নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...

একজন নিশাচর

‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’ --জহির রায়হান

একজন নিশাচর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ টাইগারদের ফাস্ট বোলিং নিয়ে কিছু কথা।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

বাংলাদেশ ক্রিকেট টিম এর উন্নতির ধারা অব্যহত আছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, সব জায়গাতেই আছে উন্নতির ছোঁয়া। ব্যাটিং এ এখন আমরা আর শুধু দু-একজন ব্যাটসম্যান এর দিকে চেয়ে থাকি না। বরং মাঝ পথে এমনকি শেষের দিকেও এসে হাল ধরেন হটাৎ ব্যাটসম্যান হয়ে যাওয়া বোলাররা। এটা অবশ্যই শুভ দিক। ব্যাটসম্যানরাও এতে চাপ মুক্ত থাকতে পারেন। তবে ব্যাটসম্যান নয়। কথা বলব ফাস্ট বোলিং নিয়ে।



নিঃসন্দেহে বাংলাদেশের বোলিং এ সবচেয়ে বড় শক্তি "স্পিন"। তবে স্পিনারদের ঘূর্নী যাদু দেখতে হলে অবদান রাখতে হয় ফাস্ট বলারদেরকেও। কেননা তারাই নতুন বল কিছুটা স্পিন উপযোগী করার গুরু দায়িত্ব পালন করে থাকনে। নতুন বলে স্পিনাররা খুব একটা সুবিধা পান না যতটা পান তারা পুরোনো বলে। তাই খেলা শুরু হওয়ার পরে যত দ্রুত সম্ভব বল কিছুটা লুজ করার দায়িত্ব পড়ে ফাস্ট বলারদের উপর। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের ফাস্ট বোলারদের মধ্যে একমাত্র রুবেল হোসেন ছাড়া আর কারো বলের গতিই ১৪৫ কি.মি/ঘন্টা অতিক্রম করে না। এর মধ্যে সফিউল এর বলের গতি ১৩০-১৪০ কি.মি/ঘন্টা আর শাহাদাত এর ১৩২-১৩৪ কি.মি/ঘন্টা। শাহাদাতের গড় স্পিড ১২০ কি.মি/ঘন্টা। মাশরাফির ১২৫-১৩৮ কি.মি/ঘন্টা (যদিও ইনজুরির কারনে তার বলের গড় গতি এখন ১২০ কি.মি/ঘন্টা এর কাছাকাছি)। অন্যান্য দেশে খেলতে গেলে ফাস্ট বোলিং অন্যতম এক অস্রের নাম। বিশেষকরে সাউথ আফ্রিকা ও ওয়েস্টইন্ডিস এ। কাজেই এসব দেশে খেলতে গেলে স্পিনারদের সফলতা পাওয়ার চান্স কিছুটা হলেও কমে যায়। আর তখন জ্বলে উঠতে হয় ফাস্ট বলারদেরকেই। এর সেখানে লাইন লেন্থ এর পাশাপাশি সবচেয়ে বড় ইস্যু হচ্ছে "গতি"।



বলে কি রকম গতি হবে তা পারতপক্ষেই নির্ভর করে শারিরিক শক্তির উপর। তার পরেও থাকে কিছু টেকনিক্যাল ব্যাপার, যেমন- বোলিং একশন। আর এই টেকনিক্যাল ব্যাপার গুলোই খুজে খুজে বের করে বিভিন্ন ফাস্ট বোলার এনালিস্টরা। কিভাবে আরো দ্রুত গতিতে বল করা যায় তার উপর রিসার্চ করে এমন একটি সংস্থার নাম BowlStrong। তারা তাদের ওয়েবসাইটে নামকরা সব ফাস্ট বোলারদের বোলিং একশন এনালাইসিস করেন। কোন একশনে বল করলে বোলিং এ সর্বোচ্চ গতি প্রাপ্তির সম্ভাবনা থাকে তা তারা খুঁজে বের করার চেষ্টা করে থাকেন। তেমন কিছু নমুনা দেখুন নিচের ছবিগুলোতে-



