![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
বাংলাদেশের প্রায় ৯০% বাস, ট্রাক ও রিকশার গায়ে লেখা থাকে,
আল্লাহু
মুহাম্মদ
আল্লাহ্ সর্বশক্তিমান
লা ইলাহা ইল্লাল্লাহ
ফি আমানিল্লাহ
আল্লাহ্র নামে চলিলাম
মানুষের ধারনা যানবাহনের গায়ে আল্লাহ্র গুনগান গাইলে বালা মুসিবত থেকে যানবাহনগুলি রক্ষা পাবে।
তবুও বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার এত বেশি কেন?
কিন্তু খ্রিষ্টান অথবা নাস্তিকপ্রধান দেশগুলিতে যানবাহনের গায়ে এইসব লেখার বালাই নেই। এসব দেশে সড়ক দুর্ঘটনার হার খুবই কম।
তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌছাতে পারি?
২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: আল্লাহর নাম নেয়া তো দোষের কিছু ন। দোষ আল্লাহর হুকুম ও মুহাম্মদ(স এর দেখানো পথে বা চলা।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
নির্বাক চাতক বলেছেন: সবই কর্মফল
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
নির্বাক চাতক বলেছেন: সবই কর্মফল
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:২০
চানাচুর বলেছেন: "মৃত্যু" খুবই ভাল একটা প্রক্রিয়া। মৃত্যু না হলে পৃথিবীতে এত মানুষ হয়ে যেত যে মানুষ মাথা গোঁজার ঠাঁই পেত না। বাস ট্রাকে এগুলো লেখার পরেও কেন দুর্ঘটনা হয় সেটা আপনার প্রশ্ন। অথচ মৃত্যুর পরেও মানুষ মানুষের জন্য প্রার্থনা করে কেন, সেই বিষয়ে কি প্রশ্ন জাগেনা! মৃত্যুর সময়েও মানুষ আল্লাহ্কে ডাকে, সেটা বেঁচে যাবার জন্য নয়। পরকালের চিন্তা করেই। উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের তুলনা করাটাও অবান্তর। এক্সিডেন্ট বলে কয়ে আসেনা। দেশের বাইরেও অনেক এক্সিডেন্ট হয়। দেশের তুলনায় হহয়ত খুবই কম। আর সবকিছুকে ধর্মের সাথে মেলানো যায়না। "আল্লাহ্ সর্বশক্তিমান" বলা মানে এটা দাঁড়ায় না আল্লাহ্ আমাকে মৃত্যু থেকে রক্ষা করবেন। পিলখানা হত্যাকান্ডের সময় আর্মির অফিসারদের যখন লাইন করে দাড়া করিয়ে গুলি করা হয়েছিল, তখন একজন অফিসার বলেছিলেন, মৃত্যু কপালে থাকলে হবেই, উনি আল্লাহ্র নাম নিয়েছিলেন এবং অন্যান্যদেরও আল্লাহ্র নাম নিতে বলে প্রস্তুত হতে বলেছিলেন। তাঁরা বাঁঁচবেন না, নিশ্চিত মৃত্যু জেনেও আল্লাহ্কে ডেকেছেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
মোঃ হারিফুল ইসলাম নয়ন বলেছেন: ভাই আল্লাহর নাম নেয়া তো দোষের কিছু না!
দোষী তো সেই সব সরকারী ঘুষখোর গুলা যে শু*** বা* গুলা কিছু টাকা খাইয়া আনফিট লোক/মটরযান কে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়া রাস্তায় দুর্ঘটনা ঘটাইতে সরাসরি হস্তক্ষেপ করে।