![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি প্রেমের কবিতা লিখতে চাই,
যেখানে আমি বলে যাবো
তোকে আমি কতটা ভালোবাসি,
কেন ভালোবাসি।
বলা হয়ে গেলো আমি থেমে যাবো
তোর ভেতরে খুজে বেড়াবো না নতুন কোনো বিশেষণ,
তোর ভেতর আর কখনো ডুব দেবো না।
হারিয়ে যাবো তোর গন্ডিতে।
কবিতা লেখা হয়ে গেলে আমি সুবোধ বালক হয়ে যাবো,
তোর বুকে মাথা রেখে কাটিয়ে দেব শতাব্দীর সব শীত বসন্ত
সেদিন আমি আর অবাধ্য হব না,
নিজের ভেতর ঘুমিয়ে রব।
আমার ভেতর খুজে পাবি না উগ্র প্রেমিকের উন্মাদনা,
ছাই চাপা আগুন নিভে যাবে।
সঞ্চালন হবে রক্তে,অনুভূতি শূণ্য,
মানুষ বেচে রবে,প্রেমিক মরে যাবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রথম স্তবক সাধারণ।
ওটা বাদে খুবই ভালো লাগল। +