শোয়েব আকতারঃ



শোয়েব আকতার এর বোলিং একশন অনেকটা গুলতি (ছড়রা) এর মত। আপনি শুরুতে যতদুর সম্ভব টেনে পড়ে একসাথে যেমন ছড়রা থেকে গুলতি ছুড়েন ঠিক তেমনি শোয়েব আকতার বলিং করার সময় তার ডান হাতকে যতদুর সম্ভব ঘুরিয়ে বল ছাড়ে। এতে করে শরীরের উপরিভাগ বেশি সময় ধরে শক্তি সঞ্চার করতে পারে এবং বলে তুলনামূলক বেশি গতি পাওয়া যায়।



ব্রেট লিঃ



ব্রেট লি'র বলিং একশন কিছুটা ভিন্ন ধর্মী। খেয়াল করুন তার পায়ের চেয়ে বরং মাথা এবং কাধ তার বল ছোড়ার মুহুর্তে সামনে চলে আসে। এতে বল করার জন্য সর্বোচ্চ গতি প্রাপ্তির সম্ভাবনা থাকে। তবে এই একশনটি অনেকদিন প্র্যাকটিস না করে করা সম্ভব নয়। কেননা বল ছোড়ার মুহুর্তে বোলার এর চোখ এবং মাথা উইকেট বরাবর থাকতে হয় এবং পজিশন এমন ভাবে থাকতে হয় যেন ব্যাটসম্যান আপনার পিঠ দেখতে পান।



ডেল স্টেইনঃ



রান-আপ এবং কৌশল ডেল স্টেন এর বলিং একশনে লক্ষণীয়। সে বল ছোড়ার সময় পিছনের পায়ে সজোরে ধাক্কা দেয় যা বল ছাড়ার সময়ে তাকে গতি সঞ্চার এ সাহায্য করে। তার বোলিং একশনটি দেখুন। তার ডান পা এবং ডান হাত একই সময়ে ঊপরে উঠে গেছে। আর বলটিকেও সে অনেক দূর (একদম সামনে থেকে ঘুরিয়ে পেছনে) ঘুরিয়ে ছাড়ছে। এই একশন তাকে বলে গতি ও বাউন্স দিতে সহায়তা করে।



মিশেল জনসনঃ



মিশেল জনসন এর বোলং একশন কে এনালিস্টরা তুলনা করেন স্প্রিং বা কয়েল সাথে। যখন কোন বলার উড়ে এসে বল ছাড়ে সেই উড়ন্ত মুহুর্তে তার শরীরের উপরিভাগে একটি শক্তি সঞ্চার হয়। তাই বল ছাড়ার মূহুর্তেও সে এক্সট্রা কিছু শক্তি পায়। ব্যাপারটা অনেকটা একটি মোরানো কয়েল বা স্প্রিং এর মত। আপনি স্প্রিং কে মুড়িয়ে হঠাৎ ছেড়ে দিলে এটা একসাথে খুলে যাবে।



জেমস এন্ডারসনঃ







উপরের সবারই বলে দুর্দান্ত গতির পেছনে পেশী শক্তির পাশাপাশি বোলিং একশন ও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আমাদের রুবেল-সফিউল-শাহাদাতরাও বোলিং একশন নিয়ে একটু চিন্তা করতে পারেন। যদিও বোলিং একশন অনেকদিনের পুরোনো একটি অভ্যাস। এটি রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। তারপরেও একশনে বৈচিত্র এনে যদি পজেটিভ কিছু পাওয়া যায় সেই চেষ্টাটুকু ওনারা করতে পারেন। পজেটিভ কিছু আসলে সেটা আমাদের দেশ-দশের জন্যই ভাল। এমনকি বোলার এর নিজের জন্যও এটা একটি বড় প্রাপ্তি।



সবশেষে শুভ কামনা রইল বাংলাদেশ টাইগারদের প্রতি। এমন ছবি আমরা দেখতে চাই বারবার।





বিঃদ্রঃ ওয়েব সাইট এবং ফেসবুক পেজ থেকে তথ্য গুলো সংগৃহীত। কোথাও কোন ভুল থাকলে ধরিয়ে দেয়ার অনুরোধ করা হল।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো পোষ্ট +++

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই :)

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

এ আই সিনা বলেছেন: রুবেলের বোলিং অ্যাকশন ভালোই তো লাগে ...... অনেকটা মালিঙ্গা স্টাইল আছে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

