নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is like a flute.It may’ve many holes& emptiness but if u work on it,It can play magical melodies

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

অসরী

০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫



১. বছর দুই এক আগের কথা,আমি তখন বিদেশে একটা ইউনিভারসিটি পড়ি। আমাদের ক্যম্পাস ছিল একটি গ্রামের বিশাল এক এলাকা জুড়ে। মোটামোটি সেখানে আমাদের ইউনিভার্সিটি কেন্দ্র কড়ে ছিল সবকিছু হোটেল, হোস্টেল বাসা বাড়ি সবকিছু। আর পাশে বিশাল পা্হাড়
আর ইউনিভারসিটি খেলার মাঠ, সুংমিং পুল, এম পি এইচ ইত্যাদি। মোটামুটি কিছু দূরে ছিল একটি জায়ান্ট সুপার সপ। আর মুভি, শপিং কোন প্রয়োজনে গাড়ি ভারা করে আমারা বন্ধু বান্ধবেরা শহরে চলে যেতাম। প্রথম দু মাস হোস্টলে থাকলে এরপর কিছু বাধ্যবাধকতা থাকায় আমি একটা ফ্লাট এ ওঠে যাই।

২. আমি ফ্লাট এ ওঠি আমার দুইটা আফ্রিকান ফেন্ডের সাথে। তিনটা রুম আমরা তিন জনে ব্যবহার করতাম আর একটা ছিল ড্রয়িং রুম। টিভি আর প্লে স্টেশন। আমরা ফিফা খেলতাম সেখানে বসে। বলে রাখা ভাল আমাদের ইউনিভারসিটি এরিয়াটা ছিল খুব নিরিবিলি রাতের বেলা নিদিষ্ট খাবার হোটেল আর লাইবেরি ছাড়া সবকিছু ছিল নিরিবিলি। আর পোলাপানের ডেটিং করতে মন চাইলে সুইমিং পুল বা বাস্কেট
বল কোর্ট চলে যেত।

৩. ঘটনা আমার এক আমার আফ্রিকান বন্ধুকে নিয়ে। বন্ধু ছিল পাস্তর। মানে খিস্টানদের পার্দী টাইপ। পার্দী বল্লাম বলে আবার যে সেই ভাইবেন নাহ। একদম চকচকে সিক্স পেক, হাতে মেক বুক স্মাট পার্দী। তাকে কখনো আমি স্মোক বা কোন প্রকার মদ্য পানীয় খেতে দেখি নী। আর অপ্রয়োজনীয় কোন কথা বলে নাহ। বিলাশ বহুল জীবন যাপন করতো, তাকে কখনো টাকা পয়সার টানাটানি পড়তে দেখি নী।
মাঝে মাঝে কিছু লোক এসে তাকে খুব ভোর বেলা টাকা দিয়ে যেত, এই এলাকায় বেশ অনেকদিন থাকার পড় মুখ গুলো আমার বেশ অ পরিচিত।

৪. আমরা কেঊ কারো রুমে প্রবেশ করি নী। তবে মাঝে মাঝে তাকে রাতের বেলা মোমবাতি জালিয়ে কিছু রিচুয়াল করতে দেখতাম। প্রথম দিকে আমার সন্দেহ ব্লাক মেজিক টাইপ কিছু নাকি। পড়ে দেখি নাহ বাইবেলের ইংরেজীতে পড়ছে। আফ্রিকান যারা এরা দেখতাম কোন সমস্যা হলে এর কাছে আসতো। একদিন সকালে হটাৎ আমার ওর চিৎকারে ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি একজনের হাত ধরে বাইবেলের কিছু পরছে- Oh My Heavenly Father Something। আমি বিরক্তি প্রকাশ করে রুমে চলে আসলাম।

আমি একদিন হাসি তামাশা করে বল্লাম তুমি যে লোকজনের এইসব কর তাতে কি কোন ঊপকার হয় নাকি সব ভন্ডামি??? সে খুব বেশি কিছু নাহ বলে আচ্ছা আমি তোমাকে দেখাবো একদিন। এরপর বেশ কিছুদিন কেটে গেল আমাদের সেমিস্টার গ্যাপ সে দেশে চলে গেল।
হঠাৎ একদিন রাতে আমি তাকে পার্কের পাশে এক বেঞ্চে বসে থাকতে দেখে বল্লাম কি ব্যপার তুমি!!!!!!!!
কোন মেসেজ ছাড়া চলে আসলে!!!!!!!

