নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রলোক

আমি একজন ভদ্রলোক!

কান্ডারীজন

আমি সাধারন মানুষ

কান্ডারীজন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ছুঁয়ে যাক নেত্র মম

১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪২

(উৎসর্গঃ প্রিয় হুমায়ুন আহমেদ স্যারকে)

প্রকৃতির বৃষ্টি থেমে গেছে, ঝরছে মিসির আলীর চোখে বৃষ্টি

সুনশান কোথাও কেউ নাই আজ।

অবেক্ত রোদনে ঝাপসা হয়ে গেছে হিমুর তীর্যক দৃষ্টি

কষ্টের মিছিলে কাঁদে সময়ের ভাজ।

প্রবল পূর্ণিমা ঢেকে গেছে প্রগাঢ় আধারের মাঝে

চপল চঞ্চল প্রাণ মৃত্যুর মিছিলে।

ঝলমলে জোছনা দেখতে তাকাবে না আর সাঝে

চাঁদ কি বুজলো, তুমি তার কি ছিলে?

গভীর সাগর সম লেখনিটি মুক্ত ঝরাবে না আচরে

শোনাবেনা গান সে শোয়াচান পাখী।

স্বপ্নময়ী আগুনের পরশমনি জ্বলবেনা কোন প্রহরে

কোন এক যন্ত্রনা রেখে যায় বাকী।

তৃষ্ণার্ত হাজার জন ঘুরবে বইমেলা প্রাঙ্গন অলিগলি

খুঁজবে একটুকু সুধা সজীবতা।

কদম ফুলের মালায় আঁকা বর্ণিল সহস্র কথাকলি

আমরণ জমা রবে স্মৃতির মাদকতা।

সবুজ ঘাসের চাদরে ঘুমাও হে মৃত্যুঞ্জয়ী মৃত্যুহীন প্রাণ

পাঠক হৃদয়ে বইবে অমর সৃষ্টি।

ইতিহাস ছড়াবে শুধু স্ব্পনীল সৌ্ম কোমল সুঘ্রান

চির কাল ঝরবে তব লেখনীর বৃষ্টি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.