![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার ফল
-আমির কাসেম
আমার এদেশ স্বাধীন হল মহান
একাত্তুরে,
খুশির বন্যা বয়েছিল প্রত্যেক ঘরে
ঘরে।
নামে এদেশ হল স্বাধীন কাজে
কিন্তু নয়,
না হয় কেন গরীব দুঃখী অনাহারে
রয়?
কেন এদেশ করে শাসন পার্শ্ব দেশের
রাজা?
সত্য কথা বললেই কেন মিলে নির্মম
সাজা?
স্বাধীন দেশে চলছে আজি নিত্য খুন
আর গুম,
জ্ঞানপাপীরা রাজ আসনে যায়
আরামের ঘুম।
বানায় আজি এম.পি. মন্ত্রী বিলাস
বহুল বাড়ী,
মানুষ কুকুর খাদ্য নিয়ে করছে
কাড়াকাড়ি।
রাস্তার ধারে চেকপোস্ট নামে
চলছে নির্যাতন,
অবরোধের বহ্নিতাপে পুড়ছে জনগণ।
এই যদি হয় স্বাধীন দেশের জনগণের
হাল,
স্বাধীন করে লাভ কী হল রাজপথ
করে লাল?
এদেশ আজি নাইকো দেশের
জনগণের অধীন,
ক্ষমতাসনে বাজছে আজি ভিন্ন
দেশের বীণ।
পরাধীনতার শৃংখলে আর বাঁচতে
চায় না জাতি,
জিহাদ করে আনতে হবে আলোর
প্রভাতী।
আয় ছুটে আয় দেশপ্রেমী ভাই অস্ত্র
নিয়ে হাতে,
নাস্তিক মুর্তাদ তাড়িয়ে দে আজ
বুলেট বোমার ঘাতে।
ঘর হতে আজ আয় বেরিয়ে নিয়ে
সৈনিকের বেশ,
নতুনভাবে স্বাধীন করে গড়বো
সোনার দেশ।
©somewhere in net ltd.