![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক চিন্তা ভাবনা করে দেখলাম....আমি একটা স্বার্থপর মানুষ ...... নিজের স্বার্থে আঘাত লাগলে তা আমি সহ্য করতে পারি না......কেউ আমার গল্পের বই পড়তে নিলে আমার মনে খচখচ করে.....বইয়ের পাতা ছিড়বে না তো???মলাট ভাজ জবে না তো???আবার আমার ফোন কেউ ধরলে আমার ভালো লাগে না.....আমি আবার খুব আরামপ্রিয়...... তাই আমার বিছানায় কাউকে শেয়ার করতে চাই না.....আমার কোলবালিশ কাউকে দেই না.....বালিশের শত অভাব থাকলেও......আমি যাদের দিয়ে টুকটাক কাজ করাই তারাই যদি আমাকে কিছু করতে বলে তাহলে আমার খুব বিরক্ত লাগে......আমি কোথাও গেলে বন্ধুদের সাথে নিয়ে যাই......কিন্তু কেউ তার সাথে যেতে বললে আমি খুব অনিচ্ছাসত্ত্বে যাই.....আমি কারও কাছ থেকে ব্লুটুথ এ গান নেয়ার পরে সে যদি আমার কাছে আবার গান চায় আমার বিরক্ত লাগে......তবুও এই মানুষ গুলো আমার প্রতি একটুকুও বিরক্ত হয় না......ধন্যবাদ তোমাদের........
©somewhere in net ltd.