নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক জীবনের

আমি সাধারন, খুব সাধারন....

কৌশিক হিমু

আমি সাধারন, এবং সাধারন থাকতে চাই।

কৌশিক হিমু › বিস্তারিত পোস্টঃ

না থাক

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

একটু দাড়াও, ও ভাবে চলে যেও না

অলস চাদনী রাতে একটু বসি কথাও

ছুবো না ঐ হাত, কমল দেহ......

আমি জানি তা অন্যকারাে, অন্যকারো জীনিসের লোভ,

কামনা-বাসনা.... এসব তো নেই।

থাক,যদি না চাও তো থাক, হা করে আমি একাই দে খি।

ডুব দেই, অবেলার ফাগুনে,

ভালবাসা বলে ই কি এসে গেছ আবার

নাকী অন্য কিছু ?

আমার কি নেই একথা বলব না, কি আছে আমার ?

তুমি নেই! একটা পাগল আমি, বদ্ধ পাগল

আজো ভেবে বসে আছি তোমার কথা

শরতের কাশে, বসনতে আমি ভেবে বসে আছি.....

তুমি আছই,,,,, হা হা হা

যাও বাড়ি যাও.... আমি আবার আবির নিয়ে একটু খেলি....

ছুয়ে দেই জোনাক পোকার গায়ে..

ওরা আলো জ্বেলে যাক.. রোদ বসন্ত, আলো হতাশার সময়ে

তুমি যা্ও চলে.. চন্ডী-মন্ডপে.. যাও, এসো না আবার

তোমাকে ভালবাসি, না থাক ... ভাল বাসি না...

একটু দাড়াও...... না চলে যাও একেবারে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.