![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ নারিন্দা, ঢাকা। পেশাঃ নগর গবেষক। শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল ও হস্তরেখা বিদ্যা চর্চায় যথেষ্ট আগ্রহ ছিল। বিশ্বাসঃ মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর মুখোমুখি হতে আমার ভীষণ ভয়।
শীতল দিনে উষ্ণ শুভেচ্ছাঃ শুভ জন্মদিন
আজ ৫ই ডিসেম্বর। সুন্দর পরিচ্ছন্ন আবহাওয়া। হাল্কা একটু শীতের আমেজও আছে। আকাশে মেঘের তেমন আনাগোনা না থাকলেও ভোরের দিকে হাল্কা কুয়াশা ও বাতাসে শিরশিরে ভাবটা টের পাওয়া যাচ্ছে। যদিও মাসটা “শ্রাবণ” নয়, আর কোন সন্ধ্যার আড্ডাতেও নেই। তবুও আড্ডাপ্রিয় বাঙালীদের কাছে গড়পরতা সব সন্ধ্যাই কখনো কখনো এক একটি “শ্রাবণসন্ধ্যা” হয়ে ওঠে। এই ব্লগেও আড্ডাপ্রিয় মানুষের কোন কমতি নেই। আর সেই আড্ডাটা যদি কারো জন্মদিন উপলক্ষ্যে হয় তবেতো কথাই নেই। যদিও আড্ডাটা আপাতত ভার্চুয়াল পর্যায়েই থেকে যাচ্ছে তবুও আজ তেমনি একটা আড্ডার দিন। আজ ৫ই ডিসেম্বর। সামহয়্যারইন ব্লগের এক আড্ডাপ্রিয় ব্লগারের আজ জন্মদিন। অত্যন্ত মিশুক ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারিনী এবং অনেকের প্রিয় একজন ব্লগার- সে হলো “শ্রাবণসন্ধ্যা”।
এই ব্লগে সে লগিন করার পর অনেকদিন পর্যন্ত আমি তার ব্লগে যাইনি এবং তার লেখাও পড়িনি। তার সাথে আমার প্রথম দেখা হয় একুশের বই মেলায়। সেদিন শুধুই পরিচয় বিনিময় ছাড়া আর তেমন কোন কথা হয়নি। সেদিনের সেই পরিচয়ের সূত্র ধরে তার ব্লগে আমি মাঝে মাঝে ঢুঁ মারতাম। পোস্টে মন্তব্যও করতাম। সে’ও সময় পেলে আমার পোস্টে মন্তব্য করতো। এরপর একদিন আমার বাসায় ব্লগারদের এক ঘরোয়া আড্ডায় সে নিজেই উপস্থিত হলো। সেদিন তার প্রথম অভিযোগ ছিল, "দাদাকে নিয়ে ব্লগে অনেক সমালোচনা হয় দেখেছি কারণ দাদা মেয়েদের ব্লগে অনেক বেশী বেশী মন্তব্য করেন কিন্তু আমার ব্লগে কেন তিনি দীর্ঘদিন আসেননি বা কোন মন্তব্য করেননি তার কারণটা আমার অজানা। জানালে খুশী হতাম"”। আমি এই প্রশ্নের তেমন কোন যুৎসই জবাব দিতে পারিনি।
হ্যাঁ আজ ৫ই ডিসেম্বর। ব্লগার “শ্রাবণসন্ধ্যা”র জন্মদিন। তার জন্মসংখ্যা ৫। সে “ধনু” রাশির জাতিকা। রাশিফল ও সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আমি তাকে এভাবে বিশ্লেষণ করতে পারি যা একান্তই আমার নিজস্ব অভিমত এবং সার্বজনীন রাশিগত ভাবনারই প্রকাশমাত্র।
এক নজরে শ্রাবণসন্ধ্যা’র রাশিফল-
রাশি : ধনু
অধিপতি গ্রহ : বৃহস্পতি
শুভ গ্রহ : বুধ ও বৃহস্পতি
ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ : বুধ ও বৃহস্পতি
শুভদিন : বুধবার ও বৃহস্পতিবার
শুভ সংখ্যা : ৩ ও ৫
