নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সুপ্রভাত!

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৭:১২



পূব আকাশের আলোর প্রভায়,
প্রভাত পাখিরা ডানা ঝাপটায়।
সড়ক বাতিটা নেভার প্রতীক্ষায়
শেষ আলোটুকু নীরবে বিলায়।

পথের উপর গাছের ছায়া
চোখে ও মনে লাগায় মায়া।
দিন শুভ হোক সবার আজি,
মা'বুদ, তুমি থেকো রাজি!


ঢাকা
২১ মার্চ ২০২৪
ভোর পাঁচটা পঁয়ত্রিশ


মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রভাত।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: সুপ্রভাত। ভালো আছেন আশা করি।
ভালো থাকুন, কবিতায় থাকুন।

২| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৫১

জ্যাক স্মিথ বলেছেন: সুপ্রভাত! জনাব খায়রুল আহসান। বৃষ্টিস্নাত সকালের আজকের এই পরিবেশটি সত্যিই অনেক স্নিগ্ধ। ছবি দুটি দারুণ লাগছে।

আপনার আজকের এই দিনটি আনন্দময় হউক সে প্রত্যাশাই রাখছি।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও সুপ্রভাত। আশা করি ভালো আছেন।
প্রথম ছবিটা গতকাল সকালের, দ্বিতীয়টা আজ সকালের।
কবিতা পাঠ এবং শুভেচ্ছাবার্তার জন্য অনেক ধন্যবাদ।

৩| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সুপ্রভাত, শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই।

আশা করি ভালো আছেন।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: সুপ্রভাত, আমি ভালো আছি।
ধন্যবাদ, পোস্টটা লাইক করার জন্য।

৪| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সুপ্রভাত।
শুভ সকাল।
সুদিবস।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি।
সারাদিন আমি যেন ভালভাবে চলি।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: বেশ, বেশ! সবগুলো কথাই সুন্দর।
মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

৫| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৪২

শেরজা তপন বলেছেন: অনেকদিন পরে পেলাম আপনাকে ব্লগে, আমিও আজ সকালে বের হয়েছিলাম।
ভাল থাকুন নিরন্তর।

২২ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: জ্বী, অনেকদিন ধরেই কিছু লিখতে ইচ্ছে হচ্ছে না, পড়তেও না। অথচ, লেখার ছিল অনেক কিছুই, পড়ারও।
"আমিও আজ সকালে বের হয়েছিলাম" - আপনি কী দেখলেন? ছবি দিন।
মন্তব্য, প্লাস এবং আন্তরিক শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ।

৬| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৪৭

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি বেশ সুন্দর, মুগ্ধ হয়ে পড়লাম।
ছবিদুটো দেখে মনে হচ্ছে কিছুটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি-বেজা ভোর!

২২ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: সন্ধ্যারাতে বৃষ্টি হয়েছিল; ছবি তুলেছি প্রথমটা সূর্য ওঠার প্রায় আধ ঘণ্টা আগে, পরেরটা ঠিক সূর্য ওঠার সময়।
কবিতার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ।

৭| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০১

এম ডি মুসা বলেছেন: চমৎকার। আমাদের এখানে বৃষ্টি নাই।

২৩ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
"আমাদের এখানে বৃষ্টি নাই" - আপনি কোথায় থাকেন?

৮| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


দেশে এসেছেন কবে?

২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০৮

খায়রুল আহসান বলেছেন: আমি তো দেশেই থাকি!

৯| ২২ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১৪

গেঁয়ো ভূত বলেছেন:


সড়ক বাতিটা নেভার প্রতীক্ষায়
শেষ আলোটুকু নীরবে বিলায়।


লাইন দুটো কেমন জানি গভীর অর্থবোধক মনে হচ্ছে আমার কাছে।

শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই আশা করি ভালো আছেন।

আপনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভকামনা।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: নীরব রাস্তায় একাকী দাঁড়িয়ে থেকে আলো ছড়িয়ে যাওয়া ল্যাম্পপোস্ট আমার একটি পছন্দের দৃশ্য, যা দেখে আমি অভিভূত হই। আপনি একজন সংবেদনশীল মানুষ, তাই লাইন দুটো আপনার কাছেও গভীর অর্থবোধক মনে হয়েছে।
জ্বী, আমি ভালো আছি। আপনার মন্তব্য, প্লাস এবং আন্তরিক শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ। +

১০| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।

আপনি যখন ছবিটা তুলছেন, তখন আমি মাত্রই বিছানায় এলাম সেহেরী, নামাজ শেষ করে। বাংলাদেশে এসে আমার অফিসের সাথে সময় মিলিয়ে পুরো রাত জেগে নাইট ডিউটি করছি। প্রথম দিকে বেশ কষ্ট হলেও অনেকটাই মানিয়ে গেছে। প্রায় প্রতিদিনেরই সূর্য উদয় দেখতে পাচ্ছি। সময়টা আসলেই বেশ সুন্দর। রমজান মোবারাক জানবেন। আপনার ও আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: "সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই" - আপনাকেও অশেষ ধন্যবাদ এবং রমজান মোবারাক জানাই, এমন সুন্দর প্রশংসার জন্য।
নিউইয়র্কে কবে ফিরে যাবেন?

১১| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৪

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: আজকাল কি যে হয়েছে, কেন যেন আর কিছুই লিখতে ইচ্ছে হয় না!

লেখার প্রতি অনীহা বলেই কি এতো ছোট লেখা!

