![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life is short but Hope is Long...
হে মানুষ! শুনে নাও। ইসলামের
সাথে কোন ধর্মের সংঘাত নেই।
ইসলামের সংঘাত মিথ্যার বিরুদ্ধে,
অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে,
অমানবিকতার বিরুদ্ধে, অশান্তির
বিরুদ্ধে। যা অন্যায়ের সাথে আপস
শেখায়, অমানবিকতা সৃষ্টি করে,
মানুষ মানুষে ব্যবধান বাড়ায়,
সম্পদকে স্তুপিকৃত করে, বৈষম্য
বাড়ায় তা ইসলামের নামে হলেও
ইসলামের বিরুদ্ধ কথা।
হে মানুষ! জেনে রাখ। ইসলাম
মানুষকে বন্দী করতে আসেনি।
ইসলাম মানুষকে স্বাধীনতা দিতে
এসেছে। এক আল্লাহ ছাড়া আর
কাউকে তোয়াক্কা করতে ইসলাম
অনুমতি দেয়নি। ইসলামের নাম দিয়ে
যদি কেউ তোমাদের হাত, পা,
চিন্তাশক্তি ও মতপ্রকাশের
স্বাধীনতাকে বাঁধার চেষ্টা করে
তবে জেনে রেখ সেটা ইসলাম নয়।
যে নীতি বাস্তবতা অনুসারে
মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের
সমাধান দেয় তাই তাই ইসলাম।
সেটাই ইসলামের পথ। এর সাথে
ইসলামের কোন সংঘাত নেই। সকল
সৎকাজের সাথে ইসলামের সখ্যতা।
যদি বৈরিতা দেখ, তবে ধরে নেবে
সেটা ইসলাম নয়।
মানুষের জন্য কল্যাণকর কাজ
শাস্ত্রবিরোধী হলেও সেটাই
ইসলাম। ঐ ধর্মের ধ্বজাধারীরা
হয়তো ধর্ম গেল, ধর্ম গেল বলে তেড়ে
আসবে। কিন্তু সত্যের পুজারী হয়ে
তোমাকে ভয় পেলে চলবে না। মনে
রেখ, ধর্ম কখনো হারে না, হারায়
না। ধর্মের ভালো কথা লংঘন করলে
প্রকৃতির ধর্ম অনুযায়ী স্বাভাবিক ফল
তোমাকে ভোগ করতে হয়।
ইসলাম কোন থিওরি নয়, বাস্তবতা।
যদি দেখ ইসলাম শুধু সাত আসমান আর
পাতালের গল্প বলে, বাস্তবতার
সমাধান দেয় না, তবে জেনে নিও
সেটা আসল ইসলাম নয়।
ইসলাম মানুষকে নির্ধারিত পোশাক
পরিধান করাতে আসেনি। লজ্জা,
হায়া শেখাতে এসেছে। শালীনতা
শেখাতে এসেছে। যদি দেখ
শালীনতা নয়, বেলেল্লাপনা
শেখাচ্ছে, আবার বাড়াবাড়ি করে
কাউকে বন্দী করছে, স্বাভাবিক
চলাচলে বাঁধা সৃষ্টি করছে তবে
সেটাও ইসলাম নয়।
সত্যের নাম ইসলাম, স্বাধীনতার
নাম ইসলাম, মুক্তির নাম ইসলাম,
প্রশান্তিতে বুক ভরে বাতাস
নেওয়ার নাম ইসলাম। ইসলাম কোন
সাইনবোর্ড লাগানো হলেই এসে যায়
না। ইসলাম বাস্তবতার কথা না
বললে ইসলামই নয়। কল্পকথার সাথে
ইসলামের সখ্যতা নেই। আরবীর জন্য
ইসলাম, আজমীর জন্য ইসলাম। সাদার
জন্য ইসলাম, কালোর জন্য ইসলাম।
ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানোর নাম
ইসলাম। এখন তুমি সেটাকে যে
নামেই ডাক, প্রতিটি ভালো কাজের
নাম ইসলাম। তুমি নাস্তিক হও,
ধর্মহীন হও- কিন্তু যে ভালো কাজটা
করলে সেটা ইসলামের কাজ।
পরকালের জান্নাত জাহান্নাম?
সেটাতো পরকালের ব্যাপার।
সেটাতো আল্লাহর ব্যাপার। তিনি
কাকে জান্নাত দেবেন আর কাকে
দেবেন না তা তাঁর নিজস্ব বিচারের
উপরে নির্ভরশীল। সেখানে কারো
আপত্তি-অনাপত্তির অধিকার নেই।
ভালো কাজ করে যাও। যেহেতু তিনি
ন্যায় বিচারক সেহেতু তিনি নিজের
গুণের ব্যত্যয় ঘটিয়ে অবিচার করতে
পারবেন না।
তুমি ধর্মের বিরুদ্ধে গিয়ে পারবে
না। কারণ তুমি সত্যের বিরুদ্ধে
গিয়ে পারো না। সত্যই ধর্ম, ধর্মই
সত্য।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৮
বিবেক ও সত্য বলেছেন: আল কুরআনের আলোকে নারী অধিকার (সত্য উম্মোচিত)/আল কুরআন মানব রচিত নাকি স্রষ্টার তার বিচারের দায় পাঠকের বিবেকের উপর
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১
বিবেক ও সত্য বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/wise/30151769|ইসলামি নারী নীতি কন্য সন্তান না নেয়ার প্রতি উৎসাহিত করে (কুরআন মানবরচিত তার প্রমান)
নারী-পুরুষ বৈষম্যর মূল কারন ও প্রতিকারকুরআনের সৃষ্টিকর্তার বিধান হওয়ার পক্ষে কুরআনের প্রমান ও তা খন্ডনআল কুরআনের আলোকে নারী অধিকার (সত্য উম্মোচিত)/আল কুরআন মানব রচিত নাকি স্রষ্টার তার বিচারের দায় পাঠকের বিবেকের উপর
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত