নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক জীবনের

আমি সাধারন, খুব সাধারন....

কৌশিক হিমু

আমি সাধারন, এবং সাধারন থাকতে চাই।

কৌশিক হিমু › বিস্তারিত পোস্টঃ

শিরনাম হীন-৪

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

ভালবাসার ইন্ধন তো চাই

ঝগড়ার মত।



কথা না বলা, চুপ-চাপ একদম

আতস কাচে রংঙীন ভালবাসা খোজে

দিতে পারলেই তোবে তো ও পার

তারপর যদি তোমার দয়া।

আমি ছবি দেখেছি তোমার

হিসাবের কোন গন্ধ পাইনি

সেই কালো চুল, হারাবার চাহনী

সবই তো একদম টিক-ঠাক।

তুমি তোবে কেন এমন?



পালাবার পথ নেই আজ

সব-সব দিকে ও মায়ার রশি

ওই দু-হাত খোলা বাধন।

ঠেলে দিতে পারি না

যদি ঠেলে দাও আমাকে

য়োগ-বিয়োগের অতল গহব্বের।

একদম একরোখা তুমি।

ভালবাসার ইন্ধন জোগাও-রান্না কর সুখ-আলিস্য

আমি নেয়ে আসি ও কালো নদী থেকে,

পাপ আর ভেদাভেদ বয়ে যায় একাধারে

সূর্য স্নানে বলে উঠি-

আমার পরিচয়, আমি মানুষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.