একজন নিশাচর বলেছেন: একমাত্র রুবেলই আমাদের সর্বোচ্চ গতির বোলার।

ওর বোলিং একশন ভাল লাগা খারাপ লাগার কথা আমি আসলে বলি নি। আমি বলেছি যদি নতুন কোন একশন এ বল করে আরো বেশি গতি ও লাইন লেন্থ পাওয়া যায় তাহলে আমাদের জন্যই ভাল।

ধন্যবাদ এ আই সিনা আপনাকে।

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

বাংলার হাসান বলেছেন: ভালো পোষ্ট +++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

একজন নিশাচর বলেছেন: প্লাস এর জন্য ধন্যবাদ হাসান ভাই।

৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: অতি চমৎকার পোস্ট। তাসকিনের বোলিং দেখসেন? মাত্র আঠার বছর বয়স, অনেক লম্বা। ভালো পেস আছে। বিপিএল এ এই পোলাডারে দেইখা আমি আশাবাদী হৈছি।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

একজন নিশাচর বলেছেন: ভাই, তাসকিন কে আমার খেলাপাগল আব্বাও খুব পছন্দ করেছেন। ও একদিন অনেক ভাল করবে দেখবেন।

আমাদের উপমহাদেশ এর সবচেয়ে বড় সমস্যা মনে হয় "শারীরিক শক্তি"। দেখেন না সবাই কেমন চিকন-চাকন হয় (আমি নিজেও :( )। তাসকিন ও অনেক হ্যংলা পাতলা গড়নের। ফাস্ট বোলিং এ পেশীশক্তি বেশ বড় ভূমিকা পালন করে। আল্লাহপাক ওরে আরো বলবান করতে সাহায্য করুন। আমীন।

ধন্যবাদ মাহবুব ভাই।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

টানিম বলেছেন: ভালো পোষ্ট +++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

একজন নিশাচর বলেছেন: প্লাস এর জন্য ধন্যবাদ টানিম ভাই।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

শান্তা273 বলেছেন: চমৎকার পোস্ট!
++++++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০২

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ শান্তা আপনাকে।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
ব্যাপক গবেষণামূলক পোস্ট।
+++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

একজন নিশাচর বলেছেন: একজন আরমান বলেছেন:
ব্যাপক গবেষণামূলক পোস্ট।
হা হা। একটু চেষ্টা করলাম আর কি ;)

+ এর জন্য ধইন্যা। :)

৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

গ্রীনমাইল বলেছেন: অনেক ভাল লাগলো

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ গ্রীনমাইল আপনাকে।

৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

একজন আরমান বলেছেন:
চেষ্টা করতে দোষ কি?
ভালোই তো হইছে। :)

১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

একজন নিশাচর বলেছেন: আমিতো আর ক্রিকেট বোদ্ধা না। তাই যা পারছি লিখছি। :)

১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬

দি সুফি বলেছেন: আবুল হাসানের বলেও গতি আছে। কিন্তু আর কিছুই নাই! |-)
তাসকিন ভালো সুয়িং করাতে পারে। বিসিবির উচিত হবে আবুল হাসান এবং তাসকিনকে এখন থেকেই গড়ে তোলা।
আর আমাদের একজন ভালো পেস বোলিং কোচ দরকার, সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া থেকে। সাথে বিসিবির উচিত এমআরএফ এর মত (অন্তত ছোটখাট) একটা পেস ফাউন্ডেশন গড়ে তোলা।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১১

একজন নিশাচর বলেছেন: সুফি ভাই, আমরা মূলত শারীরিক গঠনের দিক দিয়েই পিছনে পড়ে যাই। তাসকিন ছেলেটার বল দেখলাম বিপিএল এ। খুবই প্রতিভাবান মনে হল। বলে ভাল সুইং আছে। আর আবুল হাসান এর বলে গতি আছে ভালই। ওর গঠনও ভাল।

আমাদের স্পিন বলারদের জন্য স্পেশাল কোচ আছেন। কিন্তু ফাস্ট বলারদের কি হবে?

