নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

বিদেশি অনুগল্প সংগ্রহ-৪

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:২৮

[প্রাক-কথনঃ নর্থ ওয়েস্ট জিল্যাণ্ড জুরিড একজিভিশন,২০০৯-এ সর্বোচ্চ ৪ লাইনের১২৮টি অনুগল্প (Very Short Stories) ডেনমার্কের হলবোকে অবস্থিত আর্ট ফোক হাই স্কুলের গ্যালারিতে প্রদর্শিত হয়েছিলো শিল্পকর্মের আদলে। গল্পগুলো এ-ফোর আকৃতির ২০টি ফ্রেমে বাঁধানো ছিলো। প্রতি ফ্রেমে গড়ে ৬/৭টি গল্প। সেগুলো ৫০টির বেশি দেশের লেখকদের কাছ থেকে ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত হয়েছিলো। কিছু গল্প ভিক্টর ভিদাল কর্তৃক অনুদিত/সংক্ষেপিত হয়েছে। সেখান থেকে কিছু গল্প বাংলায় অনুবাদ করে পাঠকবৃন্দের দরবারে পেশ করা হলো। প্রতিটি গল্পের শেষে গল্পের ইংরেজি শিরোনাম, লেখকের নাম, গল্পের রচনাকাল ও লেখকের দেশের নাম উল্লেখ করা হয়েছে। -অনুবাদক]

নির্ভরশীলতায়

মেয়েটি দীর্ঘশ্বাস ফেললো। ছেলেটি চলে গেলো। মেয়েটি দৌড়ালো। হোঁচট খেলো। মেয়েটি শেষ পর্যন্ত খুঁজে পেলো নিজেকে।

IN DEPENDENCE , রোজালিনা, ১৩ মার্চ ২০০৯, কানাডা

ইন ভিনো ভেরিতাস

একদা দু'জন জ্ঞানী মদ ও বিছানাকে মদ ও রুটিতে পরিণত করেন। সেজন্য তাঁরা কখনো অনুতপ্ত হননি।

IN VINO VERITAS (এটি একটি ল্যাটিন বাগধারা, এর অর্থ মদেই সত্য। মনে করা হয় মদ্যপ অবস্থায় মানুষের মুখ দিয়ে তার অগোচরে প্রকৃত সত্য কথাগুলো বেরিয়ে আসে।), এরিক, ১৩ মার্চ ২০০৯, ডেনমার্ক

জীবন

মেয়েটি বুঝতে পারলো জীবনে ভুল বলে কিছু নেই। তাই নিজের সব কিছু কোন অনুতাপ ছাড়াই মেনে নিলো। তার জীবন সুখেই কাটছে।

LIFE , হেলেনা, ১৩ মার্চ ২০০৯, মার্কিন যুক্তরাষ্ট্র

শোচনীয় অভাব

আমি ভেবেছিলাম আমার মেয়েকে শেখাবো কিভাবে কাউকে বশীভূত করতে হয়। তাকে সমর্থন যোগাবো, তাকে আনন্দে আত্মহারা হতে দেবো। তবে তার মনের ওপর কোন চাপ সৃষ্টি করবো না। কিন্তু আমি এর বদলে তাকে কিনে দিলাম একটি সস্তা মেকআপ সেট।

REGRETTABLE INADEQUACY, টিম, ১৩ মার্চ ২০০৯, ইংল্যাণ্ড

দস্যুতা

মহিলা দস্যুতা ঠেকাবার জন্য চিৎকার করে উঠলো, আমাকে ধর্ষণ করছে ! আমি বিভ্রান্ত হয়ে গেলাম। আমি আসলে তাকে ধর্ষণ করতে চাইনি। আমি অবাক হয়ে দেখলাম মানুষজন বিশ্বাস করছে আমি ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করতে চাচ্ছি ! আসলে মহিলার টাকাগুলো লুকানো ছিলো তার প্যান্টিতে।

ROBBERY, রাণ্ডি, ১৩ মার্চ ২০০৯, পেরু

(চলবে)

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

এক লাইনে দু'লাইনে বাগধারার মতো গল্পে দারুন সব দার্শনিক ভাবনা!

++++

২১ শে মে, ২০১৮ রাত ১১:১৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: চলুক।

২১ শে মে, ২০১৮ রাত ১১:১৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩| ১১ ই মে, ২০১৮ সকাল ৮:৫৩

সুমন কর বলেছেন: খারাপ লাগেনি..........

২১ শে মে, ২০১৮ রাত ১১:১৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৩১

আমি তুমি আমরা বলেছেন: 'ইন ভিনো ভেরিতাস' ঠিক বুঝতে পারিনি। বাকি গল্পগুলো ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.