শুভ তারিখ : ৩,৫, ১২,১৪,২৩,৩০
শুভ রঙ : সবুজ, টারকুইজ, হাল্কা বেগুনী
শুভ রত্ন : পান্না, অনিক্স ও ফিরোজা
শুভ ধাতু : রূপা, হোয়াইট গোল্ড
শ্রাবণসন্ধ্যার জন্মদিন ৫ই ডিসেম্বর হওয়ায় তার জন্ম সংখ্যা ৫। যে কোন মাসের ৫, ১৪ ও ২৩ তারিখে যারা জন্মগ্রহণ করেন সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তাদের অধিপতি গ্রহ বুধ। আবার ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই তার জীবনে বুধ ও বৃহস্পতি দুই গ্রহের সমান প্রভাব থাকবে। এরা সময়বিশেষে অত্যন্ত চটপটে ও অস্থির প্রকৃতির আবার কখনোরা এর ঠিক বিপরীত। যে কোন বিষয়ে আলোচনা করতে বা যে কোন পরিস্থিতিকে সামলে উঠতে এরা বিশেষ পারদর্শী। এদের কল্পনাশক্তি, উদ্ভাবনীশক্তি ও বুদ্ধি প্রবল বিধায় এরা কাজে ও চিন্তায় অত্যন্ত ক্রিয়েটিভ। এদের মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা কাজ করলেও এরা সবসময় প্রাণবন্তু বা সজীব থাকতে ভালবাসে। এরা অত্যন্ত মিশুক হলেও মনের দিক থেকে নিজের জন্য আলাদা একটা ক্ষেত্র তৈরী নেয় যেখানে সবার অনুপ্রবেশ খুব একটা সহজসাধ্য নয়।
৫ সংখ্যার প্রভাবজনিত কারণে বুকের শ্বাস-প্রশ্বাস, নার্ভাস সিস্টেম, কথা বলা, শিক্ষা ও বুদ্ধিবৃত্তির সঙ্গে জড়িত।
বুধ গ্রহ বন্ধুভাবাপন্ন ও শুভ লক্ষণযুক্ত গ্রহ হলেও এই রাশির জাতক-জাতিকা কিছুটা সন্দেহপ্রবণ, ঐকান্তিক, কৌশলী, চতুর এবং কোন কোন ক্ষেত্র প্রতারণাপূর্ণ আচরণ করে থাকে। বুধের জাতক-জাতিকারা বুদ্ধিমান, জ্ঞানী, কমনীয়, হাস্যরসাত্মক, ব্যঙ্গকৌতুক ও আমোদ-প্রমোদ ভালবাসেন। এরা যুক্তি, তর্ক ও বুদ্ধি খাটিয়ে যে কোন প্রতিকুল অবস্থাকে নিজেদের অনুকূলে আনতে পারে। এরা ভ্রমণ ও ঝুঁকিপূর্ণ কাজ করতে আগ্রহী। এরা প্রকৃতগতভাবেই ভাল বক্তা এবং কথাবার্তায়, বাহ্যিক আচরণে ও ব্যবহারে অনেক বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী। এরা সংস্কৃতিবান ও সুরুচিসম্পন্ন, কথাবার্তায় খুব হিসেবী, ক্ষেত্রবিশেষে সন্দেহপ্রবণ অথচ সহানুভূতিপ্রবণ ও দরদী হৃদয়বিশিষ্ট। এরা বাস্তববাদী, যুক্তিবাদী, সমালোচনাপূর্ণ স্বভাবের এবং আধুনিক ধ্যানধারণায় বিশ্বাসী। এরা বিজ্ঞ ও জ্ঞানী লোকের সংশ্রব ভালবাসেন এবং পছন্দসই পরিবেশে যথেষ্ট আন্তরিক।
শুভ জন্মদিন “শ্রাবণসন্ধ্যা”। অনেক অনেক শুভেচ্ছা রইলো সাথে ভাল থাকার প্রার্থনা।
২| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৪
শয়তান বলেছেন: শুভ জন্মদিন “শ্রাবণসন্ধ্যা”
৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: দাদা আপনি তো একদম গড়গড় কইরা হস্তবিশারদের মতন কইয়া গেলেন.............এগুলান কোনটা আমার লাগে মিলে কিনা সেইটা কইবেন তো!
