![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশেরই নাগরিক। তাদেরকে পছন্দ না হলে এড়িয়ে যান। আর, তা না পারলে দেশ থেকে বের করে দিন। কিন্তু, যত দিন তারা এই দেশে আছেন, তত দিন তাদেরকে দেশ নিয়ে কথা বলতে দিতে হবে। এটা তাদের অধিকার। এই অধিকার তাদেরকে দেশের সংবিধান দিয়েছে।
মানুষের বর্তমানটাই আসল। ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয়। ক্ষমা চাওয়া একটি ভালো কাজ। মনে রাখবেন, সবার উপরে খোদার কথাই সত্য। খোদা যদি কাউকে ক্ষমা করে দেন, তাহলে, মানুষের এতে বাধ সাধা উচিৎ নয়।
নবীজীর পরে, কিছু সাহাবী বিপথে চলে গিয়েছিলেন। তারা আল্লাহ্ ও নবীজির মনোনীত নেতা হযরত আলী (আ) এবং আল্লাহর মনোনীত বেহেস্তের দুই সর্দারকে হত্যা করেছিলেন, তারা কি ক্ষমা পাবেন? খোদাই ভালো জানেন।
আবার, অনেক সাহাবীর মুসলমান হওয়ার আগের গুনাহ ইসলাম গ্রহণের পরে মুছে গিয়েছিলো। তাঁরা কি তাঁদের আগের গুনাহর জন্যে ক্ষমা পাবেন? ইসলাম গ্রহণের মতো ভালো কাজের ফলে কি তাঁদের আগের গুনাহ মুছে যায় নাই?
৭১-এর পরাজিত শক্তির সবাইই ভালো, সবাইই খোদার ক্ষমা পাবেন, তা হয়তো নয়। কিন্তু, যারা ভালো হয়ে গিয়েছেন, এবং দেশ ও সমাজের জন্যে ভালো কাজ করে যাচ্ছেন, তাঁদেরকে এখনও কটাক্ষ করা ভালো কাজ নয় বলেই মনে করি।
২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অবশ্যই হয় না। যত দিন না অপরাধী অপরাধের জন্যে শাস্তি ভোগ করানো হয়।
যারা অপরাধী ছিলেন বলে জানা যায়, তাদের শাস্তি দেওয়া হয়ে গিয়েছে।
কিন্তু, যারা ৭১ এর অপরাধীদের শাস্তি দিয়েছেন, তারাই আবার দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ৩৬ জুলাইয়ের আগের সময়ে হত্যা-দূর্নীতির মতো অপরাধ করেছেন।
তাহলে, কার কথা বিশ্বাস করবেন?
২| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৩
রিফাত হোসেন বলেছেন: তারা ৭১ এ তাদের অগ্রজদের ভুলের স্বীকার করে না। স্বীকার করলে মানুষ কেন, আল্লাহও মাফ করে।
তারা কেন, যে কোন মানুষ ভাল কাজ করলে উৎসাহিত করা উচিত। তাদের বর্তমান অংশ কেউ খারাপ কাজ করছে না কিন্তু অতীতের গত মানুষদের তারা সম্মানের চোখে দেখে! যা অদ্ভুত। তারা সেই গত মানুষ, যারা নির্বিচারে ৭১ গণহত্যায় সহায়তা করেছে ও বাংলাদেশ মুক্তি সংগ্রামে শ্রোতের বিপরীতে অবস্থান করেছে।
একটি রাজনৈতিক নামের ভিতর একটি ধার্মিক শব্দ থাকলেই পবিত্র হয়ে যায় না। হয় তার কর্মকান্ডে। তেমনি জাতীয়তাবাদ শব্দেটিও, একটি রাজনৈতিক মতাদর্শের নামের অংশ কিন্তু জনৈক দলের কর্মীদের কর্মকান্ডে তা প্রকাশ পায় না। পেলে তারা হত নাম্বার ১ কট্টরপন্থী কিন্তু তারা তা নয়।
তারা যদি অতীত স্বীকার করে বিভেদ ভুলে সবাইকে নিয়ে বহু বিশ্বাসীদের এক ছাদের নীচের আনতে পারে, তাহলে সবার নতুন করে শ্রদ্ধা জাগ্রত হবে এবং দেশবাসীর মঙ্গল হবে।
২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি হয়তো এমন কিছু মানুষের সাথে মিট করেছেন যারা ভুল স্বীকার করেন না। কিন্তু, সেই দলে এমন মানুষও থাকতে পারেন, যারা ৭১-এর হত্যাযজ্ঞকে মেনে না নিয়ে ভুল স্বীকার করেন।
হত্যাযজ্ঞ যারা করেছেন, তাদেরকে সমর্থন করার প্রশ্নই আসে না।
কিন্তু, যারা বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন হলে ভারতের জিম্মায় চলে যাবে, তাদের যুক্তি কিভাবে খণ্ডাবেন? আমাদের দেশ তো ভারতের জিম্মায় চলে গিয়েছিলো এটা তো মিথ্যা নয়!