এর কিছুক্ষন পড় আমি বাসায় চলে আসি। এরপরের দিন তার রুমে লক দেখে অন্যবন্ধুকে বল্লাম টিনো কোথায়??? রুমে লক কেন?? বলে ওত এখনো আসেনী!!!!!!! আমি গতকাল রাতের কথা ভেবে চুপ করে বসে থাকলাম।।কোন লজিক পেলাম নাহ????

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

ডঃ এম এ আলী বলেছেন:
গল্পের শিরোনামের স্বার্থকতা খুজে পাওয়া গেছে লেখাটিতে ।
বানান প্রমাদগুলি একটু এডিট করে দিলে মনে হয় ভাল হয় ।
ধন্যবাদ , শুভেচ্ছা রইল ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: মন্তব্য জন্য শুভ কামনা।
বাংলা লেখুনিতে আমি একটু কাচা।
আশাকরি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।

২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল ! টাইপে সচেতন হতে হবে।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: প্রবাসের জীবন একটু কষ্টের হয়.... আবার বিভিন্ন প্রতিকূলতায় না-পড়লেও জীবনের সঠিক মানে বোঝা যায় না। B:-)

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: একদম খাটি কথা। আপনি তো দেশ পাগল মানুশ, দেশে ট্রাফিক ৩ ঘন্টা বসে থাকতে রাজি তা ও বিমান এ ঊঠবেন নাহ। আপ্ননার হবু শশুর মশাই কি বিদেশ অপছন্দ নাকি???? :P

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: বিদেশ আমার ভীষণ ভালো লাগে ;একটা স্বাধীন লাইফ কিন্তু আমি বাবা-মার একমাত্র ছেলে হওয়ার কারণে,দেশে পরে রয়েছি আর আমার বন্ধু-বান্ধুব সবাই মোটামুটি বিদেশ থাকে। বয়স যেমন তিশ হলে সরকারি চাকরি হয় না-তেমনি টাক্যা-পয়সা না থাকলে কোন মাইয়ার বাপ তার মেয়ে দেতে চায়না গো, ভাই :P আর বিশেষ করে অনেক বিয়ের অফার পেয়েছি, মেয়ে ও তার বাবা-মা সহ বিদেশ থাকে এমন ফ্যমিলি থেকেও কিন্তু আমার সেই এক সমস্যা- এক ছেলে বলে।আর বিয়ে সাদি দেখি সামনের বছর সেরে ফেলতে পারি।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার কপাল তো দেখি ১২ হাত। এক বাপের এক ছেলে আবার প্রবাসী বাংগালী মেয়ে বিয়ের প্রস্তাব। যাই হোক শুভককাজে দেরি করতে নেই। দাওয়াত টা পানা থাকলো। :P

৫| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোষ্ট, স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয়ই ভালো লাগলো ভাই।

শুভকামনা রইল আপনার জন্য

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার উৎসাহ সামনে লিখারর আগ্রহ যোগাবে।
ভাল থাকুল সব সময়।

৬| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতি উত্তরে মুগ্ধতা জানিয়ে গেলাম

অবশ্যই লিখবেন ভাই, লিখতে লিখতেই শুনেছি মানুষ লেখক হয় । নিজের মনের ভাব অনুভূতির প্রকাশ তো লেখকরাই করে থাকেন

