![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব মানুষের জীবনেরই কিছু সময় যায় গোল্ডেন পিরিয়ড..... অসাধারণ কিছু সময়.....আমিও এই সময় কাটিয়েছি...... সময়টা ছিল ক্লাস ১০ থেকে ইন্টার ফার্স্ট ইয়ার এর প্রথম দিকের কিছু সময়......অসম্ভব সুন্দর কিছু সময় ছিল.....এই সময়ের প্রতিটা মূহুর্ত আমি ইনজয় করেছি......প্রতিদিন অনেক বার এমন হয়েছে যে হাসতে হাসতে কেদে ফেলেছি.....তবুও হাসতেই আছি......আর প্রায় প্রতি রাতেই কাঁদতাম..... আমার এত আনন্দের জন্য কাঁদতাম...... ভাবতাম এই দিনগুলো শেষ হয়ে গেলে কি হবে.....এই ভেবে কাদতাম এত সুন্দর জীবন রেখে কিভাবে মারা যাব......আমার এই সময়ে আনন্দের মূলে ছিল আমার কিছু বন্ধু.....অসাধারণ কিছু বন্ধু......আপনারা হয়ত জানেন না পৃথিবীর শ্রেষ্ঠ কিছু মানুষ আমার বন্ধু.....সত্যি...সত্যি....একদম সত্যি......এই বন্ধুদের ছেড়ে কিভাবে থাকব তাই ভেবে কাদতাম.....এরা দূরে সরে গেলে কিভাবে থাকব তাই ভেবে কাদতাম......একটা মজার কথা কি জানেন???আমার এই গোল্ডেন গোল্ডেন পিরিয়ডে আমার কোন বড় অসুখ হয় নি.....খুব সুখে ছিলাম তো তাই মনে হয়......এই দিন গুলো হয়ত এখন আর নেই কিন্তু আমি খারাপ নেই....অনেক ভালোই আছি......মাঝে মাঝে গোল্ডেন পিরিয়ড এখনও আমার জীবনে ফিরে আসে.....হয়ত খুব কমম সময়ের জন্য.....হয়ত এক দিন বা দুই দিন.....কিন্তু আসে.....এই ভেবে আনন্দিত হই যে এই দিন গুলো আমি একবারে হারিয়ে ফেলি নি....হয়ত এখন সেই সময় নেই.....কিন্তু একদিন আসবে......অবশ্যই আসবে......চিরস্থায়ী হয়েই আসবে.....
©somewhere in net ltd.