![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরের পাতায় উঠছে শিরোনাম।
একদিন, বিষন্ন মরাদিনে মেঘের ডোরে রাখা সূর্যটা দেখাচ্ছে না তার লাল উজ্বল চেহারা। মেঘেদের কোলে তার লোলহান শিথা তার তেজ হারিয়ে একে বারে নিস্তেজ হয়ে যাচ্ছে ।
প্রহর, দ্বীপ্রহর বেলাও তার কোন ও দেখা নেই। মান মন্দিরের লোকেরা সংকিত। যদি বা না আসে আর আশার বাণী।
শুধু মনু মিয়া রিক্সার চাকা টেনে বেড়ায় উঠানের কোলে, এপাশ ওপাশ ফিরে ধপ করে উঠানেই আছাড় খায় সে।
তার আকাশ আজো র্নিমল,সুন্দর, স্বচ্ছ। অবরুদ্ধ নয় তার সপ্ন, তার আশা , তার ভালবাসা।
আমরাই অবরুদ্ধ
©somewhere in net ltd.