![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের।বাংলাদেশ আমার।
গয়েশ্বরের 'জরিপ'- প্রস্তাবটি অতি-উত্তম এবং যুগোপযোগী। বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার ২১ ডিসেম্বরের বক্তব্যের পর থেকে এ প্রসঙ্গে যে পরিমাণ কাঁদা ছোঁড়া-ছুঁড়ি হচ্ছে, তাতে এ ধরণের প্রস্তাবকে স্বাগত জানানোই বুদ্ধিমত্তা। ০৮ জানুয়ারী'৭২ হিথ্রো বিমানবন্দরে বঙ্গবন্ধু'র উচ্চারিত শহীদের সংখ্যাটা যে ভুল ছিলো, গয়েশ্বর প্রস্তাবিত একটা সহজ জরীপের মাধ্যমে যার সঠিক হিসাব অনধিক সাত দিনে বের করা সম্ভব, তা বুঝতে দুই বারের সফল প্রধানমণ্ত্রীর ৩২ বছর লেগে গেলো?
'The guardian' ২৪ মে ২০১১, সেরাজুর রহমান, সাবেক ডেপুটি প্রধান, বিবিসি বাংলা-এর উদ্ধৃতি দিয়ে ইয়ান জ্যাক যে নিবন্ধটি লিখেছে তাকে যদি মোদ্দাসত্য ধরে নেই, তবে শহীদের সংখ্যা অনধিক তিনলাখ। একটু ভালো করে পড়লে সেরাজুর রহমানের গলদটাও ধরা যাবে। I explained that no accurate figure of the casualties was available but our estimate, based on information from various sources, was that up to "three lakh" (300,000) died in the conflict. এখানে "no accurate figure" এবং "based on various sources" বাক্য দু'টির অর্থ বুঝলে সেরাজুরের প্রদত্ত "তিন লাখ" সঠিক সংখ্যাকে নির্দেশ করে না। ধরে নিলাম, বঙ্গবন্ধুর মাত্রাতিরিক্ত জনপ্রিয়তা "ত্রিশ লাখ' কে ইতিহাসে স্থায়িত্ব দিয়েছে। তাহলে, আপনারা ক্ষমতায় থাকাকালে নির্ভূল জরিপের মাধ্যমে সঠিক সংখ্যা বের করে, অন্যান্য বিষয়ের মতো এ জনপ্রিয়তার মুন্ডুপাত কেন করলেন না? তখন কি আপনার মানসিকতার ডিজিলাইজেশন হয়নি?
আপনি বলেছেন, "১৪ ডিসেম্বর'৭১ যারা শহীদ হয়েছেন, তারা নির্বোধের মতো নিহত হয়েছেন"। একটু ভেবে দেখবেন কি, সে সকল শহীদের বেঁচে থাকা সন্তান বা শহীদ পরিবারের সদস্যদের কতটা আঘাত দিতে পারে, আপনার এ বক্তব্য। তারা কি ভাবে সুবোধ হতে পারতো, সে পথ বাতলে দিলে, হয়ত ভবিষ্যতে আপনার "বুদ্ধি"তে অনেক প্রাণ বেঁচে যেতে পারে।
আপনি বলেছেন, “অজ্ঞতাবশত তিন লাখের জায়গায় তিন মিলিয়ন/৩০ লাখ হয়ে গেছে। এটা তাড়াহুড়া করতে গিয়ে পেছনে কানে কানে বলছেন আর উনি শুনছেন, তাড়াহুড়ায় একটা কথা উনি বলছেন। আমরা এটাকে টার্ম হিসেবে নিয়েছি ৩০ লক্ষ।” ধরে নিলাম গয়েশ্বর, আপনি সঠিক। কিন্তু, আপনার পরবর্তী কথায়ই তো আবার গলদ ধরা পড়ে। আপনি বললেন, “আমরা জানি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে তিন লাখ ৭৬ হাজার পরিবারের তালিকা আছে। বাকি ২৭ লাখ কোথায়? ২৭ লাখ তো সহজ ব্যাপার না"। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যদি ০৩ লাখ ৭৬ হাজার পরিবারের তালিকা থাকে, আপনি কানে কানে কোন কথা না শুনে, ভেবে-চিন্তে বলেছেন, আপনি তো সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে ৭৬ হাজার নাই করে দিলেন? এ ৭৬ হাজার কি প্রাণ নয়? ৭৬ হাজার মৃত্যু কি আপনার কাছে স্বাভাবিক? নাকি আপনি ধরে নিয়েছেন, সে বছর দেশে স্বাভাবিক মৃত্যুর সংখ্যা ৭৬ হাজার। তাহলে তারাও তো এ যুদ্ধের পরোক্ষ শহীদ।
শুধু -শুধু বিতর্ক উস্কে না দিয়ে, নিজেদের প্রতি আস্থা রাখুন। যা বলতে চান, যা বলছেন, তার কিছু না কিছু করে দেখান। যুদ্ধ বিদ্ধস্ত একটা জনপদে কে কার খবর রাখে বলুন। যেমন ধরুন, যুদ্ধাপরাধ বিচারের স্বাক্ষীদের ব্যাপারে আপনারা অনেকেই অনাস্থা প্রকাশ করে বলেছেন, ৪২ বছর পরে সঠিক তথ্য উদঘাটন কতটা সম্ভব এবং বাস্তবসম্মত। তেমনি, সাতদিনের একটা জরীপে কতটা বাস্তব সম্মত চিত্র পাওয়া যাবে, বলুন?
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৯
রফিকুল্লাহ্ কিশোর বলেছেন: আমার তো মনে হয় কুড়ালটা নাকে মেরেছে। ধন্যবাদ চাঁদগাজী।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০২
চাঁদগাজী বলেছেন:
এরপর, আওয়ামী লীগ ভয়েও এদর ক্ষমতায় যেতে দেবে না।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৫
াহো বলেছেন:
পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে ,নাম ধরে তালিকা নাই
পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সে যুদ্ধ গুলোর কোনটাতেই বেসামরিক মৃত্যুর কোন নাম ধরে তালিকা নাই। এমন তালিকা এখনো করা হয়না। কারণ এটা করা সম্ভব না। যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা, এটা রোড ট্র্যাফিক অ্যাকসিডেন্ট নয়। এসময় শুধু তথ্য সংগ্রহের সমস্যা নয়, এই অস্বাভাবিক অবস্থায় আরো অনেক ঘটনা ঘটে। যেমন, ব্যাপক সংখ্যক মানুষ দেশ ত্যাগ করে, তাঁদের মধ্যে অনেকেই ফেরেনা, অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, পরিবার-সমাজ বিহীন ভবঘুরে মানুষরাও নিহত হন যাদের খোঁজ পাওয়া সম্ভব হয়না। এছাড়াও আছে যুদ্ধের কারণে পরোক্ষ মৃত্যু। যারা হত্যা করে তারাও অপরাধ ঢাকার জন্য মৃতদেহ লুকিয়ে ফেলে। এসব কারণেই যুদ্ধে নিহতের পরিসংখ্যান সব সময় একটা সংখ্যা; একটা নামসহ পুর্নাঙ্গ তালিকা নয়। এটাই পৃথিবীব্যাপী গৃহীত নিয়ম। যারা মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা চায় তাদের যে কোন একটা গণযুদ্ধের বেসামরিক নিহত নাগরিকদের তালিকা দেখাতে বলুন। যুদ্ধে মৃত বা নিখোঁজ সামরিক ব্যাক্তিদের তালিকা করা সম্ভব কিন্তু বেসামরিক ব্যাক্তিদের নয়।
(বই ডাউনলোডের জন্য লিংক )
http://www.liberationwarbangladesh.org/2015/08/blog-post_4.html
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৭
াহো বলেছেন:
১৯৭১ শরণার্থী শিবিরে পাঁচ লক্ষ শিশু মারা গিয়েছিল।
