবাই ভালো বোঝে।
ধন্যবাদ আপনাকে, প্রথম এই মন্তব্যটির জন্য, এবং অবশ্যই খুব সুন্দর একটা মন্তব্যের জন্য।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনি ভ্রমন কাহিনী লিখেন, কবিতা লিখেন এবং ছবি তুলেন। কিন্তু দেশের সমস্যা নিয়ে লিখেন না কেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: দেশের সমস্যা নিয়ে ভাবি না, তা নয়। তবে এসব নিয়ে লিখার সর্বোত্তম স্থান, কাল পাত্র এখন বা এটা নয়।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্যে প্রীত হলাম।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

ইসিয়াক বলেছেন: কোন কোন দিন এমনি এমনি মন খারাপ হয়। তারপর হঠাৎ ই কোন কারণে অথবা অকারণেই সব ঠিক ঠাক।অনেক সময় নিজের মনের গতি প্রকৃতি নিজেই ধরা যায় না। আমার মনে এটা জীবের ধর্ম। আমি এধরণের অকারণ মন খারাপের নাম দিয়েছি দুঃখ বিলাশ।
ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: পোস্টে প্রথম প্লাসটির জন্য অসংখ্য ধন্যবাদ।
দুঃখবিলাস কিন্তু একটি মানসিক রোগের পর্যায়ে পড়ে। ডিপ্রেসড মাইন্ড থেকে এর উৎপত্তি। আমি অতটা গভীর দুঃখবোধের কথা বলছি না। আপনি যেমনটি বলেছেন "কোন কোন দিন এমনি এমনি মন খারাপ হয়", সে রমকমই একটি অপ্রকাশযোগ্য দুঃখবোধের কথা মাথায় ছিল কবিতাটি লেখার সময়। সৌভাগ্যের ব্যাপার, আমার কোন দুঃখবোধ সাধারণতঃ এক রাত্রির বেশি স্থায়ী হয় না। তবে ব্যতিক্রম তো থাকেই।
অনেক, অনেক শুভেচ্ছা! আপনার আবৃত্তির কোর্স কেমন চলছে?

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: সকল মন খারাপ শেষে এসে "প্রভাতকালীন সূর্যোদয়ে সুখ ফিরে পাই,সদ্য।" এটাই শ্রেষ্ঠ কথা।
ভালো লেগেছে প্রতি স্তবকের শেষে একটা বিশেষ ছন্দের মিল রেখেছেন দেখে।এই ধরনের কবিতাগুলো সমবেত কণ্ঠে আবৃত্তি করলে বেশ ভালো লাগবে++

শুভেচ্ছা স্যার আপনাকে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: "এই ধরনের কবিতাগুলো সমবেত কণ্ঠে আবৃত্তি করলে বেশ ভালো লাগবে" - এমন করে আগে ভাবিনি। তবে এখন মনে হচ্ছে, আপনি ঠিকই বলেছেন।
মন্তব্য, প্লাস এবং শুভেচ্ছার জন্য অশেষ ধন্যবাদ।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতা ভালো লেগেছে স্যার। আপনার মন ও শীরর প্রফুল্ল আর সুস্থ থাকুক এটাই প্রত্যাশা থাকছে। ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং উৎসাহ দেয়া মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দেশের সমস্যা নিয়ে ভাবি না, তা নয়। তবে এসব নিয়ে লিখার সর্বোত্তম স্থান, কাল পাত্র এখন বা এটা নয়।

বিরক্ত না হয়ে আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যে আমি বিরক্ত হবার মত কিছু পাইনি। আপনি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, আমি সদুত্তর দিয়েছি। তবে আপনার প্রশ্নের উত্তরে আরও অনেক কিছু বলা যেত; আমি বলিনি।
পুনঃ মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৬

ইসিয়াক বলেছেন: আবৃত্তি কোর্স অনেক ভালো লাগছে।প্রতি সপ্তাহে অনেক নতুন কিছু শিখছি।বানান, উচ্চারণ! কত কিছু যে ভুল জানি বা পারি না ভাবতে অবাক লাগে।সত্যি শেখার শেষ নেই । জানতে শিখতে বেশ ভালো লাগছে। শুধু একটি কবিতা নয় কবিতাটি লেখার পেছনে গল্প, সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারছি এবং পুলকিত হচ্ছি। কোন কোন কবিতা যে ভিন্ন ভিন্ন স্বর প্রক্ষেপণে পড়লে ভিন্ন মাত্রায় প্রকাশিত হয় আগে জানা ছিল না। আসলে আবৃত্তির মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে যদি সঠিক স্বর প্রক্ষেপণ সঠিক আবেগে পাঠ করা যায়, শ্রোতার হৃদয় স্পর্শ করবেই । তবে প্রচুর অনুশীলন করা চাই।নিয়মিত কন্ঠ চর্চা করতে হয় স্বরকে নিয়ন্ত্রণে রাখতে হবে সবার আগে।
ও হ্যাঁ তাই বলে লেখাপড়া বন্ধ নেই। কবিতা লিখছি।গল্পও লিখছি।পোস্ট দিলে সময়ের অভাবে প্রতিমন্তব্যে দেরি হয়ে যাচ্ছে সেজন্য পোস্ট দিচ্ছি না আপাতত।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: খুবই ভালো লাগছে এটা জেনে যে আপনি একটা ইতিবাচক বৃত্তি নিয়ে সময় অতিবাহিত করছেন এবং তা পুরোপুরি উপভোগ করছেন। আশা করি, এ কোর্স সম্পন্ন করার পর আপনার অভিজ্ঞতা বহু ধারায় প্রবাহিত হবে এবং আপনার লেখা ও কণ্ঠের মানকে আরও অনেক উন্নত করবে।
ভালো থাকুন, শুভেচ্ছা রইলো।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



