![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা উবে যাচ্চে যাক
নশ্বর সপ্নের দেয়ালে আকাঁ
পালতোলা নৌকার চিত্রগুলো
ধুয়ে যাক নাগরিক জীবনের কালো ধোয়ায়
পাশ ফিরতেই কোল বালিশে মাথা রাখত্ই
মনেহয় আমি এখনো সেই মাঠেই আছি
ঘাসের উপরে, গরুর পেছনে।
নগ্ন বট ডালের বিছানো পাতায়
মচমচ শব্দ তুলে
ফনি মাষ্টারের ইস্কুলে।
মুখে লেবেনচুসের লালা
হাফ-পেন্টে দু-পয়সার কদমা
একহাতে ছেড়া-মোচা বই, স্লেট
তেলে চপচপ মাথা
কপলের এক কোনে
নষ্ট জাদুর ওষধ কালো টিপ।
চোখ কপালে তুলতেই
খাচায় পড়ে চোখ
ব্যালকোনিতে দাড়াই
উচু তলায় দাড়ানো আমি
আমার মত বাক্স বন্দী
কয়েকশ মানুষ, সপ্ন,জীবন
আর্কিড,আর বনসা্ই মেঝেতে
সব ছোট করে রাখা মানসিকতা।
পাইনা সেই হারানো আকাশ,
ডানামেলা দৌড়, নদীর ঝাপ
শহর সকলকে শুষে নিচ্ছে
গিলে খায় তার পেটে।
মুছে স্মৃতি দাড়াই, দোড় ঝাপে প্রস্তুত
আমার র্শাট-পেন্টের নাগরিক জীবন।
©somewhere in net ltd.