![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
কোরিয়ান খাবারের সুনাম সারাবিশ্ব জুরে। খুব কম মানুশ ই পাওয়া যাবে,যারা কোরিয়ান খাবার পছন্দ করেন না। কোরিয়ানরা খাবার দাবারের ব্যাপারে একটু হাইজেনিক হওয়ারর কারনে সব রেস্টুরেন্ট তাদের সামনে রান্না করা হয়। আমার নিজের ও কিছু খাবার চেখে দেখার সৌভাগ্য হয়েছে।
১।
প্রথমে শুরু করতে হয় বারবিকিউ দিয়ে। কোরিয়ান বারবিকিউ এর নাম জানে না এমন মানুশ পাওয়া মুশকিল। সাধারণত দুই ধরনের মাংস থাকে বীফ আর পোর্ক। বীফ টা ই অপেক্ষাকৃত বেশী জনপ্রিয়,
এর সাথে থাকে মাশরুম, স্টিউ স্যুপ। আপনি চাইলে রাইস এড করে খেতে পাড়েন। এছারা সাইড ডিস হিসেবে পাবেন কিমচি ( এক ধরনের বাধাকপি) সয়াস্যস, রেডিস ইত্যাদি।
২।
সি স্যাল স্যুপ। কোরিয়ানদের মধ্য আরেক জনপ্রিয় খাবার। ওরা স্যুপ খেতে ভালবাসে। প্রায় সব খাবারের সাথে ই স্যুপ থাকে। কিছু সি স্যাল, শ্রিম্প আর থাকে কিছু ভেজিটেবল। স্যুপ খাবার শেষ যোগ করতে পারেন রাইস। তবে দামটা বেশ চওড়া।
৩।
আমাদের দেশীয় চিকেন বিড়িয়ানীর মত লাগলে ইহার নাম জিং সে চিকেন। জিংসে এক ধরনের কোরিয়ান হার্ব। আস্ত একটি মুরগির মধ্য কিছু কোরিয়ান মশলা আর রাইস দিয়া রান্না করা হয়। জিং সে চিকেন স্যুপ পাওয়া যায়, অপেক্ষাকৃত বেশি স ম য় আর কিছু হার্ব ব্যব হার ক রায় এর দাম খুব চ ওড়া।
৪। ।
নিজেদের স্টাইলে বানানো বাগ্রার। এর উপরে থাকে হাফ ফ্রাইড এগ। অপেক্ষাকৃত ছোট এবং বেশ জুসি। সাথে পাবেন ওদের মাসলা যুক্ত ফেঞ্জ ফাইস। সাইড ডিস থাকে কিছু ভেজিটেবল।
৫।
খোসাসহ চিংড়ি মাছ দিয়ে এইটার নাম মালালুংসা। এইটা একটা স্পাইসি চাইনিজ খাবার হলে কোরিয়াতে অনেক জনপ্রিয়। শুকনা মরিচ, গোল মরিচ যত পদের স্পাইসি মসলা আছে সব ই পাবেন এইটাতে। এইটি অনেক তেল যুক্ত খাবার হওয়ায় আপনাকে গ্লাবস পড়ে নিতে হবে। এইটা খাবার অভিজ্ঞতা অবশ্য আমার খুব ভাল না।
রমজান মাস, সংযমের মাস তাই আজকে আপাতত এত টুকুই।
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:৪১
কলিমুদ্দি দফাদার বলেছেন: দীর্ঘ দিন বাচতে কোরিয়ান খাবারের কোন বিকল্প নাই। কোরিয়ান মানুশ এর গড় আয়ু ৮০ থেকে ৯০ বছর। অবশ্য আমার খাওয়া শখের বসে।
আপনার এইসব খাওয়া বেশি বেশি খাওয়া দরকার। কেননা আপনার মত প্রতিভা আগে চলে গেলে দেশ ও দশের খতি।
২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর পোষ্ট, সন্দেহ নেই।
আর আপনার অনুরোধ রক্ষার্থে রমজানের একটা গজল/গান পোষ্ট করলাম। সময় পেলে দেখে আসবেন।
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: পোস্ট ভাল লেগেছে তাই আপনাকে ধন্যবাদ।
আর আমার মত এক অধমের অনুরোধে রমজানের গজল লিখেছেন
তাই আপনাকে অসখ্য ধন্যবাদ।
৩| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
আয়ের তুলনায় মাছের দাম কি রকম? ওরা কি ম্যাকডোনাল্ডের ভক্ত?
০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: আয়ের তুলনায় দাম, তেমন বেশি নাহ। তবে এরা 'র' ফিস খায়।
আর আমেরিকান ব্যন্ড এর জন্য পাগল তারা। ম্যাক ডি, কে এফ সি, বাগ্রার কিং, স্টারবাক্স এইসব অনেক জনপ্রিয়। তবে ফাস্টফুড একটু কম খায়।
৪| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪৪
প্রামানিক বলেছেন: নতুন কিছু জানা হলো। ধন্যবাদ
০১ লা জুন, ২০১৭ রাত ৮:৫৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: জানারে পেড়ে ভাল লাগলো, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কোরিয়ান জ্যাংক ফুড তো আর কখনো খাওয়া হবে, এবং খাওয়ার ইচ্ছাও নেই । সব সময় বাংলা খাবার আমার প্রিয় ।
হুম, আপনার পোষ্ট পড়লাম দেখলাম সবকিছু ।