নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত না হয় কুখ্যাত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩



“মানুষ হয়ে বেচে থাকতে হলে, হতে হবে কুখ্যাত নয় তো বিখ্যাত”। কারণ বিখ্যাত আর কুখ্যাত মানুষগুলোই আজীবন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে। যেমন- বিখ্যাত আইনস্টোন, মাদার তেরেসা ইত্যাদি ইত্যাদি। আর কুখ্যাত হিটলার, মিরজাফর ইত্যাদি ইত্যাদি। আমাদের মতো সাধারণ, ব্যাবাচেকা মানুষগুলো কখনোই কোন কাজে আসে না। সমাজ-সংসার, রাষ্ট্র আমাদেরকে শুধু ব্যবহারি করে যায়। কিন্তু আমরা কিছুই পাই না অবশেষে। এই সমাজ-সংসার আর রাষ্ট্রের জন্য সাধারণ মানুষেরা জীবন-মরণ দিয়ে কাজ করে যায়। মরে গেলে তারপর আর কোন চিহৃই থাকেনা তাদের। হারিয়ে যায় পৃথীবি থেকে। বিচূর্ণ হয়ে যায় একজন সাধারণ মানুষের অস্থিত।
সাধারণ মানুষের দুটো উদাহরণ দেওয়া যাক- ধরুন আপনি সারাক্ষণ অফিসে গাধার মতো খাটছেন, নাম হলো কার আপনার বড় বসের। কিছু ভুল হলে বকা শুনলো কে, আপনি, কাজ করে দিলো কে, আপনি। সারাক্ষণ খাটেন, সারাক্ষণ খাটেন, কাজ করতে করতে আপনার মাথা ব্যথা হয়ে যায়। তারপরও আপনি কাজ করছে না হাহাহাহা শেষ মুহুর্তে এসে এই ডয়লগটি শুনতে হবে। “কি কাজ করেছেন সারাদিনে”? তখন মাথায় হাত দিয়ে ভাবেন ছাত্র/ছাত্রী জীবনটাই ছিলো ভালো।
ঘরে আসলেন মেয়েদের বেলায় স্বামী সন্তান শশুড়-শাশুড়ি, বাবা, মা, ভাইবোন আরো কত কে। ছেলেদের বেলাও একই। ঘরে এসে কত রকম তাদের চাহিদা, কত রকম তাদের বায়না, পুরণ না করতে পারলে বলবে কি টাকা পয়সা কামাই করে যে কিছু করতে পারে না। ধৎ শালার এই জীবন দিয়ে কি হবে। কত অনুশুচনা মনে জমা বাধে তখন। আরে এসব করে কি আপনি পৃথিবীতে বেচে থাকতে পারবেন, এভাবে কি বেচে থাকা যায়।
এরপর যাবেন মরে ক’দিন কাদবে আপজনেরা, তারপর আর না। এক মাস দু’মাস এক বছর দু’বছর আর কত মনে রাখবে আপনাকে। শেষ পৃথিবী থেকেই আপনি বিচূর্ণ হয়ে যাবেন।
কোথায় আপনার অফিসের বস, কোথায় আপনার বৌ কিংবা স্বামী।
তাই বলছি “পৃথিবীতে বেচে থাকতে হলে হতে হবে বিখ্যাত, না হলে হতে হবে কুখ্যাত”।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

আটলান্টিক বলেছেন: আপু এখন কুখ্যাত কিংবা বিখ্যাত হওয়া সমানভাবে কঠিন।ভাল কাজ করার সুযোগ নাই তেমনি কাউকে মেরে যে কুখ্যাত হয়ে যাব সে সুযোগও নাই।কেননা এতে আমার ফাসি হবে।আর বেঁঁচে থাকতে যদি নিজেকে কুখ্যাত হিসেবে না প্রতিষ্ঠিত দেখে যেতে পারি তাহলে মরার পরে আর কি করবো :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

কামরুননাহার কলি বলেছেন: কোন কঠিন না ভাইয়া সহজ আছে।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

