নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

কিছু “উক্তি”

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

আজ আমি আমার নিজের লেখা কিছু উক্তি পোস্ট করবো জানিনা দর্শকদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তবে জানাবেন।

১। তুমি যদি ভালোবাসার মর্যাদা কাউকে দিতে পারো তবে তুমিও তার কাছ থেকে একই ভাবে ভালোবাসার মর্যাদা লাভ করতে পারবে। ১৩-০২-২০১৬

২। ভালোবাসার মধ্যে তখনি ফাটল ধরে যখন দুটি মনের মধ্যে কিছু ভুল এবং সন্দহের দানা বাধে।১৩-০২-২০১৬

৩। নিজের বিচার নিজেই করো, তারপর অন্যের বিচার করতে যাও। নিজে একজন অপরাধী হয়ে অন্য অপরাধীর বিচার করার অধিকার তোমার নাই। ১৩-০২-২০১৬

৪। একজন মানুষের জীবন তখনি সুন্দর ও সুখি হয়, যখন তার জীবন অভিশাপ মুক্ত থাকে। তাই অভিশাপ্ত জীবন কখনোই সুখের হয়না। ১৩-০২-২০১৬

৫। মানুষ অভিশাপের পিছু পিছু দৌড়ায় না। বরং অভিশাপ মানুষের পিছু পিছু দৌড়ায়।১৩-০২-২০১৬

৬। মানুষ হয়ে জন্ম নিলেই প্রকৃত মানুষ হওয়া যায়না। আবার কোন কোন ক্ষেত্রে শিক্ষা মানুষকে সাধু বানায় না চরিত্রই মানুষের সাধুর পরিচয় দেয়। ১৩-০২-২০১৬

৭। মুখে মুখে বললেই হয় না আমি দেশ প্রেমিক কাজে কর্মে দেখাতে হয় প্রকৃতি দেশ প্রেমিকের অবস্থান। ১৩-০২-২০১৬

৮। মানুষ গরিব হয় তার বুন্ধীহীনতা আর অসচেতনার কর্মফলের কারণেই। ১৬-০২-২০১৬

৯। মানুষ স্বভাবে খারাপ হয় না, খারাপ হয় পেটের দায়। পেটের ক্ষুদা মিটানোর জন্যই মানুষ বিভিন্ন অপকর্মের লিপ্ত হয়। সে যত ছোট চাকরি করুক আর বড় চাকরিই করুন না কেন। পেটের দায়ে তাকে দিয়ে সব অপকর্ম করানো যায়। ১৬-০২-২০১৬

১০। মানুষ কখনো পাপ চোখে দেখে না, কিন্তু পাপ মানুষকে সবসময় চোখে চোখে রাখে। ১৭-০২-২০১৬

১১। পৃথিবীর সব মানুষই এক বয়সে এসে ভালো হওয়ার সুযোগ খোজে, আর জীবন থেকে চলে যাওয়া দিনগুলো ফিরে পেতে চায়। কিন্তু তখন তার ভালো হওয়ার সেই সময় থাকেনা। এবং সেই চলে যাওয়া দিনগুলোও ফিসে আসেনা। ১৯-২-২০১৬

১২। কল্পনাতে মানুষ অনেক কিছু করতে পারে কিন্তু বাস্তাবে সেটা পারে না। ২০-২-২০১৬

১৩। কিছু সুখ মানুষকে হাসতে শিখায়, আর কিছু দুঃখ মানুষকে কাঁদতে শিখায়। ২০-০২-২০১৬

১৪। মানুষ যখন কোন বিপদে পড়ে তখন সে বুঝতে পারে যে সে একজন পাপি। কিন্তু বিপদ থেকে উদ্ধার হলেই তার ভাবনা পাল্টিয়ে যায়। ২০-০২-২০১৬

১৫। একজন মানুষ কখনোই তার পুরো জীবনটাকে একবারে সাজাতে পারবেনা, কোথাও না কোথাও এলোমেলো থেকে যায়। ২৩-০২-২০১৬

১৬। মানুষের জীবনটা ফুলের মতো, ফুল যেমন কিছুদিন ফুলদানিতে সাজিয়ে রাখার পর ঝড়ে পরে যায় ঠিক তেমনি একদিন মানুষের এই সুন্দর জীবনটা ফুলের মতো ঝড়ে পরে যাবে। ২৩-২-২০১৬

