![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বাংলাদেশের ফুটবলের অবস্থা খুব একটা সুবিধার না.......মানুষ ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়তে খুব আগ্রহী না.......তার মূলে রয়েছে অনিশ্চয়তা...... মানুষ যে ফুটবল নিয়ে অনাগ্রহী তা না.....ফুটবল ক্যারিয়ার নিয়ে অনাগ্রহী..... সবাই শৌখিন ফুটবলার.......এই শৌখিন ফুটবলার থেকে কতটুকু মানসম্মত খেলোয়ার পাওয়া যাবে তা বলাই বাহূল্য.......৮ বছর বয়সে মেসি মেসি বার্সালোনার লা মেসিয়াতে খেলেছে.....অথচ ৮ বছর বয়সে আমাদের মাঠে যেতে দেয়া হত না পা ভেংগে যাবে বলে.....তারচেয়ে বড় কথা ফুটবলে আমাদের অনুপ্রেরণা নেই......ফুটবলের সব খেলাগুলো হয় ঢাকা না হয় চট্টগ্রামে.....আমরা মাঠে যেয়ে খেলা দেখতেই পারি না.....বাংলাদেশের ফুটবল খেলা আরও প্রসারিত করা উচিৎ...... আন্তঃস্কুল,আন্তঃকলেজের পাশাপাশি উপজেলা পর্যায়ে,জেলা পর্যায়ে.... ...তাছাড়া প্রতিটা উপজেলায় স্টেডিয়াম দেয়া উচিৎ...... এবং প্রতিটা খেলা হওয়া উচিৎ লেগ পদ্ধতিভিত্তিক.....একবার আমাদের মাঠে অন্যরা খেলবে তারপর আমরা তাদের মাঠে খেলবো.....এবং প্রতিটা উপজেলায় না হলেও প্রতিটা জেলায় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র থাকা উচিৎ..... প্রতিটা উপজেলায় ভালো ভালো ক্লাব থাকতে হবে যারা দেশের বিভিন্ন জায়গায় খেলতে যাবে.....আমার বাড়ির পাশের মাঠে যখন মামুনুল,এমিলি,জাহিদ,মিশুরা খেলবে তখন তাদের দেখে এ দেশের হাজারো শিশু মনের ভিতর ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে....মা বাবারা তাদের সন্তানকে খেলতে অনুপ্রানিত করবে.....আর যারা বলেন বাংলাদেশে ফুটবল প্রতিভা নেই তাদের বলব আপনি কি কখনো মাঠে যেয়ে ফুটবল খেলা দেখেছেন???দেখেছেন বাচ্ছারা কত সুন্দর ড্রিবল করে....কত সুন্দর পাস দেয়....নিশ্চয়ই দেখেননি..... আপনাদের মত এইরকম কিছু সমালোচক(!!!) দের কথা শুনে এই ফুটবলাররা অনেক সময় খেলা ছেড়ে দেয়.....তাই আমি বলব এই দেশে অনেক অনেক প্রতিভা আছে....তাদের শুধু সুযোগ দিন....তারা দেশ বদলে দেবে.....আপনারা কাউকে ভৎসনা না করে অনুপ্রানিত করুন আর তার ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন.......
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬
কাল পুরুষ ৭৭ বলেছেন: হুম।নতুন রক্ত দরকার.।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২০
ইমরান আশফাক বলেছেন: বর্তমান বাফুফের সকল কর্মকর্তাদের জোরপূর্বক ছাটাই দিয়ে তারপর আমাদের চিন্তা করতে বসা উচিৎ কিভাবে ফুটবলের উন্নয়ন করা যায়।