কারণ ছাড়াই অপনার মন খারাপ
জগত সংসারে তাই কি কভু হয়
পুরা বিষয়টাই হয়ত বা ধারণা
না হয় কিছু একটা ত হবেই
হয়তো পুরানো ব্যাথা না হয় কুসংবাদ,
না হয় ভুলে যাওয়া স্মৃতির পুণজাগরণ
অথবা পড়ন্ত জীবনে নিভু নিভু আলোই
চোখ পেদানো যন্ত্রনায় বই পড়া
কিংবা ঘুমন্ত আত্মার চটকানী বা
ফেটে যাওয়া হৃদয়ের জল বসন্ত
এসবের কিছু একটাতো হবেই ।
বলি তাই , মনে মনে খুঁজে যান
যে করেই হোক যন্ত্রনা ভুলে যান
খোলা জানালার কাছে দাঁড়িয়ে
পড়ন্ত বেলার রোদ দেখেন তাকিয়ে
একাত্ম হোন শান্ত স্নিগ্ধ রোদের সাথে
অথবা উঠোনের কোণে বেড়ে উঠা
ফুলে ফলে ভরা গাছের ছায়া তলে
হেলান দিয়ে বসে কিংবা দাঁড়িয়ে
পুরানো অংকের হিসাবটা মিলান
ভাবুন অনাগত দিনে সুখের মিলন
দুর হয়ে যাবে মন খারাপের পদ্য ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: বাহ, মন্তব্য করতে গিয়ে তো চমৎকার একটি কবিতাই লিখে ফেললেন!
"খোলা জানালার কাছে দাঁড়িয়ে
পড়ন্ত বেলার রোদ দেখেন তাকিয়ে
একাত্ম হোন শান্ত স্নিগ্ধ রোদের সাথে
অথবা উঠোনের কোণে বেড়ে উঠা
ফুলে ফলে ভরা গাছের ছায়া তলে
হেলান দিয়ে বসে কিংবা দাঁড়িয়ে"
- চমৎকার! আমি তো অহরহ তাই করে থাকি। তারই কয়েকটা ছবি নীচে দিচ্ছিঃ





মন্তব্য, প্লাস এবং শুভেচ্ছার জন্য অশেষ ধন্যবাদ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার অনুভূতির সরল প্রকাশ!

ভাল থাকবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রশংসায় প্রাণিত।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




মন খারাপের আসলেই কোনও ঠিক ঠিকানা থাকেনা। মনটা যে উড়াল পাখি, কখন কোথায় যে উড়াল দেয়!!!!!!

জীবনের সত্যটা হলো এই --- রাতের আঁধার কাটাতে যেমন প্রভাত সূর্য্য ওঠে তেমনি মন খারাপের আঁধার কাটাতেও "মন ভালো" এসে হাজির হয়ে যায়, সকালের সূর্য্যের মতোই। তখন মন পাখি ডানার ক্লান্তি ঝেড়ে আবার সূর্য্যের আলোয় ডানা ঝাঁপটায়.......

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: "মন খারাপের আসলেই কোনও ঠিক ঠিকানা থাকেনা। মনটা যে উড়াল পাখি, কখন কোথায় যে উড়াল দেয়!!!!!!" - সেরকমই হয় আমার মাঝে মাঝে।
চমৎকার একটি প্রেরণাদায়ক মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মাঝে মাঝে একটু আধটু মন খারাপ কি খারাপ? আমার তো মনে হয় খারাপ না।
এই ধরুন, মন খারাপের সময়ে মন খারাপের গান/কবিতাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে সুবিধা হয়।

যাই হোক, কবিতায় পজিটিভ এনার্জি পেলাম। ভাল লেগেছে।
আশা করি প্রতিটা দিন আপনার আনন্দের দিন হোক।

হাসিখুশি থাকবেন, অনেক ভাল থাকবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: মন খারাপ হওয়াটা খারাপ কিছু নয়। আমি তো মন খারাপ হলেই ভালো কিছু সৃষ্্টি করতে পারি। তাই এ ব্যাপারে আপনার প্রথম কথাটার সাথে আমি একমত।
কবিতায় পজিটিভ ভাইব পেয়েছেন জেনে ভাল লেগেছে। মন্তব্য, শুভকামনা এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

জাহিদ অনিক বলেছেন: মন খারাপের কারণ খুঁজে বের করা আসলেই দূরহ কাজ। কারণ খুঁজে বের করতে গেলে মন খারাপটা আর উপভোগ করা হয়ে ওঠে না হয়ত। আপনি যেভাবে বললেন, পাহাড় এসে দাঁড়াবে পাশে -
এরকম পাহাড় পাশে এসে, বুকে এসে দাঁড়ায় বলেই কবিতা আসে।

মির্জা গালিবের একটা লাইন মনে এসে গেলো -

dil hi to hai na sang-o-khisht dard se bhar na aaye kyon?

Tis a heart’s, neither brick’s nor stone’s domain,
Why wouldn’t it overflow with pain?

এটা তো হৃদয়, কোমল বড্ড, নরম জিনিস-
কোনও শক্ত ইট পাথর তো আর নয়-
কেন ভরে আসবে না এ হৃদয়।


কবিতায় প্লাস!

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: মির্জা গালিবের চমৎকার লাইনটা উদ্ধৃত করার জন্য ধন্যবাদ।
মনে উদারতা থাকলে মনখারাপের সময়টাকেও উপভোগ করা যায়।
মন্তব্য ও প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.