নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিশয় সাধারণ এবং বাংলাবাদী। বাঙালী চেতনা আমার হৃদয়ে। বাংলা ছড়িয়ে পড়ুক,বিশ্বময়।

রফিকুল্লাহ্‌ কিশোর

আমি বাংলাদেশের।বাংলাদেশ আমার।

রফিকুল্লাহ্‌ কিশোর › বিস্তারিত পোস্টঃ

নারীর জন্য আল্লাহ্\'র ঘর "নিষিদ্ধ" কেন?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

নারীকে আল্লাহ্'র ঘর মসজিদে প্রবেশ করতে দেখা এদেশে অন্যতম বিরল ঘটনা। অন্য সকল ক্ষেত্রে নারীর সরব উপস্থিতি থাকলেও এই একটি মাত্র স্থানে নারীদের উপস্থিতি প্রায় শূন্যের কোঠায়। প্রচলিত আছে, তাদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আছে। কিন্তু, কে, কখন উক্ত নিষেধাজ্ঞা দিয়েছে তার কোন হদিশ নেই।

"আবদুল্লাহ ইবন মুহাম্মদ (র.)....আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমাদের ঘরে আমি ও একটি ইয়াতীম ছেলে নবী (সাঃ) এর পিছনে দাড়িঁয়ে সালাত আদায় করলাম। আর মা উম্মে সুলাইম (রা.) আমাদের পিছনে দাঁড়িয়ে ছিলেন"।(অনুচ্ছেদ-৪৭০ঃ 'মহিলা একজন হলেও ভিন্ন কাতারে দাঁড়াবে', খন্ড-২, সহীহ্ বুখারী)।
অন্য একটি হাদিসে এভাবে বর্ণিত আছে, "ইয়াহইয়া ইবন কাযাআ (র.)...উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সাঃ) যখন সালাম ফিরাতেন, তখন মহিলাগণ তাঁর সালাম শেষ করে উঠে যেতেন। নবী করীম (সাঃ) দাঁড়ানোর আগে নিজ জায়গায় কিছুক্ষণ অবস্থান করতেন। রাবী [যুহরী (র.)] বলেন, আমাদের মনে হয়, তা এজন্য, আল্লাহ্ ভাল জানেন, যাতে মহিলাগণ চলে যেতে পারেন, পুরুষগণ তাদের যাওয়ার আগেই"। (অনুচ্ছেদ-৫৫৪ঃ 'পুরুষগণের পিছনে মহিলাগণের সালাত', খন্ড-২, সহীহ্ বুখারী)।

কিছুদিন আগের ঘটনা। মাগরিবের নামাজ পড়তে মুসল্লিরা তখন মসজিদ মুখী। এক মুসলিম দম্পতিকে মসজিদের দিকে আসতে দেখলাম। একটা বিরলতম ঘটনার স্বাক্ষী হতে পারব ভেবে, নিজেকে ভাগ্যবান মনে হতে ছিল। পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করার বাসনায় মসজিদে প্রবেশ করতে সামান্য বিলম্ব করলাম। সুন্নতি পোশাক পরিহিত পুরুষ লোকটি এদিক-ওদিক কিসের যেন সন্ধান করতে ছিলেন, হয়ত ওযু করবেন। উনি পেয়েও গেলেন, একটা বন্ধ থাকা দোকান। সেটার সামনের বসার জায়গায় স্ত্রী লোকটিকে বসিয়ে তিনি মসজিদে প্রবেশ করলেন। নামায শেষে বের হয়ে স্ত্রী লোকটিকে পূর্বের স্থানে বসে থাকতে দেখে চলে আসলাম, যার পোশাক-পরিচ্ছদ খাস পর্দা'র স্বাক্ষ্য দেয়।
স্ত্রী লোকটি হয়ত বাসায় ফিরে কাযা নামায আদায় করবেন। নারীদের নামায কাযা করার বিধানসমূহের মধ্যে, মসজিদকে সামনে পেয়েও সালাত আদায় না করা নিশ্চয়ই নেই। তবে, তার এ পাপের অংশিদার কে হবেন?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

কারাবন্দি বলেছেন: ফেতনার আশংকা

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

রফিকুল্লাহ্‌ কিশোর বলেছেন: কারাবন্দি, আপনাকে ধন্যবাদ। ফেতনার আশংকাকে যৌক্তিক মনে করছি না।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

শামীম ভাই বলেছেন: আমি মালেশিয়া এবং সিংগাপুরের অনেক গুলো মসজিদ ঘুরে দেখেছি, নামাজ আদায় করেছি। প্রায় সব গুলো মসজিদেই মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। আমাদের দেশের মানুষ কোরআন হাদিস অধ্যয়ন না করার ফলে এই অবস্থা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

রফিকুল্লাহ্‌ কিশোর বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

তট রেখা বলেছেন: আমাদের দেশের স্বল্প-শিক্ষিত কিছু মৌলানা গোঁড়ামীর কারণে, মহিলাদের মসজিদে যাওয়ার হাদীস কে উপেক্ষা করে মহিলাদের মসজিদের যেতে বাঁধা দান করেন। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম মহিলাড়া মসজিদে যেতে চাইলে তাদের বাঁধা দান করতে নিষেধ করেছেন। কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের খুব কম সংখ্যক মসজিদেই মহিলাদের নামাজের ব্যাবস্থা আছে।

@ কারাবন্দিঃ ফেতনার আশংকা একটি ফালতু যুক্তি। যে দেশে মহিলা হাটে-বাজারে, সিনেমা হলে, ক্লাব পার্টিতে যেতে বাধা গ্রস্থ হয়না, সে দেশে শুধু মসজিদে যাওয়াটা -ই ফেতনা। মহিলারা মসজিদে না গিয়ে দোকানে বসে থাকলেও ফেতনা কিন্তু বসে নেই।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

রফিকুল্লাহ্‌ কিশোর বলেছেন: তট রেখা, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একমত পোষন করছি। ধর্ম চর্চা ধর্মকে জীবন্ত রাখে। চর্চা না করে ধর্ম পালনই এসকল সমস্যাগুলোর মূলে কাজ করছে।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

হাসান নাঈম বলেছেন: অবশ্বই প্রতিটি মসজিদে নারীদের জন্য ব্যাবস্থা রাখা উচিত।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

রফিকুল্লাহ্‌ কিশোর বলেছেন: হাসান নাঈম, আমি এ দাবী করছি না। আমার স্পষ্ট দাবী, মুসলমানদেরকে অবশ্যই কোরআন ও হাদিসের আলোকে চলতে হবে।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

পিচ্চি হুজুর বলেছেন: এইটা আমাদের দেশের সমস্যা।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

রফিকুল্লাহ্‌ কিশোর বলেছেন: ধন্যবাদ, পিচ্চি হুজুর।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
মক্কার মসজিদে পুরুষ-নারী পাসাপাসি থেকে নামাজ পড়ে
এমনকি মক্কার হজে হেরেম শরিফেও পুরুষ-নারী পাসাপাসি থাকে, পুরুষ-নারী পৃথক রাখতে কোন পর্দাও নেই, পাসাপাসি নামাজ পড়ে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

রফিকুল্লাহ্‌ কিশোর বলেছেন: দেশের তথাকথিত অর্ধশিক্ষিত মৌলানাদের নানান ফতোয়ার ফল, এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.