নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাল পুরুষ

কিছু না

কাল পুরুষ ৭৭

কাল পুরুষ Duniya Hila denga

কাল পুরুষ ৭৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১১

যেদিন প্রথম খুব সকালে জেগেছিলাম,
অবাক চোখে দেখেছি সূর্য্যটাকে,
সূর্যোদয়ের চেয়েও সুন্দর কিছু হতে পারে
তা বিশ্বাস হয় নি।

প্রথম যেদিন মাকড়শার জালে শিশির দেখলাম,
মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে ছিলাম
ভূলে গিয়েছিলাম চোখ সরাতে।

রাতের শেষ প্রহরে,
হঠাৎ দেখেছিলাম অদ্ভুত পূর্ণিমা,
চাদের আলো যেনো তার, সকল তেজ নিয়ে আছড়ে পড়েছিলো মাটিতে,
ফজরের আজান শুনে সেদিন আমার মোহ ভেঙ্গেছিল।

তারপর অনেক সূর্যোদয়,শিশির আর পূর্ণিমা দেখেছি,
রহস্যময় সে সৌন্দর্য ধীরে ধীরে হয়েছে ম্রীয়মান,
উচ্ছাস কমে এসেছে নিত্যই,
ভাটা পরেছে উদ্যমে।

কিন্তু প্রখর রৌদ্র দিনে,
যখন ঘামে বইছিল বন্যা,
সবুজ শাড়িতে দেখা দিলে তুমি,
অমনি যেন একপশলা বৃষ্টি নামলো বুক জুড়ে।

তারপর বহুবার দেখেছি তোমায়,
অনুভুতি হয়েছে তীব্র থেকে তীব্রতর,
বাস্তবতার উত্তাপে যখন আবেগ গলতে শুরু করে,
তখন তোমায় ভাবলেও প্রশান্তি নামে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.