"বিসিবির উচিত এমআরএফ এর মত (অন্তত ছোটখাট) একটা পেস ফাউন্ডেশন গড়ে তোলা।" আপানার এই পরামর্শই হতে পারে একমাত্র সমাধান। বোলারদের ও উচিত ভিন্ন কোন একশন পরীক্ষা করে দেখা। এতে লাভ হলেও হতে পারে।

ধন্যবাদ আপনাকে।

১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

লিন্‌কিন পার্ক বলেছেন: +++++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ লিন্‌কিন পার্ক আপনাকে।

১২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১

বটতলার টারজান বলেছেন: আমাদের ফাস্ট বোলারদের লাইন-লেংথ খুবই খারাপ; সেটা ঠিক করতে না পারলে ১৫০ কিমি স্পিড থাকলেও কিছু হবে না ! এই বেসিক ঠিক না থাকার জন্যে ওরা আর্লি ব্রেক থ্রু আনতে পারে না :-< :-<

১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪

একজন নিশাচর বলেছেন: টারজান ভাই, বলে গতি ১৫০ আনলে ওরা ব্রেক থ্রু আনতে না পারলেও স্পিনার দের জন্য বল ঘোরানো অনেকটা সহজ হয়ে যাবে। তাই স্পিনাররা এর সুফল পাবেন।

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++++

সবার আগে দরকার ভালো ফিটনেস !!

১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০

একজন নিশাচর বলেছেন: সবার আগে দরকার ভালো ফিটনেস !! সহমত

রেজা ভাই, ঐখানেই আমরা পিছিয়ে আছি :(

উপরের বেশ কয়েকটি কমেন্টেও আমি এই ব্যাপারে লিখেছি।

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

ভাল থাকবেন।

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬

অন্য পুরুষ বলেছেন: ভাত খাইয়া আর কত জোড়ে বল করবে ভাই??

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০

একজন নিশাচর বলেছেন: ভাই পেশী শক্তির পাশাপাশি বোলিং একশন ও একটা ফ্যাক্ট। শাহাদাত এর ফিজিকাল ফিটনেস কিন্তু অন্য যে কারো চেয়ে ভাল। কিন্তু ওর বলে গতি ১৩৪ কিমি/ঘন্টা এর বেশি উঠে না। :(

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২

Kawsar banggalii007 বলেছেন: আমার মনে হয় আসলে এটা ফিটনেস সমস্যা। শাহাদাত যখন প্রথম আসে তার গতি অনেক বেশি ছিলো।আর এখন?প্রথম ইন্টারন্যাশনালে এসে রুবেল 149 তুলছিলো।এখন কতো তুলে আল্লাহই জানে।সফিউল, এই অনাহারি টা কেন যে পেসার হলো।তারপরও তাকে আমি মাশরাফির পরই রাখবো।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

একজন নিশাচর বলেছেন: কাওসার ভাই, আপনার বিশ্লেষণধর্মী কমেন্ট এর জন্য ধন্যবাদ।

ভাই, ফিটনেস এ আমরা একদমই পিছনে পড়ে যাই। বাংলাদেশের ফুটবলার দের দিকে তাকিয়ে দেখেন ৫০-৫৫ মিনিট পড়ে তাদের আর মাঠেই খুজে পাওয়া যায় না। কিন্তু ফিটনেস এর পাশাপাশি বলিং একশন ও জোরালো ভূমিকা পালন করে বলেই বলস্ট্রং এর বিশেষজ্ঞরা মনে করেন।

ভাল থাকবেন।

১৬| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাসিকিনের যত্ন নিতে হবে। অনেক পরিচর্যা করে এই ছেলেটিকে তৈরি করে নিতে হবে।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

একজন নিশাচর বলেছেন: সহমত

১৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

একজন আরমান বলেছেন:
ভাই আপ্নের লগে আর কোন কতা নাই।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

একজন নিশাচর বলেছেন: কাল বিকেলে তুমি যেখানেই থাক, আমি যোগাযোগ করে দেখা করে আসব। ইভান ভাই ও আমার উপর রাগ করছে।

ফেসবুকে ইনবক্স করব। প্লিজ ভাই রাগ কর না। সাক্ষাতে বিস্তারিত বুঝিয়ে বলব।

I AM SORRY. I TRULY AM :(

১৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

একজন আরমান বলেছেন:
ঠিক আছে।

কিন্তু কাল দেখা হচ্ছে না। কারণ আমি কাল আসছি না মিরপুর।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

একজন নিশাচর বলেছেন: :)

আমি ফোন দেবনে তোমাকে।

ভাল থেক।

১৯| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪২

একজন নিশাচর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বর্ষন আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.