![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহিরে অঝোরে বৃষ্টি হচ্ছে
ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা গুলো খুবই ভালো লাগছে
তবু যেন মন আজ বড্ড অশান্ত।
বেলকনির সামনে ফুটন্ত লাল গোলাপ গুলো
যেন খেলছে বৃষ্টির সাথে।
আমি সে দৃশ্য দেখছি আর মুগ্ধ হচ্ছি।
তবু ও কেন জানি মন আজ বড্ড অশান্ত।
গোলাপের সাথে মিল রেখে
তোমার নাম রেখেছিলাম 'রোজ'।
কারণ, তুমি আমার হাজার ফুলের মাঝে
একটি গোলাপ ছিলে।
সে স্মৃতি মনে করছি আর মিচেমিচি হাসছি,
তবু কেন আজ লাগছে আমার বড্ড অশান্ত?
যে দিন তোমায় ভালোবাসি বলেছিলাম,
সে দিন বুঝেছিলাম সবই তোমার অভিনয়।
নিজের চোখে দেখেছিলাম সে দিন আমি
আমার জীবনের পরাজয়।
আজ বুঝতে পারছি কেন মন আমার
বড্ড অশান্ত!
যদি তুমি আমায় ভালো না বাসো
তবে কেন আমায় ভালোবাসা শেখালে বলো?
কেনই বা জড়ালে আমায় নির্মম মায়াজালে?
বাহিরে বৃষ্টি হচ্ছে
সবাই তা দেখছে
আমার হৃদয়ে বৃষ্টি হচ্ছে
আর তা অশ্রু হয়ে নিচে গড়িয়ে পড়ছে।
©somewhere in net ltd.