![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
আমি কুরবানী সাপোর্ট করি না।
সারা বছর গরিবকে লাথি মারা ভদ্রলোকরা যখন মাংসের তিন ভাগের এক ভাগ গরিব দুঃখীদের দিয়ে এক বেলা মাংস খাইয়ে জুতা দান করে কুরবানীকে হালাল করতে আগ্রহী তাদের সাথে যুক্তিতে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নহে।
আমি মৌসুমী ''জীবপ্রেমী'' নই। আমিও প্রতিনিয়ত প্রানীর মাংসে কামড় বসাই। আমি সালাদ খাবার নামে উদ্ভিদ হত্যা করি। আমিও নিঃশ্বাসের সাথে কোটি কোটি ব্যাক্টেরিয়া হত্যা করি। কিন্তু একদিনে কোন অদৃশ্য ঈশ্বরের পুন্য লাভের আশায় সারা বিশ্বে কোটি কোটি প্রানী হত্যা সমর্থন করিনা। আল্লাহ নাকি বলেছে নিজের সবচেয়ে প্রিয় জিনিষ কুরবানি করতে। মুসলমানরা কয়জন তাদের প্রিয় আইফোন অথবা ল্যাপটপ বিক্রি করে গরিব দুঃখীদের দান করেছে? ঈদের আগের দিন হাট থেকে কিনে আনা পশু কিভাবে সবচেয়ে প্রিয় হয় আমার ক্ষুদ্র মস্তিস্ক ধারন করতে অক্ষম। যদি গরিবদের সাহায্য করতে মন এতই উতলা থাকে যারা কুরবানী দিয়েছে তারা কয়জন জাকাত আদায় করেছে? ঈদের আগে নির্ধারিত ফেতরা অথবা প্রানীর চামড়া দান করে দিয়েই কর্তব্য শেষ?
বিবিসির সুত্রমতে শুধু বাংলাদেশে এবার ১ মিলিয়ন গরু জবাই হয়েছে। ঈদের দিন বৃষ্টি হওয়ায় রক্ত বৃষ্টির পানিতে মিশে জলাবদ্ধতার কারনে রক্ত নদীতে পরিনত হয়েছে। যখন এই ছবিগুলি সারাবিশ্বে ছড়িয়ে পরল তখন সারা বিশ্ব কুরবানীর ভয়াবহতা ও প্রানীহত্যার এই বর্বর উৎসব সম্পর্কে সচেতন হল। যেখানে উন্নত দেশগুলি খাদ্যশৃঙ্খল বজায় রাখতে কৃত্তিম আমিষ তৈরির চেষ্টা চালাচ্ছে সেখানে এইরকম নির্বিচারে পশুহত্যা বিশ্বকে থমকে দিয়েছে। এই সব ছবি শেয়ার করেছে তারা নাকি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
ধার্মিকদের মতে যেখানে ধর্মের কাছে মানবতা, দেশপ্রেম, সংস্কৃতির কোন মুল্য নেই, সেখানে জীবের অধিকার, প্রকৃতির ব্যালেন্স নিয়ে কথা বলা উলু বনে মুক্তো ছড়ানো মাত্র। ধর্মগ্রন্থে বলাই আছে , প্রানী উদ্ভিদ সব নাকি মানুষের সেবার জন্য তৈরী করা হয়েছে। কিসের পরিবেশ, আর কিসের প্রকৃতি। জান্নাতের ৭২ হুর ইজ ওয়েটিং। সুতরাং দে জবাই, আল্লাহু আকবর।
ভাইসব, ঢাকার ''রক্ত নদী'' র ছবি শেয়ার করলেই ''নাস্তিক'' ট্যাগ খেয়ে যাবেন। ফটোশপ কৈরা রক্ত পানি যারা ঘোলা বানাচ্ছে তাদের কমেন্টে রক্ত পানির ভিডিও দিলেও ''নাস্তিক'' খেতাব পাবেন।
সুতরাং খুব খিয়াল কৈরা।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: lol
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৯
হাসান ইমরান বলেছেন: লেখার মাঝে কিছু বোকামি ও আছে।
রক্ত নদীর পুরোটাই মিথ্যা।
পশুর জন্য আপনার পাশবিকতা(!) জাগে...এই পশুর জন্য যখন মানুষ হত্যা করা হয় তখন আপনার মানবতা জাগে না।
আপনাকে কি বলা যায় আপনিই বলুন......।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫১
কামিকাজি বলেছেন: আহা, আপনিও সেই একই দলে। রক্তনদী মিথা? Click This Link
এই ভিডিও কি মিথ্যা? শান্তিনগরে বসবাসরত সবাই মিথ্যা কথা বলছে? আসলেই আপনাদের সাথে তর্কে জেতা অসম্ভব।
পশুর জন্য মানুষ হত্যা করে আপনাদের মত ধার্মিকরাই। আপনারা নিজেরাই মূর্খের মত মারামারি করে মরলে আমাদের কি করার আছে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৬
কামিকাজি বলেছেন: Click This Link
সব ভিডিওই এডিট। সবই ইহুদী নাসারাদের ষড়যন্ত্র। কি বলেন?
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৪
একটি পেন্সিল বলেছেন: আপনি কোরবানির উদ্দেশ্য সম্পর্কে যে ধারনাগুলো লিখেছেন, তা ভুল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩
কামিকাজি বলেছেন: তাহলে কোনটা সঠিক? নিজের প্রিয় বস্তুকে কুরবানী করতে বলেছে আল্লাহ, সেটা ভুল? আপনার রেফারেন্স লাগলে আওয়াজ দিবেন। ধন্যবাদ।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৭
নীলাকাশ ২০১৬ বলেছেন: আপনাদের 'কল্পিত' ঈশ্বর সমসয়মত যদি এই বৃষ্টি নাজিল না করতেন, তবে কি এই রক্তনদী দেখিয়ে অমুসলিমদের সহানুভূতি অর্জনের সুযোগ পেতেন? সেজন্য হলেও একটু শুকরিয়া আদায় করা উচিত।
কেবলমাত্র গরিবের উপকার করেই যদি বিশ্বকে বদলে দেওয়া যেত, তবে সরকার উন্নয়ন প্রকল্পে এত কোটি কোটি টাকা খরচ করত না। উন্নয়ন প্রকল্প গরিবের সামান্যই কাজে আসে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৭
কামিকাজি বলেছেন: আল্লাহ বৃষ্টি নাজিল করেনা, বৃষ্টি একটি প্রাকৃতিক কারন। ক্লাস ৫ এর বইয়ে পাবেন কেন বৃষ্টি হয়। এছাড়া মানুষ নিজেরাই এখন মেঘে গ্যাস বোমা মেরে নিজেদের প্রয়োজন মত বৃষ্টি নামায়। মানুষ কি তাহলে আল্লাহ্র পর্যায়ে চলে যাচ্ছে?