১৭। ঘুমন্ত ব্যাক্তি ঘুমের পর পৃথিবীর সব কিছু ভুলে যায় আপন ইচ্ছায়। একজন মৃত্যু ব্যক্তির মতো। ২৭-২-২০১৬

১৮। পাপিকে আল্লাহ ধীরে ধীরে শাস্তি দেন। ২৭-২-২০১৬

১৯। পৃথিবীতে একজন মানুষের আপন বলতে কেউ নেই। যত কাছের মানুষই হোক সে প্রকৃত আপন নয়। প্রকৃত আপন একমাত্র “মা”। তাই সন্তান যত বিপদেই পরুক তখন কাউকেই পাশে দাড়ানোর মতো পাবে না । একমাত্র “মা” এসে সন্তুনের পাশে দাড়াবে। ৭-৩-২০১৬

২০। নিন্দ্রকেরা কখনো জীবনের উন্নত করতে পারেনা। অন্যেকে নিন্দ্রার ফল আল্লাহ সাথে সাথে দেন। ১২-৩-২০১৬

২১। মানুষের সাথে কোন কথা শেয়ার না করাই তোমার জন্য উত্তম পন্থা। ১৮-৩-২০১৬

২২। মৃত্যু কে নয় মৃত্যুই মানুষকে সমসময় ধাওয়া করে বেড়ায়। ১৮-৩-২০১৭

২৩। পাপিরা অচিরেই ধ্বংস হয়। ১৮-৩-২০১৭

২৪। জ্ঞান মূর্খতাকে ঢেকে রাখার ঢাকনা। ১৮-৩-২০১৭

২৫। সমাজকে তুমি উত্তম কাজ উপহার দেও, তবে সমাজ তোমাকে উত্তম সম্মান দিবে। ১৮-৩-২০১৭

২৬। একজন মানুষ সে নিজের কাছে নিজেই বিবেকের কাছে ঘৃণিত। কারণ তার বিবেক সমাজকে ভালো কিছু উপহার দিতে পারেনা।১৮-৩-২০১৭

২৭। পৃথিবীর সব প্রাণীকুলই পৃথিবীতে যখন প্রথম আসে তখন সে চোখে একরাশ আলো নিয়ে আসে। আবার যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন সে একরাশ অন্ধকার নিয়ে ফিরে যায়।১৮-৩-২০১৭

২৮। একটা জীবনে এসে সকল মানুষই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে চায়। যখন সে বুঝতে পারে তার আর কোন প্রয়োজন নেই পৃথিবীতে। ১৮-৩-২০১৭

২৯। একজন মানুষের উচিত জীবনটাকে তিন ভাগে ভাগ করা। একভাগ পৃথিবীর জন্য, আর দুই ভাগ পরকালের জন্য। ১৮-৩-২০১৭

৩০। মুর্খ্যতা একটি সমাজকে ধ্বংস করে দেয়, সমাজে কুসংস্কারের জন্ম দেয়। আর শিক্ষা একটি সমাজকে এক টুকরো আলো এনে দেয়। ২৯-৩-২০১৬

৩১। যদি কোন মানুষ কখনো রোগে, শোকে, দুঃখে পরিণত হয় তাহলে সে যেনো মনে প্রাণে আল্লাহকে স্মরণ করে। ২১-৫-২০১৬

৩২। তোমার কাছে তোমার বক্তব্য সুন্দর মনে হলেও অন্যের কাছে সেটা অযথা মনে হতে পারে। ১-৭-২০১৬

৩৩। মানুষের আসল পরিচয় হলো একজন মানুষের “মানুষ্যত্ববোধ”। ১-৭-২০১৬

৩৪। তুমি নিজেকে নিজের সাথে আগে পরিচয় করিয়ে নেও, তারপর অন্যের সাথে পরিচিত হও। ৩-১১-২০১৬

৩৫। তোমার ভিতরের মানুষ আর বাহিরের মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে দুজনকেই আলাদা আলাদা দেখতে পাবে তবুও তুমি একা একজন মানুষ। ৩-১১-২০১৬

