নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is like a flute.It may’ve many holes& emptiness but if u work on it,It can play magical melodies

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

বাঙালীর ক্রিকেট ঊন্মাদনা।

১৬ ই জুন, ২০১৭ রাত ১:১৬


আমরা বাঙালীরা নাকি আবেগি জাতি। কথাটা কতটুকু সত্য জানি না, তবে এইটা ঠিক যে পান থেকে চুন খসলে আমরা কাঊকে ছাড়ি নাহ। কোন কিছুতে আমাদের যেমন কাউকে মাথায় তুলে নিতে সময় লাগে নাহ, ঠিক ছুড়ে ফেলে দিতে দিধা বোধ করি নাহ।

ক্রিকেট নিয়ে আমাদের ঊন্মাধনার শেষ নাই, বাংলাদেশ যখন সেমিফাইনালে এই নিয়ে কত হয়চই। নিউজপেপার, অনলাইন, মিডিয়া, ফেসবুক, টেলিভিশন এমন কি ফেসবুকে ও তাদের প্রশংসার কোন কমতি নাই। তো আজকে একটা ম্যাচ হারছে ইতি মধ্য শুরু হয়ে গেছে, অনলাইন ফেসবুকগুলোতে? যেমন সম্য কে বাংলাদেশ দলে রাখার জন্য আপনি কি একমত? সম্য সরকার কি বাংলাদেশ ক্রিকেট টিমে হিন্দু কোটায় চান্স পায়? তামিম মুসফিকদের আরো দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল আরো কত কি? নাসির এর সাথে পাপনের মেয়ের প্রেম নাহ থাকলে এমন হত নাহ? কোথাকার পানি কোথায় নিছে? এক এক জন এর বিশ্লেষণ এর ধরন
এমন মনে হয় ১০ বছর কোন দলের কোচ থেকে সদ্য অবসর নিয়েছেন। খেলাধুলা একটি বিনোদন। হার জিত তাতে থাকবেই।তাতে এত মাতামাতির কি আছে কে জানে??

ক্রিকেট জন্ম যে দেশে, সেই ইংল্যান্ড এর বিবিসি তে আস্যাজ টেস্ট ছাড়া ক্রিকেট আর কোন নিউজ দেখি নাই। আমাদের দেশে তো মনে
হয় অনেক চ্যানেল এ ব্রেকিং নিউজ এইসব দেখানো হয়। তাই মনে হয় জনগনের প্রতিক্রিয়া টা একটু বেশি?

হিন্দি লাগান ছবিতে ক্যপ্টেন রাসেল এইটি বিখ্যাত ডায়লোগে, ভারতীয়দের তুচ্ছ করে বলেছিল এক্স "তুম সালেহ লোগ হামারি পায়ের নিচে রাহেগা"
যাই হোক আমির খান ম্যাচ যিতে তার প্রতিশোধ নিয়েছেন, বুজিয়ে দিয়েছেন কারো পায়ের নিচে থাকার লোক নন। বাংলাদেশ সেমিতে উঠার সময় ইন্ডিয়ান অনেক ক্রিকেটার, বাংলাদেশ দলকে অবজ্ঞাসূচক মন্তব্য করেছে। তো আমরা কি পারতাম নাহ একটা ম্যাচ জিতে ওদের চোখে আংগুল দিয়ে? নাকি জাতি হিসেবে সত্যি আমরা
ঠাট্টা মসকরা আর অবজ্ঞা করার?

মন্তব্য ৩৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


সবই ঠিক আছে; বাংলাদেশ ভালো করেছে; শেষ ভালোও একদিন করতে হবে; সময় আসছে

১৬ ই জুন, ২০১৭ রাত ১:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপাত দৃস্টিতে মনে হয় পাপনের মেয়ে কে বিয়ে নাহ দিলে আর ক্রিকেট এর বাজেট না বাড়ালে কোন উন্নতি সম্ভব নাহ।

২| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:৩০

কুঁড়ের_বাদশা বলেছেন: যাদের চুলকানি উঠছে তারা মনে হয়, বাংলাদেশের পক্ষে বাজি ধরেছিল, এখন টাকা-পয়সা হেরে । ক্রিকেটারদের দোষ দেখতে পাচ্ছে। টাকা-পয়াসার কাছে কি আপন পর আছে ? এ আলগা আবেগ দেখানো গুলোকে স্টুপিড মনে হয়। জিতলে ক্রিকেটাররা তখন খুব ভালো .....

