![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোটামুটি উদ্দেশহীন একজন মানুষ...... I Have No Ambition...... কারন আমি প্রায় সবই পারি......লেখাপড়া থেকে শুরু করে মারামারি...... খেলাধুলা থেকে কবিতা সব কিছুতেই আমার আগ্রহ আছে.....কিন্তু সমস্যা হলো আমি কোন কিছুতেই পারফেক্ট না......মানে সেরা না......অথচ সবই করি......আগ্রহভরে করি......মাঝে মাঝে বিশ্ববিদ্যালয় এর ছাত্র হতে ইচ্ছা করে.....প্রানরসে ভরপুর এক তরুন.......যখন যা ইচ্ছা করব.....ইচ্ছা মত পাগলামি করব.......কালারফুল একটা জীবন......মাঝে মাঝে আর্মি অফিসার হতে ইচ্ছা করে......কালো সানগ্লাস পরে যখন গাড়ি থেকে নামব সৈন্যরা স্যালুট করবে...... আমি বুক ফুলিয়ে মাথা উচু করে হেটে যাবো........আহ কি প্যাশন........ কখনো ভাবি ফুটবলার হব.......দেশের প্রথম খেলোয়ার হিসেবে রিয়াল মাদ্রিদে খেলবো......যখন দেশের হয়ে খেলবো স্টেডিয়ামের সবাই আমার নাম ধরে চিৎকার করবে......তখন তো রক্ত আগুনের মত গরম হয়ে যাবে......শট দিয়ে গোলবার ভেংগে ফেলবো........কখনো ভাবি পাইলট হব.......যুদ্ধ বিমানের......রোমাঞ্চকর একটা লাইফ থাকবে......সবসময়ই যেখানে মরার সম্ভাবনা.....তবুও এগিয়ে যাবো দেশের জন্য....... মাঝে মাঝে লেখকও হতে ইচ্ছা করে.......মনে হয় আমার পাঠকরা আমার লেখা পড়বে আর চোখের জল ফেলবে.......আমার বইয়ের জন্য প্রতি বছর বইমেলার জন্য অপেক্ষা করবে.......আহ কি জীবন......আবার কখনো নচিকেতার মত বলতে ইচ্ছা করে
"আমি ভবঘুরেই হব এটাই আমার এমবিশান....
আমি কোন বাউল হব এটাই আমার এমবিশান.....
তবুও আমি বোকাই রব এটাই আমার এমবিশান..... "
©somewhere in net ltd.