পৃথিবীর ৮০% ভাগ মানুষ গরিব। তাদেরকে সাহায্য না করে আপনি কিভাবে বিশ্ব বদলাবেন আমি বুঝতে পারছিনা।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬
কানিজ রিনা বলেছেন: যখন একটা গরীব অসহায় বিধবা এসে বল্লো মা
একটু গোস আমার জন্য রেখেন সারাটা বছরতো কিনে
খেতে পারিনা। তখন যেন মনে হোল কুরবানী দেওয়া
ওদের জন্যই। সমস্ত বড় লোক এই কুরবানীর ঈদে
গরীব দুঃখির গোস বিতরন করে, আর এক দিনের
জন্য হলেও গরীব দুঃখী তৃপ্তি করে খায় সেটাই বড়
পুর্নতা।
এর থেকে আর বড় পুর্নতা আর হতে পারেনা।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯
মাহিরাহি বলেছেন: প্রোফাইলে লেখা -
আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই।
জীবনকে উপভোগ করতে গিয়ে গরিবদের জন্য মায়াকান্না দেখানোরও সুযোগ থাকে বৈকি!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৪
কামিকাজি বলেছেন: আপনারা সেই মায়াকান্নাটাও দেখান না। এক পোটলা মাংস দিয়েই দায়িত্ব শেষ। আর আমি কিভাবে গরিবদের সাহায্য করি তা বলে নিজেকে প্রচার করার ইচ্ছাটুকু নেই।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ডেনমার্ক এ যখন সাবালক হয়েছে, এটা বোঝাতে সমুদ্রের পানি ডলফিনের রক্তে লাল করে ফেলা হয়, তখন কোথায় থাকে আপনার "পশুত্ববোধ", আই মিন পশুপ্রেম!!!!
নাকি তারা সাদা চামড়া বিধায়, তাদের সকল দোষ মাফ!!!
আপনার মত দুই একটা পশুত্ববাদীরা কি ভাবল, তা দিয়ে কিছুই আসবে বা যাবে না।
সুতরাং খুব খিয়াল কইরা চিল্লায়া যান।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৭
কামিকাজি বলেছেন: ডেনমার্কে নিশ্চয়ই ঈশ্বরকে খুশি করার জন্য কোটি কোটি ডলফিন হত্যা করা হয়নি। যদি হত সেটার প্রতিবাদ করতে আমাকেও সেখানে পাবেন। আমি আগেই বলেছি আমি মৌসুমি পশুপ্রেমী নই। আমি চিল্লায়াই যাব, যদিও আপনাদের কর্ণকুহরে সেই চিৎকার পৌছবে কিনা সন্দেহ।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯
ইমন তোফাজ্জল বলেছেন: রক্ত নদী না সাগর হলেও কোরবানী দিতে হবে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৯
কামিকাজি বলেছেন: এই কারনেই আপনারা মুসলমানরা মারামারি করে রক্ত সাগর করে ফেলছেন, কেউ আপনাদের রক্তের এক ফোটা দাম দেয় না। সারা বিশ্ব এটাকে কুরবানী হিসেবেই ধরে নেয়।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৩
হানিফঢাকা বলেছেন: আল্লাহ্ কোথায় বলেছেন "তোমার প্রিয় বস্তু কোরবানি কর"?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
কামিকাজি বলেছেন: হযরত ইব্রাহিম (আ) স্বপ্নে দেখলেন, কে যেন তাঁকে বলছে—‘হে আল্লাহর দোস্ত! আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন।’ নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য। তাই হযরত ইব্রাহিম (আ) স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা-ভাবনা করে তিনি দুম্বা-উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে তিনি আবার স্বপ্ন দেখলেন, কেউ একজন তাঁকে বলছেন—‘হে নবী! আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন।’ এবারেও নবী দুই’শ উট কোরবানি করলেন। অত:পর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয় বারেও তিনি দুই’শ উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন—কে যেন তাকে বলছেন—‘হে আল্লাহর দোস্ত! আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তুকে কোরবানি করুন।
লিঙ্কঃ Click This Link
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
হানিফঢাকা বলেছেন: এই গুলি ভুয়া হাদিস থেকে এসেছে। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক। সেটা হচ্ছে, আল্লাহ্ কোথায় বলেছেন তোমার প্রিয় বস্তু কোরবানি কর?