১৬ ই জুন, ২০১৭ রাত ১:৩৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: বাংলাদেশ দল নিয়ে এখন জুয়া ও খেলা ও হয়, হেরে যাওয়ার পর এরা ই খেলোয়ারদের বাড়ি বাড়ি আগুন দেয়। কথা কাল্পনিক হলে ভবিষ্যৎ হয়তো এমন ই হবে? খেলা কে খেলার মত ই দেখা উচিত।

৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: এটার নামই ক্র্রিকেট ভাই।। যার একটি ওভারেই বদলে যায়, পুরো ম্যাচটা।। আজ পারি নি কিন্তু আগামীতে তো পারতে পারি।।

১৬ ই জুন, ২০১৭ রাত ২:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন: আজ পড়ি নী, আগামিতে পাড়তে ও পাড়ি।
আর ততদিন চলবে মওকা, মওকা হাসি তামাশা।

৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমনিতেই অনেক অভদ্রতা করা হয়েছে ভারতীয় টিম নিয়ে। আজকে জিতলে আরো বেশী হত। যাক, ঐসব 'মানসিক প্রতিবন্ধী'রা কিছুদের জন্য অফ যাবে...

১৬ ই জুন, ২০১৭ রাত ২:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: মওকা তো ভারতীয়রা বানায়, তো বাঙালীদের আর দোষ দিয়ে লাভ কি?

৫| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:৫৫

কানিজ রিনা বলেছেন: আমাদের চট্রগ্রামের পাহাড় ধসে অনেক মানুষ
মরে যাওয়ায় কয়দিন মনটা খুব খারাপ ছিল
সেনাবাহিনীর কয়জন যুবকের দাফন দেখে
মনটা বড় ভার হয়েছিল।
আজ খেলার হাড় নিয়ে তেমন কোন বিচলিত
হই নাই।
যেমন কলিমদ্দিন দফাদার নামটা দেখেই
হেসে ফেলি। আজ আর হাসি পেলো না।
সত্যি এক দেরশ লোক মাড়া গেছে পাহাড়
ধসে অথচ আমাদের দেশে খেলা নিয়ে
মানুষের নানান তৎপরতা দেখে মনে হয়
এদেশে মানুষ আর মানুষ নাই। ধন্যবাদ।

১৬ ই জুন, ২০১৭ রাত ২:২৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার মুখের হাসি ফিরিয়ে আনার ক্ষমতা আমার হয়তো নাই। 

তবে মনকে শক্ত করতে হবে। তা নাহ হলে এদেশে থাকা দায়।বাংলাদেশ ১২ মাসে ১৩ সমস্যা। বর্ষায় পাহার দশ আবার শীত এলে শুনবেন উওর বংগে শীতে মানুশ মারা যাছে, কোনদিন ধর্ষন এগুলো দেখার কেঊ নাই। এইগুলো তো নিত্যদিনের ঘটনা বরং
পেপার খুলে এইসব খবর নাহ দেখলে ই অবাক লাগে।

তাই বলে মানুশের বিনোদন তো থেমে থাকবে নাহ। তাই যে যার মত করছে আর কি।

৬| ১৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৮

জীবন সাগর বলেছেন: আপনিও তো কম বললেন না ভাই !!! বাঙালি জাতি ঠাট্টাতামাসার পাত্র বানিয়ে গেলেন!!! এত সুন্দর লিখেছিলেন পুরোটা লেখা, কিন্তু শেষের কথাটা এরকম কেন দিলেন বুঝলাম না!!! আবেগ তো আপনারো কম না!!! আপনি বুদ্ধিমান হয়েও অাবেগ ধরে রাখতে পারলেন না!! তাহলে ভাবুন যারা ফেসবুক চালায় তারা কেমনে পারবে?

ঠকছি এক ম্যাচ শেষ হয়ে যাইনি

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে ঠাট্টাতামাসার আমি করছি, নাকি যারা বাংলাদেশের বিপক্ষে খেলছে তাদের কথা বলছি?