ওমেরা বলেছেন: আপু আপনার কথাই হয়ত ঠিক ।কিন্ত আমি কোনটাই চাই ।অতি সাধারন একটা জীবন চাই । যেখানে টাকা পয়সার অভাব থাকলেও সুখের অভাব থাকবে না ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

কামরুননাহার কলি বলেছেন: টাকা পয়সা না থাকলে সুখ নাই কোথাও।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

কামরুননাহার কলি বলেছেন: টাকা পয়সা না থাকলে সুখ নাই কোথাও।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আমরা কোনটাই হতে পারবো না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

কামরুননাহার কলি বলেছেন: কেনো ভাইয়া । হয়ে দেখান না কিছু একটা। এভাবে আর কত।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: হা হা হা পোস্ট পড়ে হাসছি আপুনি!!!!!!

কুখ্যাত হওয়া যাবেনা!!!!!!

বিখ্যাত নয়তো শালিক বা ফড়িং এর জীবন!!!!!!! :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

কামরুননাহার কলি বলেছেন: হুম আপি হাসির পোস্টই করেছি।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

কালীদাস বলেছেন: মাদার তেরেসার সাথে বাকিদের ছবি দেখে হাসি আটকাতে পারলাম না। লেখা পড়েও অতটা হাসি আসেনি। জ্বী, আইনস্টাইন কি করেছে, খুব ভালমতই জানা আছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

কামরুননাহার কলি বলেছেন: আমিও তো মজা করে লিখেছি। মাঝে মাঝে মানুষের উপর বিরক্ত হয়ে যাই তো তাই ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: তাহলে দুঃখজনক ব্যাপার হলো- পৃথিবীতে খুব অল্প কিছু লোক বিখ্যাত আর কুখ্যাত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

কামরুননাহার কলি বলেছেন: ঠিকই বলেছেন ভাইয়া।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

মোস্তফা সোহেল বলেছেন: কলি আপু আমি সাধারন মানুষ হয়েই থাকতে চাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

কামরুননাহার কলি বলেছেন: কেনো ভাইয়া ? একটু বিখ্যাত হতে পারবেন না।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিখ্যাত ও কুখ্যাতদেরই ইতিহাস মনে রাখে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া, এই জন্যই বলি যে দুটোর একটি হতে হবে।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগল আপনার লেখা পাঠ করে।
কোথাও কোথাও বানানে ত্রুটি থেকে গেছে যদিও, শুদ্ধ করে লিখলে
লেখাটা আরও উন্নতমানের হবে এই আশা রাখি।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক ।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

আবু তালেব শেখ বলেছেন: দুটোর কোনটা হওয়ার দরকার নেই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

কামরুননাহার কলি বলেছেন: কেনো ভাইয়া।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

পার্থ তালুকদার বলেছেন: আমি হবো দ্বিতীয়টা :-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

কামরুননাহার কলি বলেছেন: চালিয়ে যান তাহলে।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মাদার তেরেসা হয়ে যান।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

কামরুননাহার কলি বলেছেন: ওকে ভাইয়া।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার লক্ষ্য উদ্দেশ্য সফল হোক; আমাদেরকে একটু বাতলাই যাইয়েন। সুখ্যাত না হলেও অন্তত কুখ্যাত হওয়ার চেষ্টা করতে পারি। ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কুখ্যাত হওয়ার জন্য শুরু করে দেন প্রাটিক্স।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

পাজী-পোলা বলেছেন: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে—
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

কামরুননাহার কলি বলেছেন: ওয়াও মনে সুখের পালন করলেন। ভেরি গুড।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১

রাই্হান পাটওয়ারী বলেছেন: তোমার সফলতাই হলো নিন্দুকের উপর নেয়া সবচেয়ে বড় প্রতিশোধ ।।
"ভোগ মানে না পঁচা ভাত,
ঘুম মানে না চিতা~খাট।
প্রেম মানে না নিশি রাত,
আর সফলতা মানে না 'অজুহাত'।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা , ধন্যবাদ ।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

শামচুল হক বলেছেন: বিখ্যাত এবং কুখ্যাত দুইটাতেই সাহস লাগে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

কামরুননাহার কলি বলেছেন: হুম ঠিক বলেছেন।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

