নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতিশয় সাধারণ এবং বাংলাবাদী। বাঙালী চেতনা আমার হৃদয়ে। বাংলা ছড়িয়ে পড়ুক,বিশ্বময়।

রফিকুল্লাহ্‌ কিশোর

আমি বাংলাদেশের।বাংলাদেশ আমার।

রফিকুল্লাহ্‌ কিশোর › বিস্তারিত পোস্টঃ

ব্লগিংয়ের দুনিয়াটা অনিরাপদ করলো কে?

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

বাংলা ব্লগ সম্ভবত অতিজোর একযুগের বুড়ো। এ বয়সেই সে অনেকটা সৌন্দর্য্য হারানোর পাশাপাশি নিজেকে করেছে অনিরাপদ এবং দূর্বল। যার মূলে, স্বঘোষিত নাস্তিক ব্লগাররা, যারা বাংলা ব্লগের সাথে ভালোবাসার নামে 'ফান' করেছেন। জীবন দানের মতো অতিমানবীয় কর্মও তাদেরকে ইতিহাসের অতিবাস্তব নির্মমতার হাত থেকে রেহাই করবে না। এরা আতলামি করেছে এবং জ্ঞান স্বল্পতার চমৎকার মুন্সিয়ানা দেখিয়ে আত্মহুতি দিয়েছে আর ভবিষ্যৎ ব্লগারকে করেছে বিপদ সংকুল। আজ তাদেরই একজনের হত্যা মামলার রায় হয়েছে। অবাক হলাম,এখন পর্যন্ত সামুতে কোন পোষ্ট না দেখে। ইতিহাস তা হলে এভাবেই মানুষকে তার যোগ্যতম স্থানে অধিষ্ঠিত করে?

বাংলা ব্লগের গণ-পরিচিতির সাথে কাদের মোল্লার 'ভি' চিহ্নের একটা চমৎকার কেমেস্ট্রি অনেকেরই চোখ এড়িয়েছে। সাধারণের মাঝে 'গণ জাগরণ মঞ্চ' এবং ব্লগার 'রাজীব' হত্যা ব্লগকে ম্যাজিক্যাল পরিচিতি দিয়েছে। এর চেয়েও মজাদার বিষয় হচ্ছে, অতি সাধারণ মানুষের কাছে কিছু 'ব্লগার খুন' দুর্ভাগ্যজনক ভাবে বাংলা ব্লগকে অনেকটা নেতিবাচক ভাবে উপস্থাপন করেছে । এ অঞ্চলের মানুষ যেখানে স্বভাবতঃ ধর্ম ভীরু, সেখানে ব্লগারকে নাস্তিক এবং আস্তিকের মোটা দাগে, একদম "হাটি হাটি, পা পা" বয়সেই বিভাজনের দায়টা কিছু দায়িত্ব জ্ঞানহীন ব্লগারকে নিতে হবে।
পৃথিবী এগিয়ে যায়, সময় ফুঁড়িয়ে যায়, মানুষ বুড়িয়ে যায় এবং ছাঁইপাশ আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আজমান আন্দালিব বলেছেন: ব্লগিংয়ের দুনিয়াটা অনিরাপদ করলো কে?
কে করলো উত্তর পেলাম না তো?

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

রফিকুল্লাহ্‌ কিশোর বলেছেন: এ অঞ্চলের মানুষ যেখানে স্বভাবতঃ ধর্ম ভীরু, সেখানে ব্লগারকে নাস্তিক এবং আস্তিকের মোটা দাগে, একদম "হাটি হাটি, পা পা" বয়সেই বিভাজনের দায়টা কিছু দায়িত্ব জ্ঞানহীন ব্লগারকে নিতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.