নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাল পুরুষ

কিছু না

কাল পুরুষ ৭৭

কাল পুরুষ Duniya Hila denga

কাল পুরুষ ৭৭ › বিস্তারিত পোস্টঃ

কিছুই বলি না

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

নিজের সম্পর্কিত খারাপ কথাগুলো শুনতে আমার ভালোই লাগে.......জানি সত্যি নয় তবুও কিছুই বলি না......কি লাভ বলে???সবার সাথে তর্ক করে প্রমাণ করতে হবে নাকি আমি ভালো.....আমি ভালো এইটা আমি জানলেই হবে......অনেকেই বলে আমি সিগারেট খাই.....আমার তো মনে হয় না তারা সিগারেট পর্যন্ত বলেই ক্ষান্ত হয়.......আমি নেশা করি এইটাও হয়ত সন্দেহ করে......অথচ আমি কখনো সিগারেট খেয়েও দেখি নি.....মজা করেও কখনো একটান দেই নি.......কারন আমি প্রতিজ্ঞাবদ্ধ...... আমার বাবা একদিন আমাকে বলল"আমি ক্লাস ৯ থেকে সিগারেট খাইতাম......তাই বলে তুমি কখনই সিগারেট খাবা না.....আমার বদভ্যাস তুমি আত্মস্থ করবা না" সেই দিন আমি তাকে কথা দিয়েছিলাম...... আমি এখন পর্যন্ত মুখের কাছে সিগারেট নিয়ে দেখি নি.....অথচ অনেকেই আমাকে জেরা করে আমি নাকি সিগারেট খাই....আমি তাদের কথার প্রতিবাদ করি না.....বলুক....পরিবারের বাইরে কেউ যদি বেশি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে তাহলে বলি আমি সিগারেট খাই এই কথা শুনে তারা খুশি হয়.....নতুন কিছু আবিষ্কারের হাসি হাসে.....আমিও হাসি.....হঠাৎ আমার এক ফ্যামিলি মেম্বার আমাকে ফোন করে বলল "তুমি কার সাথে মারামারি করছ???কে নাকি তোমাকে মারছে??? ইত্যাদি ইত্যাদি......আমি তো আকাশথেকে পড়লাম......কারন যখন তিনি এই কথা বলেছেন তখন আমি কারো সাথেই মারামারি করি নি মার খাওয়া তো দুরের কথা.....আমার কথা তিনি বিশ্বাস ই করেন না.....বলেন আমি খবর পাইছি......আমি খবর পাইছি......তার এই গোপন খবর দাতা মাঝেই আমার নামে তার কাছেই খবর পাঠায়.....আর তিনি আমাকে চার্জ করেন.....আমি যতই না বলি তিনি আমাকে আরও চেপে ধরেন.......আমার প্রতিবাদের সুর ততই নরম হয়......আমার মা আমাকে মাঝে বলে আমি মারামারি করি নাকি আমি বলি আমি করি না তিনি বিশ্বাস করেননা......আমি আর কিছুই বলি না......কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই.......বলুক সবাই বলুক.....I Don't Care.....যত দিন সহ্য করতে পারি সহ্য করব.....সহ্য করতে না পারলে শেষ হয়ে যাবো.....একদিন সবাই জানবে,বুঝবে.....আমিই ঠিক ছিলাম.....সবাই ভুল ছিল......তখন তারা কাদবে....অঝোরে কাদবে.....কিন্তু কিছুই করার থাকবে না....... Time Will Stopped.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.