নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে যাই বলুক, আমি আমার মতো। কারো নিন্দায় অথবা কারো প্রশংসায় আমার কিচ্ছু আসে যায় না। আমি ভুল থেকে শিখি। কাউকে অনুসরন অথবা অনুকরণ করে নয়।

কাউছার মাহবুব

কাউছার মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আর আসিবো না ফিরে

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০০

একদিন তব লুকাইব আমি
চির অন্ধকার এই ঘরে,
আসিবো না আর তব বারে বার
এই ধরণীর তরে।
শত সহস্র ব্যথা বেদনা নিয়ে
চলে যেতে হবে একদিন এই দুনিয়া ছেড়ে,
মৃত্যু যখন তব আসিবে আমার
এই জীবনের মোড়ে।
আত্মীয়- স্বজন আর ঐশ্বর্য
পড়ে রবেই সবই এই ধরারী মাঝে,
এ পারেতে যখনি শুনিব
এই জীবনের ছুটির ঘন্টা বাজে।
ধরণীর মাঝে কতই সুখে
বেঁধে ছিলাম শান্তি সুখের নিবাস,
সব কিছু মোর রহিয়া যাইবে
যখনি হইবে এই জীবনের বিনাশ।
শূণ্য হস্তে সাদা বস্ত্রের মুড়ে
কাষ্ঠের খাটে শোয়াইয়া
লয়ে যাবে মোরে কবরের দ্বারে
এই দিকে মোর স্বজনেরা হায়
কাঁদিয়া মরে একে অপর কে জড়াইয়া।
কবর দেশটি ভাই এমনি হায়
বুঝাইবো কাহারে বলে
প্রভুর স্মরণে কাঁদিয়া বুক
ভাসাইলাম নয়নের জলে।
অমাবস্যার তমসা থাকিবে চিরকাল
আসিবেনা কভু হেথায় নিশাপতি,
যুগ জনমের তরে দেখিবনা আর
কভু বসুন্ধরার বিন্দুখানী জ্যোতি।
আঁধার তোমার আলোয় ভরিবে
যদি মান্য কর খোদার প্রতিশ্রুতি,
দেবদাসে তোমার হইবে আবাস
যাহার নিম্ন দেশে ঝরঝর ধারায় চলিতেছে স্রোতস্বতী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.