ধন্যবাদ।।
৩| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ৭১ সালের বিরোধি যারা এবং ২৪ সালে যাদের পতন হয়েছে এদের কারো কাছেই দেশ নিরাপদ নয় । আমি পারসোনাল ভাবে চাই না লিগ বা ৭১ সালের বিরোধিরা আর কোনো দিন পাওয়ারে আসুক। আমাদের নতুন পলিটিকাল দল দরকার ।
২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশী কেউই আর এখন ৭১-এর বিরোধী নন।
খামাখা উজবুকি তথ্য ছড়াবেন না।
৪| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫০
নতুন নকিব বলেছেন:
৭১-এ যারা ভুল করেছে, সেটি ইতিহাস। কিন্তু যারা সেই ভুল থেকে ফিরে এসে আজ দেশের জন্য কাজ করছে, তাদের প্রতি চিরস্থায়ী বিদ্বেষ সমাজকে বিভক্ত করে, পিছিয়ে দেয় এবং দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। ইসলাম যেমন তওবার সুযোগ দেয়, তেমনি সংবিধানও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করে—এই ন্যায়বোধ থেকেই আমাদের বিচার করা উচিত।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যারা হত্যাযজ্ঞ করেছেন, তাদের বিচার হয়েছে। এখন আর কেউ অপরাধী নন।
বাংলাদেশে এখন আর কেউ আমাদের ভূমির অস্তিত্ব অস্বীকার করেন না।
যারা করতেন, তারা আর নেই। আমি অন্তত কাউকে পাই নাই।
আপনি পেয়ে থাকলে জানাবেন।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫০
সৈয়দ কুতুব বলেছেন: লিগের দল হিসাবে বিচার চাই। একই সাথে ৭১ সালের বিরোধিদের ও বিচার চাই। এরা পলিটিক্স না করলে দেশের মানুষ পিস ফিল করে। দেশে যত ঝামেলা এদের নিয়ে ।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনারও বিচার করা হোক।
এমন একজনের নামে নিক ও ছবি নিয়েছেন, যিনি মিসরে রাষ্ট্রদ্রোহিতার জন্যে ফাঁসিতে ঝুলেছিলেন। আপনি তাঁকে সাপোর্ট করে বাংলাদেশের এক বন্ধু দেশের বিরুদ্ধে যাচ্ছেন।
৬| ২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখা থেকে বুঝা যায় আপনি চান দেশ আগের মতোই চলুক।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হ্যাঁ, আমি তা-ই চাই।
আমি চাই দেশ রাসূলুল্লাহ (সাঃ), ১২ ইমাম, শাহ জালাল (রহঃ), তীতুমীর-দের মতাদর্শে চলুক।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মিসরীয় মতাদর্শের দরকার নেই আমাদের ।
৭| ২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৩
লুধুয়া বলেছেন: এতদিন পরে স্বীকার করলেন ভালো। আমি আগে থেকে জানতাম পাক আর্মির সুড়সুড়ি রক্ত লেগে আছে।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পাক আর্মী আপনাদের মতো চাঘলদের লাথির মধ্যে রেখেছিলো।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এখন কি মাজা সোজা করতে পারছেন?
৮| ২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
মেঘনা বলেছেন: একাত্তরের পরাজিত শক্তিরা বাংলাদেশটাকেই চায়নাই। এখনো চায় না। তাদের স্বপ্ন মুসলিম খিলাফত, আধুনিক ভাষা ভিত্তিক বা জাতিভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তাদের কাছে হারাম। ফলে আপনি চাইলেও তারা নিজেদের বাংলাদেশের নাগরিক মনে করেনা
২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দিদি, ক্ষমার দুইটি দিক আছে।
একটি হচ্ছে - ক্ষমা চাওয়া, আরেকটি ক্ষমা করে দেওয়া।
হিন্দুধর্মে, ক্ষমা মানসিক চাপ ও নেতিবাচকতা থেকে মুক্তি পেতে সাহায্য করে। যখন কেউ ক্ষমা করে, তখন সে রাগ, ঘৃণা, এবং বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করে।
হিন্দুধর্মে, ক্ষমা ঈশ্বরের কৃপা লাভের একটি উপায় হিসেবেও বিবেচিত হয়। এটি বোঝায় যে, ক্ষমাশীলতা মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়।
এসব আশা করি আপনি জানেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪১
সৈয়দ কুতুব বলেছেন: ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না ।