![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনলাম কিছু দিন আগে আশ্চর্য জনক ভাবে মদীনা শরিফের গম্বুজ সবুজ থেকে রাত দশটার দিকে লাল বর্ণ ধারণ করে!!। ঘটনাটা সাথে সাথে আমার সৌদিআরব প্রবাসী মদীনা মনোয়ারাতে অবস্থানকারী এক আত্মীয় ফোনে জানালেও আমি বিষয়টা বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু আজ ভিডিও দেখে সঙ্কিত হলাম যে, মুসলিম বিশ্বের উপর কোনো রক্তাক্ত বিপদ নেমে আসছে না তো??। নাকি নবিজীকে নিয়ে বারবার কাফেরদের কূটউক্তির কারণে আল্লাহ এমনটা দেখালেন!!। নাকি নবীজির সেই ভবিষ্যত বাণীই সঠিক হতে যাচ্ছে যে ইমাম মাহদী আসার আগে মক্বা-মদীনা ইহুদী কর্তৃক দখল হবে এবং রসূলের রওজা কিংবা কাবা ধ্বংস করা হবে। ভিডিওতে উপস্থিত মুসলিম জনতার হায়! হায়! মুস্তাফা !,হায়! হায়! মোস্তাফা! শব্দের আহাজারিতে তো এটাই মনে হওয়ার কথা । হে আল্লাহ সকল প্রকার মুসিবত থেকে রহমতুল্লিল আলামিনের উসিলাতে সমগ্র মুসলিম মিল্লাত কে রক্ষা কর।
২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:১০
কাজী েবারহান বলেছেন: https://www.youtube.com/watch?v=YWm8vDZl0o4
২| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
শেখ মফিজ বলেছেন: ফেক ।
৩| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: এসব কাল কেয়ামতের লক্ষন ।
৪| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....
হে আল্লাহ তুমি রক্ষা কর!!
৫| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা রক্ষনাএক্ষনের দায়িত্ব কাদের কাছে?
এটা বাৎসরিক রং করায় কারা? কোন সময়?
এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন?
বিষয়টিকে হুজুগ বা আবেগের চেয়ে বাস্তব ভিত্তিক চিন্তায় খূজে বের করতে হবে। নইলে চাঁদে সাঈদি দেখার তত্ত্বের মতো হাস্যকর যেন না হয় মুসলিমদের পরিচয়!!!
২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
কাজী েবারহান বলেছেন: এটা রক্ষনাবেক্ষনের দায়িত্ব এবং অন্যান্য বিষয়াবলি নিয়ন্ত্রন করে সৌদি সরকার এবং তাদের দায়িত্বের ঘাটতি নেই বললেই চলে আর নিরাপত্তা ব্যবস্থা অত্যান্ত কঠোর বলে জানা যায়।
আর এটা লাখো মুসলিম জনতার সামনের ঘটে যা্ওয়া একটি ঘটনা, যেখানে কারসাজির সুযোগ নেই। আর এই রং টাও কেবল সামান্য কিছু সময় পর্যন্ত ছিল যার কারণে এটাও বলা যাচ্ছে না যে রং চলে যা্ওয়ার কারণে এমনটা হয়েছে। আবার যদি বলেন লাইটিং সিস্টেম ব্যবহার করে এমনটা করা হয়েছে তাহলে বলা যায়, যদি লাইট ব্যবহার করে এমনটা করা হয় তাহলে লাইটের আলো আশপাশে তো বটেই সম্পূর্ণ গম্বুজ মোবারক জুড়ে ছড়িয়ে পড়তই কিন্তু তাও হয়নি। আবার যদি বলা হয় স্পেসাল ইফেক্ট দিয়ে এটা করা হয়েছে তাহলে বলব যদি তাই হতো তাহলে ঐখানে উপস্থিত সবারই হাতে মোবাইলে দৃশ্যটা ধারণ করা হয়েছে এবং যে ভিডিও ইউটিউবে আছে সেটাও স্মার্টফোন দিয়ে ধারণকৃত সাধারণ লোকের দ্বারা তা দেখলেই বুঝা যায় যে এটা প্লেনকৃত নয় অর্থাৎ ভুয়া নয়। তবুও পুরো পুরি বিশ্বাস এখনো করছি না। যা হোক আমার আরেক আত্মীয় উমরা শেষ করে আসার পরই সত্যতা জানতে পারব ইনশাল্লাহ! কারণ উনারা মদীনায় অবস্থান করছিলেন বলে জানতাম!।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৪
গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: ভিডিও লিঙ্কটা দেন