নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

“দেশের জাতি দেশেরি শত্রু”

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯



একটি দেশ উন্নত হয় একটি সুশীল সমাজ পেলে, একটি সুশীল সমাজ উপহার দেয় একটি সুশীল জাতি। আর একটি সুশীল জাতি উন্নত হয় একটি দেশের শিক্ষার উপর নির্ভর করে। কিন্তু সেই শিক্ষাই যদি ধ্বংস করে দেয় দেশের জাতিরা। তাহলে সেই দেশটি ধ্বংস হতে আর কি কিছু প্রয়োজন আছে?
কথায় আছে “শিক্ষাই জাতির মেরুদন্ড” এই কথাটির অর্থ আমাদের দেশের জাতির কাছে কতটুকো সত্য তা আমার জানা না। যেখানে একটি জাতির উন্নতির কারণ হয় যদি শিক্ষা, তাহলে সেই শিক্ষাকে কেনো জাতি ধ্বংস করে দিচ্ছে ধিরে ধিরে? এটা হলো আমার দেশের অর্থ্যৎ বাংলাদেশের শিক্ষা এবং জাতির কথা বলছি। আমি গত কয়েক বছর যাবৎ দেখে আসতেছি প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস। পাবলিক পরিক্ষাগুলোতে প্রশ্ন ফাঁস হচ্ছে, জেএসসি, এসএসসি, এইচএসসি পরিক্ষায়, পাবলিক কলেজ, ইউনিভার্সিটির ভর্তি পরিক্ষায়, সরকারি চাকরির ক্ষেত্রে পাবলিক প্রতিষ্ঠান গুলোতে লিখিত পরিক্ষায়, সবখানে প্রশ্ন ফাঁস হচ্ছে। কিন্তু কেনো? এর উত্তর কোথায়? কোথায় পাবো এর উত্তর, কাদের কাছে পাবো এর উত্তর?
কারা এই ধ্বংসকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদেরকে জাতির কাছে কেনো মুখোস টেনে বের করে আনা হচ্ছে না। কেনো আজকের প্রজন্মের জাতিগুলোকে ধ্বংস দিচ্ছে। অন্যান্য জাতি থেকে কেনো এ জাতিকে নিচের দিকে নামানো হচ্ছে। অন্যান্য জাতিরা কখনোই নিজারা নিজেদেরকে ধ্বংস করে না এই ভাবে। “যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত”। কিন্তু আমাদের স্বাধীন দেশে, স্বাধীন জাতিরা আজকে কি করছেন? উন্নত তো দূরের কথা আরো অবনতির দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবারের মতো এবারও এসএসসি পরিক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। কেউ ঠেকাচ্ছে না এই ধরনের অকর্ম কাজ। না আইন, না প্রশাসন, না দেশের সরকার, না মন্ত্রীমহোদয়। দেশের ডিজিটাল হচ্ছে বেশ ভালো কথা, তাই বলে এমন ডিজিটাল। যে ডিজিটাল মানুষের জীবন ধ্বংস করার রাস্তা বের করে দিচ্ছে, যে ডিজিটালের কারণে ধ্বংস হচ্ছে শিক্ষা। ডিজিটাল ছাড়া কি মানুষ বিখ্যাত হয়নি? হয়েছে। আগেকার দিনে এই রকম ডিজিটাল লেখাপড়া থেকে ভালো লেখাপড়া করেছে মানুষ। কিন্তু ইতিহাসের কোন পাতায় নাই এই রকম প্রশ্ন ফাঁসের কথা, এই রকম ডিজিটাল পড়ালেখার কথা। বিদ্যা যদি শিখতেই হয় তাহলে কেনো চুরি করে শিখবো বা শিখাবো। বিদ্যা যদি শিখতে হয় তাহলে, শিখার মতো শিখবো, যাতে একটি জাতি অর্জন করে একটি দেশের সুন্দর ভবিষৎ। আসল বিদ্যা যদি শিখতে না পারি তাহলে মুখস্ত আর নকল বিদ্যা দিয়ে নিজেকে আর দেশকে কেনো মিথ্যের আশ্রয় দিবো। গাছে ফুল ফোটার আগে যদি কলিটাকে ছিড়ে ফেলে দেওয়া হয়, তাহলে সে গাছে ফুল ফুটবে কি করে, আর তার সৌদর্য্যই বা ছড়াবে কি করে।
যে শিক্ষার জোড়েই ধরে রাখে একটি দেশের উন্নত, সেই জোড়টাকেই তো ধ্বংস করে দিচ্ছে দিনে দিনে দেশের শত্রুরা। “দেশের জাতি দেশেরি শত্রু” পরিনত হচ্ছে।শিক্ষাই হলো জাতির বেচে থাকার ভিত্তি। যদি সেই ভিত্তিটাকে উগলিয়ে ফেলে দেয় তাহলে দেশ বাচবে কি করে? কেনো এমন হচ্ছে আজ দেশে, কেনো এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আর ব্যবস্থা করলেই বা তা জোড়পূর্বক হচ্ছে না কেনো? নাকি ক্ষমতার অপব্যবহার করছে। নাকি দেশ থেকে শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিয়ে ব্রিটিশদের মতো ক্ষমতা চালাবে। তারা হবে রাজা আর সাধারণ মানুষ হবে প্রজা।যাদের ক্ষমতা আছে তারাই কি টাকা নিয়ে খেলা করবে আর দর্শক হবে সাধারণ মানুষ, তাদের টাকার খেলা দেখবে। তাহলে কি আমরা ধরে নিবে যারা টাকার খেলা দেখাবে তারাই শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে। আর আগামী প্রজন্মরা যাতে টাকা নিয়ে খেলতে না পারে সেই জন্য ধ্বংস করা হচ্ছে শিক্ষাকে। এখন যারা টাকা খেলার প্লেয়ার তারাই আগামীতে হবে প্লেয়ার, দ্বিতিয় অন্য কেউ হতে পারবেনা। বাকিরা হবে সব তাদের খেলা দেখার দর্শক। যাতে জাতি শিক্ষিত না হতে পারে সেই ব্যবস্থাই কি করছে আমাদের গুরুজনরা?