প্রতিটি বড় ম্যাচের আগে ই তো এই ধরনের মন্তব্য আসে? শেষ বলতে চাইলাম যারা আমাদের নিয়ে হাসি তামাশা করে তারা ঠিক নাকি আমরা সত্যি হাসি তামাশা করার মত?

অবেগি মানুশের চাওয়া বোধ হয় এমন নাহ।

৭| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯

শূন্যনীড় বলেছেন: ভালো তো আবেগ থাকা

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: অতি আবেগীরব ক্রিকেটারদের ঘরে ঘরে আগুন দেয় ম্যাচ গেরে গেলে।

৮| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: সামনের দিন গুলোতে আমরা অবশ্যই ভালো খেলব।

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: অবশ্যই!!!! বাংলাদেশ ভাল খেলবে এই প্রত্যাশা রইলো।

৯| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে এবার ম্যাচ হারার কষ্টের চেয়েও বিরাট কু-লি'র জিহ্বা বের করে উল্লাসটাই বেশি পিঁড়াদায়ক মনে হচ্ছে।

আমরা একদিন বিশ্বচ্যাম্পিয়ন হবো, হবোই।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: সাকিব মুসফিক তামিম আর কিছু বছর পড়ে ই অবসরে। দলের প্রয়োজন এখন নতুন খেলোয়ার বের কড়ে আনা। যারা কাপ নিয়ে আসবে।

১০| ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাংলাদেশ সেমিতে উঠার সময় ইন্ডিয়ান অনেক ক্রিকেটার, বাংলাদেশ দলকে অবজ্ঞাসূচক মন্তব্য করেছে। তো আমরা কি পারতাম নাহ একটা ম্যাচ জিতে ওদের চোখে আংগুল দিয়ে? এতে আমাদের খেলোয়াড়দের উত্তেজনা মাত্রার চেয়ে বেশি বেড়ে যাওয়ায় তাদের মাঝে এলোমেলো ভাব এসেছিল। আর ভারতের ক্রিকেটাররাও সেটাই চেয়েছিল। যাক এ যাত্রায় তারা সফল। তবে এক মাঘেতো আর শীত যায় না। সামনে আরো সুযুগ আসবে।

১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ফরিদ ভাই ঠিক জায়গাতে ই ধরবছেন। তবে আমার মনে খেলাতে এইসব না বলে খেলা খেলার মত হওয়া উচিত।

১১| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৯

আরণ্যক রাখাল বলেছেন: উন্মাদনা*

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমি ভাষাবিদ ডা: শহিদুল্লাহ নাহ, সব বানান মুখস্ত রাকবো। এইগুলো টাইপো এর ভুল। ধন্যবাদ

১২| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন।

১৭ ই জুন, ২০১৭ রাত ১২:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি কিছুদিন যাবত ব্লগে দেখা কম পাই, কেমন আছেন?

১৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:০০

কল্লোল পথিক বলেছেন:




আবেগ জিনিষ টা খারাপ না।

১৭ ই জুন, ২০১৭ রাত ২:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: খারাপ নাহ কিন্ত সব ব্যপারে আবেগ থাকা ঠিক নাহ।

১৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি ভাই , কয়েক দিন ধরে একটু ব্যস্ত ছিলাম ।

আপনি কেমন আছেন?

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: জি ভাই আল্লহ রাকছে ভাল।

১৫| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সাজু ভাই, আপনার প্রোফাইল পিক কই গেল ?

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:২২

কলিমুদ্দি দফাদার বলেছেন: সাজু ভাই কে?

১৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগে আপনার পরিচয় লিখুন ; সেখানে মনে হয়,আপনার সাজু নাম দেখেছিলাম নাকি । যাইহোক ,আমার ভুলও হতে পারে ।।

১৭| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ঈদ মোবারক!

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: ঈদ মোবারক ভাই। ভাল থাকেন, ভাল ভাবে ঈদ করবেন।

১৮| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক, শুভেচ্ছা রলো

২৫ শে জুন, ২০১৭ রাত ৯:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: ঈদ মোবারক গাজী সাহেব। যেখানে থাকুন ভাল মত ঈদ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.