৩৬। পৃথিবীর সব মানবজাতিই স্বার্থের পিছু পিছু দৌড়ায়। ১২-২-২০১৭

৩৭। জন্মের পর থেকেই মানুষ কোন না কোন কিছুর স্বপ্ন দেখে।১৯-৮-২০১৭

৩৮। প্রতিটি মানুষই তার অতীত জীবনে ফিরে আসতে চায় কিন্তু সেটা আর সম্ভব হয় না। ১৯-৮-২০১৭

৩৯। কষ্ট মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, আর সুখ মানুষকে নির্বোধ বানিয়ে দেয়। ১৯-৮-২০১৭

৪০। মানুষ যেকোন জিনিসই কারো কাছ থেকে পেতে ভালোবাসে কিন্তু অন্যেকে দিতে ভালোবাসে না। ১৯-৮-২০১৭

৪১। একজন ভালো ছাত্র কিংবা ছাত্রী হলেই হয়না তাকে ভালো একজন আদর্শ মানুষ হতে হবে। তাকে সতত্বা, ন্যায়, নিষ্ঠা, সৎ, আন্তরিকতা, সহজ-সরল এবং বন্ধুত্বপূর্ণ হতে হবে। ১৯-৮-২০১৭

৪২। একজন শিক্ষত মানুষ অপকর্মের পরিচয় দিয়ে বেচে থাকার চেয়ে, একজন মানুষ অশিক্ষিত হয়ে বেচে থাকা অনেক ভালো। ১৯-৮-২০১৭

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: উক্তিগুলি কি কোট করা ? না, আপনার লেখা? তবে উক্তিগুলি ভালো লেগেছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

কামরুননাহার কলি বলেছেন: আমার লেখা। ভাইয়া

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

আলামিন বাদশা বলেছেন: ভালো হইছে। অনেক সুন্দর।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

সামিয়া বলেছেন: সুন্দর সব উক্তি।।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

অলিউর রহমান খান বলেছেন: বেশ সুন্দর!
উক্তি গুলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার কুশলী হাতের পরম ছোঁয়ায়
কী অপার তোমার সৃষ্টি,
আমি অপলক চেয়ে চেয়ে রই
যায় যদ্দুর মম দৃষ্টি।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

আহমদ রেজা চৌধুরী বলেছেন: খুবি সুন্দর লাগলো

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

ভিনগ্রহের মানুষ বলেছেন: উক্তিগুলো ভালো লাগলো। ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৬

মাহমুদ ইউসুফী বলেছেন: অাপনার অনেকগুলো লেখা পড়লাম । ভালই লাগলো কিন্তু বানান বিভ্রাটে বিরক্ত না হয়ে পারলামনা...
অাশা করি বিষয়টি বিবেচনা করবেন

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

হাতুরে গোয়েন্দা বলেছেন: কিছু ভুল আছে তারপরও ভাল লেগেছে

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: প্রায় সবগুলো উক্তিই ভাল লেগেছে। তবে নিম্নোক্ত উক্তিসমূহ
বেশি ভাল লেগেছে।


১। মানুষের আসল পরিচয় হলো একজন
মানুষের “মানুষ্যত্ববোধ”।

২। মানুষ স্বভাবে খারাপ হয় না, খারাপ হয়
পেটের দায়। পেটের ক্ষুদা মিটানোর জন্যই
মানুষ বিভিন্ন অপকর্মের লিপ্ত হয়। সে যত
ছোট চাকরি করুক আর বড় চাকরিই করুন না
কেন। পেটের দায়ে তাকে দিয়ে সব অপকর্ম
করানো যায়।

৩। মানুষ কখনো পাপ চোখে দেখে না,
কিন্তু পাপ মানুষকে সবসময় চোখে চোখে
রাখে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাধ ভাইয়া। পড়ার জন্য আরো একবার ধন্যবাদ।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

অর্ধ চন্দ্র বলেছেন: যদি এই মূল্যবান উক্তি সূমহের দু একটা যদি আমরা প্রতিদিন সাথে নিয়ে চলতাম....
ধন্যবাদ

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৩

সোহানী বলেছেন: আল কামরুননাহার কলির বাণী ভালোলেগেছে...........+++++

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপ্পি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.