কেন ১৯৭১ কে মনে রাখবেন / জুলিয়ান ফ্রান্সিস,ইউকে
কলেরা মহামারীর সময় ১৫,০০০ মানুষের শরণার্থী শিবিরে মাত্র এক মাসে ৭৫০ জন মারা গিয়েছিলেন—প্রায় ৫ শতাংশ। সবার মনে রাখা উচিৎ, অনেক শরণার্থী শিবির ১৯৭১-এর বর্ষাকালে বন্যায় ডুবে গিয়েছিল। পয়ঃনিষ্কাশন বন্যার সাথে পাল্লা দিয়ে পারে নি—কলেরা এবং অন্যান্য পেটের পীড়ায় তখন অনেকে মারা গিয়েছিলেন। সেপ্টেম্বরের দিকে প্রতিদিন শত শত শিশু অপুষ্টিতে মারা যাচ্ছিল। শরণার্থী শিবিরে আফ্রিকার বায়াফ্রাতে কাজ করেছেন এমন অনেক ডাক্তার ছিলেন। তাদের অভিমত ছিল, এই শরণার্থী শিবিরগুলিতে বাচ্চাদের অপুষ্টি বায়াফ্রার চাইতেও খারাপ ছিল। অনেক শিশু তীব্র শীতেও মারা যায়। নভেম্বরের মাঝামাঝি সময়ে শিশুদের মৃত্যুর একটি গ্রহণযোগ্য পরিসংখ্যান ছিল প্রতিদিন ৪,৩০০ শিশু শুধু শরণার্থী শিবিরেই মারা যাচ্ছিল। আমার মনে আছে, আমি ওই সময় একটি সমন্বয় সভায় গিয়েছিলাম, যেখানে প্রতিবেদনে বলা হয়েছিল যে ১৯৭১-এর ডিসেম্বরের শেষ পর্যন্ত অপুষ্টি থেকে পাঁচ লক্ষ শিশু মারা গিয়েছিল।
The Daily Star, 16 December 2015 থেকে অনুবাদিত
https://www.facebook.com/AnisulHoque71/posts/10154008324239448
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫১
াহো বলেছেন:
সব দোষ কিভাবে যে বঙ্গবন্ধুর তা একটু দেখুন!!!
বঙ্গবন্ধু জেলে থাকার সময়ই বেশ কিছু রিপোর্টে ৩০লক্ষ উল্লেখ করা
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০০
রফিকুল্লাহ্ কিশোর বলেছেন: ধন্যবাদ,াহো। ইহাদের রোগ ওটাই, আপনার 'গরুর রচনা' র মতো। তেল-জল যাই ঘোলা হোক, সব দোষ বঙ্গবন্ধুর। অথচ, এদের রাজনীতি করার প্লাটফর্মটাই বঙ্গবন্ধুর রচনা করা।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৯
কবি এবং হিমু বলেছেন: একটা জিনিস বুঝতে পারলে ভাল হতো।সবার এই সংখ্যাটা নিয়ে কেন এতো মাথা ব্যাথা।যে সব মুক্তিযোদ্ধারা বেঁচে আছে তাদের তো করুন ইতিহাস বিজয় দিবসের সময় অনেকগুলো পত্রিকায় আর টিভি নিউজে দেখলাম।তাদের জন্য কিছু করার চিন্তা না করে সব রাজনৈতিকদল বা ব্লগগুলো যে হারে গলা ফাটাচ্ছে তাতে এটা পরিস্কার এ রকম চলতে থাকলে আগামি ৪৪ বছর পর ও দেশটা এমনি থেকে যাবে।কোন উন্নতি হবে বলে মনে হয় না।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫
সজিব্90 বলেছেন: তখনকার সময় সদইচ্ছার অভাব ছিল বলেই আজকের বিতর্ক ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
রফিকুল্লাহ্ কিশোর বলেছেন: সজিব্৯০, অনেক কিছুই সদিচ্ছা থাকা সত্ত্বেও করা হয়ে ওঠে না, নানান প্রতিকুলতার জন্য। আর তখন তো কেউ এ নিয়ে কোন প্রশ্নও উত্থাপন করেনি।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮
চাঁদগাজী বলেছেন:
গয়েস্বর নিজ পায়ে কুড়াল মেরেছে।