যেহেতু আমি জানতে চাচ্ছি আল্লাহ্- কোথায় বলেছেন, সেইখেত্রে এইসব ফাউল রেফারেন্স দিলে হবে না। আল্লাহ্ যা বলেছেন তা কোরআনে সংরক্ষিত আছে, হাদিসে নয়। আমি কোরআনে কোথাও এই ধরণের কমান্ড পাইনি। আশা করি বুঝতে পেরেছেন আমি কি ধরণের প্রমান চাচ্ছি।
ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪
কামিকাজি বলেছেন: আপনি হাদিসে বিশ্বাস করেন না? ঈমানের স্তম্ভ হচ্ছে কুরআন হাদিসকে কোন রকম সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে হবে। এবং ইব্রাহিম নিজে এই কথা বলেছেন। আপনি যদি ইব্রাহিমের কথাও বিশ্বাস না করেন, তাহলে আপনার ঈমান নিয়ে প্রশ্ন জাগা স্বাভাবিক। যুক্তিতে জিততে গিয়ে নিজের ঈমান খুইয়ে বসে আছেন ভাবতেই অবাক লাগে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৫
কামিকাজি বলেছেন: 104
তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
105
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاء الْمُبِينُ
106
নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
107
আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
108
আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ
109
ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
110
এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আল্লাহ যে নিজেই এই স্বপ্ন দেখিয়েছিলেন তা সুরা আস সাফফাতের ১০৪ থেকে ১১০ আয়াতেই প্রমানিত হয়। আপনি এখন কি নিয়ে ত্যানা প্যাচাবেন অপেক্ষা করছি।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮
Sarfaraj Shahi বলেছেন: আহারে বেচারার পশু প্রেম।
হিন্দুরা যখন পাঠা বলি দেয় তখন কোথায় যায় পশু প্রেম
,,,,,,,,,,,,,,
কুরবানির গোস্ত গরিব মিসকিন কে দেয়ার বিধান কি?
আমি যদি গরিব মিসকিন কে কুরবানির গোস্ত না দিই তাহলে কি আমার কুরবানি হবেনা??
জানালে খুশি হবো
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৪৭
চানাচুর বলেছেন: পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার গরু ও ছাগল প্রিয় প্রাণী এবং ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করেন
একটা প্রশ্ন ছিল, পিটা খাওয়ার চান্স আছে তাও করেই ফেলি, ভাই আপনার কয়টা পোষা গরু আছে?
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহ! এখনো এই আধুনা যুগে পৃথিবীতে কতই না বেকুবের বসবাস।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৭
মলাসইলমুইনা বলেছেন: আমেরিকার ২০১৪ সালের একটা পরিসংখ্যান বলবো ? ৮.৫ বিলিয়ন মুরগি জবাই করা হয়েছে এক বছরে ! ৩২.২ মিলিয়ন গরু ছাগল ভেড়া (cattle), ১১২ মিলিয়ন পিগ জবাই করা হয়েছে ওই একই বছরে I কোনো কথা হয়নি এটা নিয়ে, আশ্চর্য না ? আপনি যদি কুরবানীতে আমাদের দেশে আরো অর্গানাইজড ভাবে করা যায় কিনা -যাতে রাস্তা ঘাট ময়লা না হয় সেটার কথা বলেন তাহলে সেটা ঠিক আছে I সেই ব্যবস্থা করা দরকার I আর শুধু ইসলাম নিয়ে এলার্জি থাকলে Department of Agriculture (USDA) Livestock Slaughter report আরো গভীরভাবে ভাবে পরে অর্থ সামাজিক সমৃদ্ধি বিষয়ক আরো অনেক জ্ঞান লাভ করতে পারেন I ও আরো একটা কথা, ইউরোপের নাস্তাঘর কোন দেশকে বলা হয় জানেতো? ডেনমার্ককে ! মুসলিম দেশ নয় কিন্তু I ডেনমার্কের স্বাধীনতাইতো হুমকির মধ্যে ফেলে দেবেন তাদের ক্যাটেলের ব্যবসা বন্ধ করতে বললে !
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
মানুষ মাংস খাছে হাজার হাজার বছর থেকে; কিন্তু কোরবাণী, বলিদান ইত্যাদি বেকুবদের সৃস্টি ট্রেডিশন।