দাদা যদিও ফাঁকিবাজি করছেন, তারপরও এত্তগুলা ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫
কালপুরুষ বলেছেন: তোমার জন্য নির্দ্দিষ্ট করে তেমন কিছু বলি নাই। তবে এই ব্যাখ্যা ধনু রাশির সবার জন্যই প্রযোজ্য। তুমি নিজেই মিলিয়ে দেখে নিও। সবকিছু মিলবে তার কোন গ্যারান্টি নেই। আর সংখ্যা তত্ত্বের ভিত্তিতে যাদের জন্ম তারিখ ৫, ১৪ ও ২৩ তাদের কিছু কিছু মিললেও মিলতে পারে।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৯
আজম বলেছেন: আবারো জন্মদিনের শুভেচ্ছা
কালপুরুষদা অনেক কষ্ট করেছেন, ওনাকেও শুভেচ্ছা
৫| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২১
টোকাই সিকদার বলেছেন: সুভেচ্ছা
৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭
জানা বলেছেন:
"এই রাশির জাতক-জাতিকা কিছুটা সন্দেহপ্রবণ, ঐকান্তিক, কৌশলী, চতুর এবং কোন কোন ক্ষেত্র প্রতারণাপূর্ণ আচরণ করে থাকে।"
-----------------------------------------------------------------
সে কথা কি আর বলতে দাদা! তাঁর ভয়াবহ প্রতারণার শিকার আমি। আমাকে গুচ্ছ গুচ্ছ সাপের ভয় দেখিয়ে 'ন্যাড়া' বানিয়ে নিজে দিব্যি একরাশ ফুরফুরে চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমায় বদলে দিয়েছেন, নিজে বদলান নি! আপনার কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত। উফ্ কি ভিষণ....! তবুও,
শুভ জন্মদিন 'শ্রাবণসন্ধ্যা' ।
মঙ্গলময় প্রতিদিনের কামনা আপনার জন্য।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১
কালপুরুষ বলেছেন: হাহাহাহাহাহা...... । তাই নাকি!! সেই চুলগুলো কোথায়? আমি একটা পরচুলা বানিয়ে নিতাম। আমারোতো মাথা খালি হয়ে যাচ্ছে।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩০
অজানা আমি বলেছেন: শুভ জন্মদিন 'শ্রাবণসন্ধ্যা' আপু
৮| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: হাহা জানা আপু...........
শয়তান ভাই একজন টাক্নির ছবি দেখার জন্য আমার মাথা খারাপ করে দিল...........এখন তাকে আপনার সন্ধানটা দিতে হয় ( ফাঁকতালে সত্যতা যাচাই ও হয়)
শুভকামনা র জন্য একরাশ ধন্যবাদ।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২
পল্লী বাউল বলেছেন: ধনু রাশির জাতিকাকে শুভ জম্মদিন। দীর্ঘায়ু হোন শ্রাবনসন্ধ্যা আপু।
অট: আহ, কেউ যদি আমার রাশিটা এভাবে বিশ্লেষণ করে দিতো!
অনেক ধন্যবাদ কালপুরুষ দাদাকে।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৪
কালপুরুষ বলেছেন: বাউলদা আপনার জন্মদিন কবে জানিয়েন।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: বাউল দাদা সময় আসবার খানিক আগে দাদাকে স্মরন করিয়ে দিবেন।
ধনু রাশির জাতিকা অনেক খুশি আপনার শুভকামনায়
১১| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
সুনীল সমুদ্র বলেছেন:
শ্রাবনসন্ধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা।
ধনু রাশির জাতিকাদের ভাগ্য বিশ্লেষণের পারদর্শীতার জন্য ধন্যবাদ -কালপুরুষদাকেও।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭
কালের সাক্ষী বলেছেন: শ্রাবনসন্ধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা।
জন্মদিনের একটা পার্টি দিছি ! আইসা চা খাইয়া যান দাদা...http://www.somewhereinblog.net/blog/kalershakkhi/29053653
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৮
কালের সাক্ষী বলেছেন: লিংকটা আবার দিলাম
Click This Link
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪
একরামুল হক শামীম বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
কেক্কুক খাইতাম চাই।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শুভ জন্মদিন “শ্রাবণসন্ধ্যা” আপু..
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৫৩
ইমন জুবায়ের বলেছেন: শুভ জন্মদিন “শ্রাবণসন্ধ্যা”
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯
শ্রাবনসন্ধ্যা বলেছেন: কালের সাক্ষী.........পোস্টটা দেবার আগেই আমি ঘুমাতে চলে গেলাম..........
আমি যে রাত জাগা পাখি না, তাই এত মজার পোস্টটা দেখা হল এই সকালে।
অনেক অনেক কৃতজ্ঞতা।
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩
চিকনমিয়া বলেছেন: আফারে হেপি বাড্ডে, আমি কেক খাইতাম চাই
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
মনপুরা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আপু।
সুস্থ থাকুন সারা জীবন।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
২১| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪২
আরিয়ানা বলেছেন: শুভ বিলেটেড জন্মদিন !!! দাদা আপনার চমৎকার রাশি গুনন ভাল লাগল।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪
কালপুরুষ বলেছেন: সামনে তোমার জন্মদিনে তোমাকেও গুনবো সেই ইচ্ছে রইলো- সেটা আগাম জানিয়ে দিলাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৮
গিটার হিরো বলেছেন: আমার জন্মদিন নিয়েও একটা লেখা দিয়েন দাদা