নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের উচ্চতম ক্রিকেট স্টেডিয়াম (সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৫৭ মিটার উচ্চতায়) ধর্মশালায় অবস্থিত। এটা হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের মালিকানাধীন। এখানে মূলতঃ রঞ্জি ট্রফি আর আইপিএল ম্যাচ হয়। ২০১৬ টিটুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এই মাঠে আফগানিস্তানের সাথে খেলেছে। এখন মাঠ রিনোভেশন চলছে।
পালামপুর চা বাগানে। পেছনে হিমালয়ের চূড়ায় বরফের টুপি। নীচে যদিও ৩০ ডিগ্রিতে ঘেমেছি আমরা।
দালাই লামার ধর্মশালার কাছে। এই ধর্মশালার নামানুসারেই শহরের নাম। এটি হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী। গ্রীষ্মকালীন রাজধানী সিমলা। ১৯৪৭ খ্রিস্টাব্দে পাঞ্জাব দুইভাগে বিভক্ত হয়। রাজধানী লাহোরসহ এক অংশ পড়েছে পাকিস্তানের ভাগে, বাকী অংশ ভারতে। ভারতের পাঞ্জাব আবার তিন ভাগে বিভক্ত-পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল।
২| ১৪ ই জুন, ২০২২ রাত ১২:৩৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ! সুন্দর সব স্মৃতি, শুভকামনা আপনার জন্যে
১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৩| ১৪ ই জুন, ২০২২ রাত ১২:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
পালামপুর চা বাগান ও সিলেটের চা বাগানের মধ্যে পার্থক্য আছে কোনো?
১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: পালামপুরের চা বাগানে গাছের উচ্চতা একটু কম মনে হয়েছে। আর বাগানের নানা জায়গায় বিশালাকার পাথর আছে। সেগুলোকে যথাস্থানে রেখেই বাগান করা হয়েছে। স্যেন্দর্যে কেউ কারো চেয়ে কম যায় না।
৪| ১৪ ই জুন, ২০২২ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: শেষের ছবিটা কাঁত হয়ে যাওয়ার কারন আমি জানি।
১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা করার বুদ্ধিটা কি দয়া করে ধার দেবেন ভাই?
৫| ১৪ ই জুন, ২০২২ সকাল ৮:১৪
জুন বলেছেন: অনেক দিন পর আপনাকে লিখতে দেখে ভালো লাগলো। সাথে ছবিগুলোও অনেক প্রানবন্ত। বেশ কয়েক বছর আগে সিমলা কুলু মানালি মিলিয়ে প্রায় দশ দিন ছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি প্রদেশ। ঐ সময় আমরা চন্ডীগড়েও ছিলাম। কিন্ত ধর্মশালা যাওয়া হয় নি কারন শীত আমি সহ্য করতে পারছিলাম না
+
১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৫০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি শুধু ধর্মশালায় যেতে পেরেছি। অন্যগুলোতে যেতে পারিনি। কারণ আমাকে দিল্লী, গোয়া আর মুম্বাই যেতে হয়েছে। দিল্লী থেকে সকাল বেলা স্পাইস জেট আর ইন্ডিগোর ড্যাশ আর এটিআর চলে। কাংড়া এয়ারপোর্ট পাহাড়ের ভেতর বলে পরিচিত ও দক্ষ পাইলট ছাড়া ল্যান্ড করা কঠিন। সিমলায় নাক একটা এয়ারপোর্ট আছে। কিন্তু ঘন কুয়াশা আর মেঘের কারণে পাহাড়ি সেই ছোট এয়ারপোর্ট ব্যবহার করা যায় না। যেতে হয় চণ্ডীগড় থেকে সড়ক পথে। পাহাড়ি পথে চার ঘন্টা লাগে বলে শুনেছি। ভবিষ্যতে ভাগ্যে থাকলে যেতে পারবো।
৬| ১৪ ই জুন, ২০২২ সকাল ৯:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৫১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ১৪ ই জুন, ২০২২ সকাল ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: ২০০৮ সনে গিয়েছিলাম ধর্মশালা। অপরূপ সুন্দর ধৌলাধর পর্বতমালার পাশেই কাংড়া ভ্যালির উঁচু পাহাড়ি ঢালে ধর্মশালার অবস্থান। শহরটি দু’ভাগে বিভক্ত- আপার ও লোয়ার ধর্মশালা। সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে ১০০০ মিটার উচ্চতায় অবস্থিত স্থানটি। আমরা যখন গিয়েছিলাম তখন পাহাড়ের খাঁজের বরফ জমে এক অসাধারণ সুন্দর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি।
ধর্মশালার প্রধান দর্শনীয় স্থানগুলো হলো কাংড়া আর্ট মিউজিয়াম, ওয়ার মেমোরিয়াল, ডাল লেক, সেন্ট জন’স চার্চ, ভাগসুনাথ মন্দির, কুনাল পাথরি মন্দির। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ধর্মশালায় বসবাস করেন, তাঁর বাসভবন কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতর। তারপরও দূর থেকে দেখেছি।
ধর্মশালা নিয়ে চমৎকার পোস্টে প্লাস।
২০ শে জুন, ২০২২ সকাল ১০:০০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ব্যস্ততার জন্য শুধু মিউজিয়াম আর পালামপুর যেতে পেরেছি। এটা পাহাড়ি এলাকা বলে একেক স্থাপনার উচ্চতা একেক রকম। গাড়ি চলতে চলতে যেভাবে বিপজ্জনক স্থানগুলোতে জ্যামে বসে থাকে ভাবলেই ভয়ে হাতপা ঠাণ্ডা হয়ে যায়। ব্রেক ফেল করলে গাড়ি যে কোন অতলে হারিয়ে যাবে তার কোন হদিস নেই। আপার ধর্মশালতেই দালাই লামার ধর্মশালা। রোপওয়েতে চড়ে সেখানে গেছি। আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
৮| ১৪ ই জুন, ২০২২ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজের ছবির সাথে প্রকৃতিরও ছবি দিতেন।
২০ শে জুন, ২০২২ সকাল ১০:০১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আইডিয়াটি চমৎকার। ছবির কারিগরি কম জানি বলে পারছি না।
৯| ১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৪০
ফয়সাল রকি বলেছেন: ধর্মশালা স্টেডিয়ামটা বেশ সুন্দর।
২০ শে জুন, ২০২২ সকাল ১০:০৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আসলেই খুব সুন্দর। পটভূমিতে পাহাড় আর মেঘের/কুয়াশার গলাগলিতে মন ভরে যায়।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২২ রাত ১২:২১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শেষের ছবিটা নিজ দায়িত্বে বারবার কাত হয়ে যাচ্ছে।