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়ার পায়তারা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০১

কামরুননাহার কলি বলেছেন: হুম।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

পার্থ তালুকদার বলেছেন: প্রশ্নপত্র ফাঁস হওয়া জাতির জন্য খুবই লজ্জার ব্যাপার। সরকারের এ ব্যাপারে আরো কঠোর হওয়া প্রয়োজন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

মোস্তফা সোহেল বলেছেন: প্রশ্ন ফাঁস করছে যারা তারা বড় অপরাধী আর যারা প্রশ্নপত্র ফাঁসের আশা করে তারা কি একই পাপে পাপী নয়?
আগে তো আমরা কোনদিন কল্পনাতেও ভাবি নাই পরীক্ষার আগে প্রশ্ন হাতে পাব।
আর এখনকার ছাত্র-ছাত্রীরা মনে হয় হা করে বসে থাকে কখন পরীক্ষার আগেই প্রশ্ন হাতে পাবে সে আশাতেই।
আমরা আমাদের নিজেদেরকেই নিজ হাতে ধ্বংস করছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

কামরুননাহার কলি বলেছেন: ঠিক বলছেন ভাইয়া, আমরা আমাদের নিজেদেরকেই নিজ হাতে ধ্বংস করছি।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

যবড়জং বলেছেন:

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

যবড়জং বলেছেন:

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

তারেক ফাহিম বলেছেন: দিন দিন ডিজিটাল হচ্ছি না বিবেক হারাচ্ছি :(

বার বার প্রশ্ন পত্র ফাঁস ব্যপারটি সত্যি ভাবায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪

করুণাধারা বলেছেন: লেজ ধরতে পারলেই মাথায় পৌঁছান যায়- কিন্তু মাথার কাছে কেন পৌঁছানো যাচ্ছে না!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩

কামরুননাহার কলি বলেছেন: হুম সেটাই ভাইয়া কেনো এদের লেজ ধরতে পারছেনা, জানিনা।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

জাহিদ হাসান রানা বলেছেন: এটা কমপ্লেইনের কুফল।সরকারকে এখানে কোনভাবেই দোষ দেওয়া যায় না।নাহিদ কাক্কু ত আর এগুলা খাইয়া বড় হয় নাই।যারা প্রশ্ন ফাস করছে তাদের সাথে পারবে কেমনে?
আপনার সন্তানকে কমপ্লেইন খাওয়ান।। :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা হাসালেন আপনার মন্তব্যতে।
একটি দেশের গোড়া যদি ঠিক না থাকে তাহলে মাথা বড় হবে কেমনে বলেন।
আর কমপ্লেইন! এটা খাওয়ালেতো মাথা আরো নষ্ট হবে। কারণ এতে আছে বিষ। হাহাহাহাহা।
সরকার নাহিদ কাক্কু এদের কারণেই তো এখনে শিক্ষা নিয়ে ব্যবসা শুরু করছে মানুষ।
আপনি কোন জগতে আছেন ভাইয়া আল্লাহু জানেন।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

জাহিদ হাসান রানা বলেছেন: হাসুন প্রাণ খোলে।এই শীতে আরো প্রাণবন্ত হাসির জন্য ব্যাবহার করতে পারেন মেরিল লিপজেল :|
নাহিদ কাক্কুকেও গিফট পাঠাতে পারেন বেচারাকে কখনো প্রাণবন্ত হাসি হাসতে দেখি নাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: ক্ষমতায় টিকে থাকার জন্য সবাই ব্যস্ত।
এদিকে যে শিক্ষার বারোটা বেজে যাচ্ছে সেদিকে কারো লক্ষ নেই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রশ্ন ফাঁস নিয়ে তোমার (আমাদের জেলার মেয়ে বলে আপনাকে তুমি করে বললাম) আজকের লেখা ভালো হয়েছে। প্রশ্ন ফাঁস বন্ধ হউক।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে। তুমি বলেছেন তাতে কোন সমস্যা নেই আমি আপনার ছোট হতে পারি। আর তুমি শব্দ সুন্দর শব্দ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

কামরুননাহার কলি বলেছেন: লেখা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

আটলান্টিক বলেছেন: যথার্থ বলেছেন।আজ যদি খুব ভাল একটা এডুকেশনাল সিস্টেম থাকতো তাহলে চারদিকে এতো অনাচার হতো না।এখনকার শিক্ষা ব্যবস্থা মতো চললে গুটিকয়েক বাদে সবার ভবিষ্যৎ অনিশ্চিত।ইঞ্জিনিয়ারিং পরে আজ অনেকে বিসিএস দিচ্ছে।আরো খারাপ কথা হলো এই অবস্থার যে অদূরভবিষ্যৎ এ উন্নতি হবে সেটারও আশা নেই।সবমিলিয়ে সেই ব্রিটিশ আমলের মতোই চলছে সব।পাঠ্যবইগুলোর মানও যাচ্ছেতাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

ধ্রুবক আলো বলেছেন: প্রশ্নফাঁস হলো এক ধরণের ভাইরাস যা দিয়ে জাতিকে পঙ্গু বানিয়ে ফেলা হচ্ছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। হুম আসলেই এটা একটি ভাইরাস।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

আখেনাটেন বলেছেন: শিক্ষার এই বিশৃঙ্খল অবস্থা জাতির জন্য অভিশাপ হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব একটা সুখকর জায়গা রেখে যাচ্ছি না আমরা।

আপনার ভাবনা ভালো লাগল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ঠিক বলেছেন এটা একটি জাতির জন্য অভিশাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.