জাহিদ হাসান রানা বলেছেন:

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

কামরুননাহার কলি বলেছেন: সর্বোউত্তম কমেন্ট ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৫২

AHMAD KHAER বলেছেন: দুনিয়া আসলে মানুষের কর্মের যথার্থ মূল্যায়নের উপযুক্ত স্থান নয়। আর বিখ্যাত-কুখ্যাত হওয়ার মধ্যেও কোন লাভ লোকসান নেই। সূখ-দুঃখও আপেক্ষিক। পৃথিবীর স্বার্থবাদী, একপেশে, অদূরদর্শী, আর বোকা মানুষেরা কার কাজকে কিভাবে মূল্যায়ন করে রাতারাতি কোন ইতিহাস বানালো কাকে আকাশে তুললো আর কাকে মাটিতে দাবিয়ে দিলো তাতে কিছুমাত্র এসে যায় না। আপনি ভালো করতে গেলেই দেখবেন বাঁধা বেশী, সমাজে আগাছার সয়লাব হলে ভালোটা বিকশিত হতে পারে না। আসলে পৃথিবী বাসী যে অভিজ্ঞতার সাথে পরিচিত তাহলো সততা আর ন্যায়পরায়নতা চিরকাল নিষ্পেষিত-নিগৃহীত । এটা ঐতিহাসিক সত্য যে সত্য ও সুন্দরের আহবান সর্বদা পর্বতপ্রমান দেয়াল আর সাগরের উত্তাল ঢেউয়ের মতো বিপদ মোকাবেলা করেছে । সত্যের সাথিরা সহ্য করেছে অবর্ণনীয় নিপীড়ণ, জুল্-ম, ক্ষুধা-তৃষ্ণা আর সীমাহীন কষ্ট-ক্লেশ । অন্যদিকে বিত্ত-বৈভব আর ক্ষমতার মোহে অন্ধ চরম অসভ্য দুরাচারী জালিম প্রকৃতির মানুষগুলো ভোগ বিলাসিতায় মত্ত থেকেছে তাদের অনেকেই দুঃখ কষ্টের ছোঁয়াই পায়নি । কারণ তাদের কাছে ভোগ বিলাসিতা ছাড়া পৃথিবীর আর কোন কার্যকারিতা নেই । এই চরম ভুল ধারণা তাদেরকে বেপরোয়া করে তুলেছে । ফলে তারা হয়েছে জালিম আর বিপর্যয় সৃষ্টিকারী । পৃথিবীর এ দুই ধরনের মানুষের অবস্থাদৃষ্টে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে কর্মের প্রতিফলে এতো বৈপরিত্য কেন ? এ প্রশ্নের জবাব খুঁজতে গেলে আরো কিছু প্রশ্ন হুমরি খেয়ে পড়ে তা হলো - তাহলে কি পাপাচারিতা আর জুলুমের নাম হক আর সততা সাধুতা এবং ন্যায়পরায়নতার নাম বাতিল ? দুনিয়া কি পুরষ্কারের আসল জায়গা নয় ? নাকি দুনিয়ার স্রষ্টা তার ব্যবস্থাপনায় ভুল করেছেন[নাউযু বিল্লাহ] ? এ প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে তা অনেক বেশি ব্যাখ্যার দাবী রাখে । এই সবগুলো প্রশ্ন মূলত একই সূত্রে গাঁথা । এ পর্য্যায়ে এসে আমি এটাই বলবো যে বিবেককে এভাবে প্রশ্ন করতে থাকলে একসময় আপনি প্রতিফলের জন্য একটি অনন্ত জীবনের যৌক্তিকতাই খুঁজে পাবেন । কারণ বিভিন্ন যুক্তিতে দুনিয়া শাস্তি বা পুরষ্কার লাভের উপযুক্ত নয় । আর মানুষকে অনন্তজিবনের পুরষ্কারের জন্যেই সৎকাজ করতে হবে ।

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে খুব সুন্দর কথা বলেছেন।
আর আমার কথা গুলো বলার কারণ হলো সমাজের কিছু অমানুষের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.