![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ........ হ্যা,সত্যি.......আমার আশে পাশে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আমি এত সুখী.......আমার একটা আলাদা রুম আছে,একটা আরামদায়ক বিছানা আছে তাই আমি সুখী.......আমার মাথার কাছে বুকসেলফে আমার প্রিয় কিছু বই আছে তাই আমি সুখী........আমার মোবাইলে অসাধারণ কিছু গান আছে তাই আমি সুখী.......মাঝে মাঝে ভাবি আমার হয়ত চাওয়ার কিছুই নেই........কখনো যদি আলাদিনের দৈত্য এসে আমাকে বলে "তুমি কি চাও???তোমার তিনটা ইচ্ছা আমি পুরণ করব" তখন আমি বলব "আমার তিনটা ইচ্ছা নেই,আমার একটা ইচ্ছা পূরন করলেই আমি খুশি হব।আমি এখন যেমন আছি সেইরকমই যেন থাকতে পারি।এই বয়সেই থাকতে পারি।আমার পাশে যেন এখনকার মত অসাধারণ কিছু মানুষ থাকে।"একজীবনে আমি অনেক কিছু পেয়েছি..... অনেক কিছু......আমার জীবনে এখন কোন অপ্রাপ্তি নেই..... আমি অনেক সুখী....... :-)
©somewhere in net ltd.