ভোর মানেই আবারও সূর্যোদয়, নবজন্ম, নতুন স্বপ্ন।





২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৩

খায়রুল আহসান বলেছেন: লেখার প্রতি অনীহা বলেই কি এতো ছোট লেখা! - ঠিক ধরেছেন! কোন রকমে টোটাল পুরা করা আর কি!
"ভোর মানেই আবারও সূর্যোদয়, নবজন্ম, নতুন স্বপ্ন" - জ্বী, চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ।

১২| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই অত্যন্ত মনোমুগ্ধকর।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

১৩| ২২ শে মার্চ, ২০২৪ রাত ৮:১৩

সামিয়া বলেছেন: খুব সুন্দর ছবি ও কবিতা, ভালো থাকুন দোয়া রইল।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সুন্দর মন্তব্য, লাইক এবং দোয়ার জন্য।
ভালো থাকুন সুস্বাস্থ্যে, সপরিবারে।

১৪| ২২ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৪

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগলো।

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য ও প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৫| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

১৬| ২৩ শে মার্চ, ২০২৪ সকাল ৮:০২

সোহানী বলেছেন: সুপ্রভাত।

কঠিন স্নো এর মাঝে আছি। বলা নেই কওয়া নেই হঠাৎ স্নো।

২৫ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: আপনাদের ওখানে স্নো এর এটাই হয়তো হবে এ সিজনের শেষ আঘাত। সামনে সুদিন এলো বলে.....
এতদিনে নিশ্চয়ই স্নোতে অভ্যস্ত হয়ে গেছেন?

১৭| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৮

শেরজা তপন বলেছেন: লিখুন লিখুন জোর করে লিখতে বসুন।
জীবনের সময় খুবই ছোট- হয়তো এসব লিখে কিছুই হবে না তবুও হতাশাকে প্রশ্রয় দিবেন না।
আমি চারিদিকে প্রতিদিন যা দেখি, যা ভাবি যত ছবি তুলি তাঁর সব দিলে ব্লগে শুধু আমার লেখাই পাবেন :)

২৬ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৩৪

খায়রুল আহসান বলেছেন: জ্বী, তাই করছি। ধন্যবাদ।
"আমি চারিদিকে প্রতিদিন যা দেখি, যা ভাবি যত ছবি তুলি তাঁর সব দিলে ব্লগে শুধু আমার লেখাই পাবেন" - :)
জ্বী, তার পরেও.....

১৮| ২৬ শে মার্চ, ২০২৪ সকাল ৭:০৮

ইসিয়াক বলেছেন: শহুরে ভোরের চমৎকার বয়ান।
কবিতায় ভালো লাগা।

৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
জীবিকা ছাড়াও আপনি বহুমুখি কাজকর্মে লিপ্ত থাকেন। তা সত্ত্বেও মাঝে মাঝে আমার পোস্টে এসে মন্তব্য করে যান, কখনো তা করার সময় না পেলে অন্ততঃ একটি 'লাইক' দিয়ে চলে যান, এজন্য আমার অশেষ কৃতজ্ঞতা জানবেন।

'শহুরে ভোরের চমৎকার বয়ান' - মাত্র চারটি শব্দে দেয়া এ মন্তব্যটিও অত্যন্ত চমৎকার

১৯| ২৯ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:




শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই প্রথমেই সবিনয়ে ক্ষমা চাই ।
আমার বেশ কয়েকটি পুরানো পোষ্টে আপনার মুল্যবান মন্তব্য
রয়েছে দেখতে পাই । কিন্তু এই রমজান মাসে অতি ব্যস্ততার
কারণে ব্লগে সময় দিতে পারছিনা । উল্লেখ্য এখানকার একটি
স্থানীয় মসজিদের ম্যনেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদকের
দায়িত্ব পালন করায় রমজান মাসে মসজিদ কেন্দ্রিক ইফতার ,
ডিনার সেজরী সহ বিভিন্ন ইসলামিক ইভেন্টে প্রচুর সময়
দিতে হচ্ছে । এর মধ্যে মাহে রমজান নিয়ে প্রায় তিন শতাধিক
পৃষ্টার গবেষনামুলক সচিত্র একটি গ্রন্থ রচনার কাজেও ব্যস্ত
থাকতে হয়েছিল। আল্লার রহমতে গ্রন্থটি আজ আলোর মুখ
দেখেছে । যাহোক ব্যস্ততা একটু কমলে আমার পোষ্টে করা
আপনার মন্তব্যের জবাব দিব, সেই সাথে আপনার সাম্প্রতিক
নতুন অদেখা পোষ্টগুলি পাঠ করে যাব ইনসাল্লাহ।

মাহে রমজানের শুভেচ্ছা রইল

৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: প্রিয় ডঃ এম এ আলী ভাই,
রমজানের এই পবিত্র মাসে আপনি ঠিক কাজটিই করে চলেছেন, সেখানেই ফোকাস অব্যাহত রাখুন। ব্লগে সময় পরে দিলেও চলবে।

স্থানীয় মসজিদের ম্যনেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা প্রমাণ করে যে আপনি মুসল্লীদের এবং মসজিদ ম্যনেজমেন্ট কমিটির একজন আস্থাভাজন ব্যক্তি। এ সম্মান দুর্লভ, সবার ভাগ্যে জোটে না। এটা আপনার কর্মক্ষমতারও পরিচায়ক। আল্লাহ রাব্বুল 'আ-লামীন আপনার এ মেহনতের উত্তম বিনিময় দান করুন!

তিন শতাধিক পৃষ্ঠার গবেষনামুলক সচিত্র গ্রন্থটি আলোর মুখ দেখায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। লেখক এবং পুস্তক উভয়ে পাঠক -সমাদৃত হোক, নিরন্তর এ শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.