খুব সুন্দর লেখেন ভাই আপনি, আপনার লেখায় পাঠক ধরে রাখার গুণ আছে।

শুভকামনা আপনার জন্য সবসময়।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমার মত ব্লগে যারা নতুন লেখেন, আপনার মত সিনিয়র ব্লগার দের উৎসাহ উদ্দিপনা অনেক সা্হস যোগায় সামনের দিন গুলোতে ব্লগে লিখতে ।
আবার ধন্যবাদ প্রিয় কবি।
সব সময় উৎসাহ দিয়ে যাবেন এই কামনা।

৭| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫১

সাইফুল১৩৪০৫ বলেছেন: ভালই লেগেছে। লিখে যান।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: ধন্যবাদ।

৮| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

আ্যাডোনিস. বলেছেন: আমি ভেবেছিলাম ব্ল্যাক ম্যাজিকের দিকে এগুবে কিন্তু নাহ।তারপরও ভালো লেগেছে।শুভকামনা রইলো।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০০

জুন বলেছেন: বহুদিন পর কলিমুদ্দি দফাদার ।
ভয় ভয় নিয়ে পড়েতে শুরু করলাম শিরোনামটির জন্য । আমিও ৮ নং মন্তব্যের মত ব্ল্যাক ম্যাজিকের আশায় ছিলাম । তবে আপনার চমকটাও খারাপ না একেবারে :||
অনেক ভালোলাগা রইলো প্রিয় ভুত প্রেতের গল্পে ।
+

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: প্রিয় গুনী ব্লগারকে অনেকদিন পর দেখে ভাল লাগছে।
ভূত প্রেত নিয়ে আমার ঝুলিতে অনেক কাহিনী আছে। :P
কিন্তু এই বিজ্ঞান প্রযুক্তির যুগে ব্লগের মত প্লটে এইসব কাহিনী লিখলে মানুশ আবার কি ভেবে বসে???
তাই মাঝামাঝি অবস্থায় রেখে শেষ করলাম।

১০| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরেকটু নাটকীয়তা আশা করেছিলাম।কিন্তু গল্পটা হঠাৎ শেষ হয়ে গেল।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: তাহলে এটা নিয়ে ২য় পর্ব লিখবো, কিন্তু সাবধান ভয় পেয়ে স্টোক করলে আমার কোন দায়ভার নাই।

১১| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

জুন বলেছেন: আমিও আমার ঝুলি থেকে এক অখাদ্য পিশাচ কাহিনী লিখেছিলাম কিছুদিন আগে , যা সগৌরবে ব্লগের পাতায় শোভা পাচ্ছে ;)
সুতরাং সমস্ত দ্বিধা ঝেড়ে লিখতে থাকুন ভুতের গল্প কলিমুদ্দিন। যতই আধুনিক যুগে থাকি না কেন তা পড়ার জন্য আমরা আছি :)

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি হলেন ব্লগ সেলিব্রেটি যাহা দিবেন তাহা ই চলবে।
আমার মত দিন আনি দিন খায় ব্লগারের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ব্লগিং করতে হয়।
এই দেখুন নাহ ব্লগের মত একখানা পাবলিক সাইটে আমার প্রোফাইলে নিয়ত্নন করেন আমার তিনি??
অন্যন্য সোস্যাল সাইটের কি অবস্থা এবার বুঝুন????

১২| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি তো মিরাকলের সাক্ষী; এখন কাজ করছেন, নাকি পড়ছেন?

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: গাজী সাহেব আপনি তো ঘটনার একটা বৈজ্ঞানিক বা লজিকাল ব্যখ্যা দিতেন পারেন??
পড়াশোনা একটু বিরতী চলছে। আপাতত কাজ কর্ম আর নিজের কিছু ব্যক্তিগত ব্যবসা নিয়ে আছি।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: প্রথম দিকে আমার সন্দেহ ব্লাক মেজিক টাইপ কিছু নাকি। পড়ে দেখি নাহ বাইবেলের ইংরেজীতে পড়ছে

হে হে হে!:)


টিনোর অমন উপস্থিতির অনেক লজিকই তো দেখানো যায় মেয়াবাই! যদিও আমি নিজে জানিনা আরকি! ;)

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:  বিলি ভাই আমি কোন প্রকার এলকো সেবন করি না।  :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.