নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প আঘাতে মাথা নুয়ে ফেলি, ভেঙ্গে টুকরো টুকরো হই- যেমন হয় কাঁচ,\nভীষণ আঘাতে ফিনিক্স পাখির মতে আবার জেগে উঠি- এই ত চরিত্রের ধাঁচ।

মুহাম্মাদ শাথিল

বহু যাযাবার লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ; রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।

মুহাম্মাদ শাথিল › বিস্তারিত পোস্টঃ

অ-কবিতা ০১

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:০৪



তোমাদের গলির মোড়ের দেবদারু গাছটায় কি এখনো কানা চিলটা বসে,
অপয়া ভেবে লোকে যাকে গালাগাল দিতো মন খুলে।
রাত হলে কি এখনও গলিটা হিজল ফুলের ঘ্রাণে ম ম করে,
কেউ কি সেই ফুল হাতে আনন্দ খোঁজে।
এখনও কি মাঝ রাতে পবন কাকার টঙে সেই কাস্টমারটা থাকে,
সিগারেট হাতে নিয়ে যে তোমার চোখে রোজ রোজ কল্পনা আঁকে।
এখনও কি বারান্দার কাপড় সরিয়ে উঁকি মেরে দেখো তাকে,
ঘর্মাক্ত মুখে যার প্রণয়ের জাদু থাকে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

মৌরি হক দোলা বলেছেন: কবিতার চেয়ে অকবিতা বেশি ভালো লেগেছে...... :D :D

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

মুহাম্মাদ শাথিল বলেছেন: ইফতারির আগেই মন ভালো হয়ে গেলো! :) :) :)

২| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: কবি নিজেই যখন বলে অকবিতা তাহলে আসলেই অকবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.